Published : 29 Apr 2025, 10:43 PM
মোশাররফ করিম, তাসনিয়া ফারিণ এবং শরিফুল রাজকে নিয়ে নির্মাতা সঞ্জয় সমাদ্দার যে সিনেমাটি নির্মাণ করতে মাঠে নেমেছেন সেই রাজের 'লুক' প্রকাশ পেয়েছে।
ফেইসবুকে সিনেমার পোস্টার প্রকাশ করে সঞ্জয় সমাদ্দার লিখেছেন, "‘ইনসাফ’ শুধু একটি শব্দ নয়! এটি একটি জীবনবোধ!"
'ইনসাফ' নামের এই সিনেমার পোস্টারে রাজকে একটি সোফায় রক্তমাখা কুড়াল হাতে নিয়ে বসে থাকতে দেখা গিয়েছে। কুড়াল এবং হাতে-মুখে লেগে আছে রক্তের ছোপ।
পোস্টারের স্টোরি লাইনে লেখা রয়েছে 'টেল অব লেজেন্ডস', এছাড়া চলতি বছরই সিনেমাটি মুক্তি দেওয়া হবে বলেও পোস্টারে লেখা আছে।
'ইনসাফের’ গল্প ও চিত্রনাট্য লিখছেন নাজিম উদ দৌলা; তিতাস কথাচিত্র প্রযোজনার দায়িত্ব নিয়েছে।
ড্রামা অ্যাকশ থ্রিলার ঘরানার গল্প চিত্রনাট্যে আনা হয়েছে বলে জানিয়েছেন সঞ্জয়।
তিন বছর আগে এই নির্মাতা কলকাতার জনপ্রিয় নায়ক জিৎকে নিয়ে 'মানুষ' নামের সিনেমা বানিয়ে বড়পর্দার পরিচালক হিসেবে নাম লেখান। এটি হতে যাচ্ছে এই নির্মাতার বাংলাদেশে প্রথম কোনো কাজ।
সঞ্জয় বলেন, "উচ্ছ্বাসের থেকেও দায়িত্ববোধ বিষয়টা বেশি কাজ করছে। কারণ এই সিনেমায় প্রযোজক অনেকগুলো টাকা লগ্নি করেছে। দর্শকের জন্যও একটা কমিটমেন্টের জায়গা রয়েছে। যারা সিনেমা দেখতে আসবেন তাদের যেন সময় এবং টাকা দুটোই কাজে লাগে সেটার দিকেও খেয়াল রাখাই বড় দায়িত্ব।"
‘ইনসাফ’ সিনেমার দৃশ্যধারণের কাজ প্রায় শেষের পথে বলেও জানিয়েছেন পরিচালক সঞ্জয়।
আরও পড়ুন: