Published : 02 May 2025, 10:38 AM
প্রেম এবং পরিবারের আরোপিত সিদ্ধান্তে দুই তরুণ-তরুণীর জীবনে নেমে আসা প্রতিবন্ধকতার গল্প নিয়ে বানানো হয়েছে নাটক ‘কী মায়ায় জড়ালে’।
পরিচালক রাফাত মজুমদার রিংকুর পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী। নাটকটি রচনা করেছেন মজুমদার শিমুল।
বিজ্ঞপ্তিতে মাছরাঙা টেলিভিশন জানিয়েছে, শুক্রবার রাত সাড়ে ১০টায় প্রচার হবে নাটকটি।
নাটকটি নিয়ে রিংকু বলেন,"‘কী মায়ায় জড়ালে’ নাটকে তরুণ প্রজন্মের আবেগ, সম্পর্কের টানাপড়েন এবং সামাজিক বাধার প্রতিচ্ছবি তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি নাটকটি ভালো লাগবে।"
নাটকের গল্পে দেখা যাবে সুস্মিতাকে পছন্দ করে সোহেল। কিন্তু কখনো নিজের পছন্দের কথা প্রকাশ করেননি তিনি। সুস্মিতার কাছ থেকে রীতিমত পালিয়েই থাকে সোহেল। একইভাবে সুস্মিতাও পছন্দ করেন সোহেলকে। কিন্তু সে কথা দুজনেই দুজনের কাছে গোপন রেখেছেন।
একদিন সুস্মিতার পরিবার থেকে তার বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তখন সুস্মিতা তার বিয়ের খবর সোহেলকে জানিয়ে দেয়।
সোহেল তার বাবার মাধ্যমে বিয়ের প্রস্তাব পাঠান সুস্মিতাদের বাড়িতে। কিন্তু সুস্মিতার পরিবার রাজি হয় না। ইচ্ছার বিরুদ্ধে অন্য পাত্রকে বিয়ে করার সিদ্ধান্ত মেনে নিতে পারে না সুস্মিতা, তখন তিনি আত্মঘাতী হওয়ার সিদ্ধান্ত নেন। জানতে পেরে সোহেলও সিদ্ধান্ত নেন, সুস্মিতার সঙ্গে তিনিও আত্মহত্যার পথ বেছে নেবেন।
তাদের জীবনের শেষ পরিণতি কী হয় সেই গল্পই দেখা যাবে নাটকে।