দেব লিখেছেন, “খবরটা সত্যি নয়। তবুও আমার তরফ থেকে রাফীর জন্য শুভেচ্ছা।”
Published : 08 Jul 2024, 10:12 AM
‘তুফান’ সিনেমার সাফল্যের পর সোশাল মিডিয়ায় এবং কলকাতার কয়েকটি সংবাদ মাধ্যমে খবর এসেছে এই সিনেমার পরিচালক রায়হান রাফীর সঙ্গে কাজ করতে চাইছেন কলকাতার দুই অ্যাকশন হিরো।
তারা হলেন দীপক অধিকারী দেব এবং জিতেন্দ্র মদনানী, যিনি পরিচিত জিৎ নামে। এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন দেব।
ইনস্টাগ্রামের স্টোরিতে দেব লিখেছেন “খবরটা সত্যি নয়। তবুও আমার তরফ থেকে রাফীর জন্য শুভেচ্ছা।”
লোকসভা নির্বাচনের জন্য মাঝে অভিনয় থেকে কয়েক মাসের বিরতি নিয়েছিলেন দেব। নির্বাচনে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল আসন থেকে এমপি নির্বাচিত হয়ে ফের অভিনয়ে ফিরেছেন তিনি।
মঙ্গলবার থেকে কলকাতায় ‘খাদান’ সিনেমার শেষ পর্বের শুটিং শুরু করবেন দেব, যা চলবে এ মাসের শেষ নাগাদ পর্যন্ত।
আর জিৎকে নিয়ে কলকাতার বাংলা দৈনিক আনন্দবাজারকে রাফী বলেছিলেন, আগামীতে ভারতের সঙ্গে যৌথ প্রযোজনার সিনেমা নির্মাণের আগ্রহ তার আছে।
“জিৎদা সুপারস্টার। তার সঙ্গে কাজ করতে পারলে খুবই ভালো লাগবে। কিন্তু ইন্ডাস্ট্রির আরও অনেককেই আমার পছন্দ। তাই এখনই আলাদা করে কারও নাম উল্লেখ করার সময় আসেনি।”
এ বিষয়ে জিতের কোনো মন্তব্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।
কোরবানির ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের ‘তুফান’র নায়িকা কলকাতার মিমি চক্রবর্তী। পশ্চিমবঙ্গের ৪৭টি প্রেক্ষাগৃহে শুক্রবার থেকে চলছে সিনেমাটি।
‘তুফান’ সিনেমার অন্যতম আকর্ষণ বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরী। এছাড়া দ্বিতীয় নায়িকা মাসুমা রহমান নাবিলা, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, সালাউদ্দিন লাভলু, গাউসুল আলম শাওনসহ আরো কয়েকজন এখানে অভিনয় করেছেন।
‘তুফান’ এর শুটিং হয়েছে এলাহাবাদের প্রয়াগরাজ, কলকাতা এবং বাংলাদেশ মিলিয়ে।
‘তুফান’ প্রযোজনা করেছে আলফা-আই স্টুডিওজ লিমিটেড, ডিজিটাল পার্টনার চরকি ও ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর হিসেবে আছে এসভিএফআর। পরিবেশক প্রতিষ্ঠান আলফা আই স্টুডিওস লিমিটেড।
ভারতীয় সমালোচকদের চোখে ‘তুফান’ যেমন
পশ্চিমবঙ্গে মুক্তির পর ভারতীয় সমালোচকদের মধ্যে সিনেমাটি নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে।
ভারতীয় দৈনিক সংবাদ প্রতিদিন ‘দুরন্ত শাকিব-মিমি-চঞ্চল ট্রায়ো, স্টাইল-অ্যাকশনে ভরপুর তুফান’ শিরোনামে সিনেমার সমালোচনা প্রকাশ করেছে এর অনলাইন সংস্করণে।
সেখানে লেখা হয়েছে, “শাকিব তার স্টাইলে, শরীরী ভাষায় হয়ে উঠেছেন সমসময়ের অকৃত্রিম হিংসার প্রতীক। হলভর্তি দর্শক, গুলি ছুটলে হাততালি দিচ্ছে, রক্তপাত হলে উল্লাসধ্বনি প্রকাশ করছে। দর্শকের এই পালসটাই ধরতে চেয়েছেন পরিচালক এবং তার যোগ্য সংগত দিয়েছেন শাকিব খান।”
আরো বলা হয়েছে, “শাকিব খান এবং চঞ্চল চৌধুরীর ডুয়েল দেখার মতে। স্বল্প উপস্থিতি হলেও ছবিতে মিমি চক্রবর্তী ও নাবিলার পারফরম্যান্সের প্রশংসনীয়।”
সমালোচনায় গানের প্রশংসাও করা হয়েছে।
৫ এর মধ্যে ‘তুফান’র রেটিং ৩ দিয়েছে হিন্দুস্তান টাইমস বাংলা।
সমালোচনায় বলা হয়েছে, “বাংলা সিনেমায় যে ধরনের টেকনোলজির ব্যবহার করা হয়েছে, তা অন্য সিনেমায় খুব একটা চোখে পড়ে না। ফলে টেকনিক্যাল দিক থেকে এটি যে বেশ উচ্চমানের একটি বাংলা সিনেমা, তা বলাই যায়।”
পুরনো খবর:
কলকাতায় 'তুফান'র প্রচারেও অপু-বুবলী প্রসঙ্গ
কলকাতায় মুক্তি পাচ্ছে 'তুফান', প্রচারে গেলেন শাকিব
স্টার সিনেপ্লেক্সে ও যমুনা ব্লকবাস্টারে 'তুফান' এর শো বেড়ে দ্বিগুণ