"আমরা ভালো নেই, বন্যায় খুব বাজে অবস্থা আমাদের। কিন্তু সিনেমা খুব ভালো চলছে। বন্যার প্রতিকূল এই পরিবেশেও সিলেটের মানুষ সিনেমা দেখতে আসছে।"
Published : 20 Jun 2024, 06:03 PM
চিত্রনায়ক শাকিব খানের ঈদের সিনেমা ‘তুফান’ রীতিমত উন্মাদনা সৃষ্টি করেছে দর্শকদের মধ্যে। দুদিন আগে ঢাকায় টিকেট না পেয়ে হল ভাংচুরের ঘটনা ঘটেছিল, এখন দর্শকদের চাপ সামলাতে মধ্যরাতে বিশেষ প্রদর্শনীর খবর আসছে কয়েক জেলা থেকে।
রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ মুক্তি পায় ঈদের দিন, সোমবার। নির্মাতার ভাষায়, তার সিনেমা এখন হলে হলে ‘তাণ্ডব’ চালাচ্ছে।
দর্শকদের চাহিদা পূরণে ইতোমধ্যে ঢাকার স্টার সিনেপ্লেক্স ও যমুনা ব্লকবাস্টার সিনেমাসে এ সিনেমার শো সংখ্যা দ্বিগুণ করে দেওয়া হয়েছে।
ময়মনসিংয়ের ছায়াবাণী প্রেক্ষাগৃহ, সিরাজগঞ্জের মিনি সিনেপ্লেক্স ‘রুটস সিনে ক্লাব’, সৈয়দপুরের তামান্না ডিজিটাল সিনেমা হল ও গ্র্যান্ড সিলেট সিনেপ্লেক্সে রাত ১১টা ও ১২টায় বিশেষ প্রদর্শনী চালাতে বাধ্য হয়েছেন প্রেক্ষাগৃহ মালিকরা।
বন্যার কারণে সিলেটের মানুষ দুর্বিপাকে থাকলেও ‘তুফান’ দেখতে সিনেমা হলে দর্শকের কমতি নেই।
ছায়াবাণী প্রেক্ষাগৃহের ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুল ইসলাম গ্লিটজকে বলেন, দর্শকের চাপের কারণে গত মঙ্গলবার থেকে ‘লেট নাইট শো’ চালাচ্ছেন তারা।
“রাত ৯টার শো হাউজফুল হওয়ার পরও অনেক দর্শক ছিল, যারা সিনেমাটি দেখে ফিরতে চান। স্থানীয় লোকজন ছিলেন, তাদের ফেরানো যাচ্ছিল না। তারপর বাধ্য হয়েই সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে রাত ১২টা থেকে ৩টা পর্যন্ত শো চালানো হয়। ওই শোও হাউজফুল যায়। তিন দিন যাবত চলছে, আজ অনেক বৃষ্টি। হয়তো আজ নাও চলতে পারে।"
আরও পড়ুন:
স্টার সিনেপ্লেক্সে ও যমুনা ব্লকবাস্টারে 'তুফান' এর শো বেড়ে দ্বিগুণ
শাকিব খানের ঈদের সিনেমায় 'তুফান' চলল মধুমিতা হলে
ছায়াবাণীতে আগে কখনো মধ্যরাতে শো চলেছে কিনা জনাতে চাইলে তিনি বলেন, "আগে কখনো রাতে শো চালানো হয়নি। ছায়াবাণীতে 'তুফান' সিনেমা দিয়েই প্রথম লেট নাইট শো চালু করা হল। আমাদের সিনেমা হল সংস্কার করা হয়েছে। তারপর দর্শকের চাপটা একটু বেশি।"
রাত ১১টায় ‘ভিআইপি’ শো চালিয়েছে সিরাজগঞ্জের ২২ সিটের মিনি সিনেপ্লেক্স ‘রুটস সিনে ক্লাব’। এর চেয়ারম্যান সামিনা ইসলাম নীলা বৃহস্পতিবার গ্লিটজকে বলেন, ২২টি টিকিট একসাথে বুকিং দেবার শর্তে তারা এ ব্যবস্থা করেছেন।
"আসলে দর্শকদের চাপে রাত ১১টার বিশেষ ভিআইপি শো বা প্রাইভেট শো চালাতে বাধ্য হয়েছি । গতরাতে চালিয়েছি, আজ রাতেও চলবে।"
নীলা বলেন, "নিরাপত্তা বা সুরক্ষার জন্য আমরা রাতের শোটা পাবলিক করি না। ভিআইপি শো বা প্রাইভেট শো হিসেবে চালাই। এটার নিয়ম হচ্ছে, একটি পরিবার টিকেট নিতে পারবে এবং পুরো হল বুক করে সিনেমাটি দেখবে। সাধারণ জনগণের জন্য চারটি শো রয়েছে, এর মধ্যে যারা পরিবার নিয়ে দেখতে চায়, আমাদের কাছে রিকোয়েস্ট করে, তাদের জন্য এই শো।"
ভিআইপি শোতে টিকিটের দাম কত থাকে জানতে চাইলে নীলা বলেন, টিকেটের দাম তারা সমানই রাখেন। তবে ভিআইপি শোতে তার সঙ্গে ‘একটা বাড়তি চার্জ’ যুক্ত করা হয়।
“কারণ সে সময়টা আমাদের চারজন কর্মী কাজ করে। তাদেরকে এক্সট্রা নাইট ডিউটি করতে হয়। শ্রম আইন অনুযায়ী ওদের অধিকারটা নিশ্চিত করে সেই চার্জটা এক্সট্রা রেখে হল বুক করি। টিকেটের মূল্য একই থাকে।"
আরও পড়ুন:
'তুফান': শাকিব দ্বৈত চরিত্রে! ট্রেইলার জাগাল রহস্য
নীলা বলেন, রাত ৩টা এবং সকাল ৭টায় শো রাখার অনুরোধও তারা পেয়েছেন দর্শকদের কাছ থেকে।
“তবে রাত ১২টার পর আমরা কোনো শো রাখিনি, কারণ সিনেমা প্রদর্শনীর আইন অনুযায়ী রাত ১২টার পর সিনেমা চালানো যায় না। তবে দর্শকের চাপ বেশি পেলে আমরা ৭টার শো চালু করব।"
দর্শক চাপে রাত ১১টায় তুফানের বিশেষ শো রেখেছে গ্র্যান্ড সিলেট সিনেপ্লেক্স। অথচ ঈদের দুদিন আগে থেকে বন্যায় ডুবে আছে সিলেটের অনেক এলাকা।
এ সিনেপ্লেক্সের আইটি ম্যানেজার মেহেদী হাসান গ্লিটজকে বলেন, "আমরা ভালো নেই, বন্যায় খুব বাজে অবস্থা আমাদের, কিন্তু সিনেমা খুব ভালো চলছে। এই পরিবেশেও সিলেটের মানুষ সিনেমা দেখতে আসছে।
“গতকাল (বুধবার) রাত ১১টায় শো করেছি, একটা বড় গ্রুপের অনুরোধ ছিল। বেশ কয়েকজন মিলে তারা সিনেমাটি দেখেছে। আর আমাদের সবগুলো শো খুব ভালো চলছে। সকাল ১১টা, দুপুর ২টা, বিকাল ৫টা এবং রাত ৮টার শো খুবই ভালো চলছে। এই বৃষ্টি, বন্যায় এসেও যে মানুষ সিনেমা দেখছে সেটা খুবই ভালো ব্যাপার।"
সৈয়দপুরের তামান্না ডিজিটাল সিনেমা হল কর্তৃপক্ষ তাদের ফেইসবুক পেইজে রাত ১২টার শো চালানোর খবর দিয়ে লিখেছে, 'ঝড় বৃষ্টির মধ্যে তুফান শো হাউসফুল'।
ঈদে মুক্তি পাওয়া পাঁচ সিনেমার মধ্যে প্রচার দৌড়ে এবং দর্শক আগ্রহে শুরু থেকেই এগিয়ে ছিল শাকিব খান অভিনীত ‘তুফান’।
আরও পড়ুন:
'তুফান' সিনেমায় শাকিব-মিমির সঙ্গে এপারের আরেকজন
এর মূল আকর্ষণ কেবল শাকিব খান নন। অভিনেতা চঞ্চল চৌধুরী এবং কলকাতার নায়িকা মিমি চক্রবর্তীসহ, দেশের নাটক-সিনেমা জগতের দর্শকপ্রিয় কিছু শিল্পীকে এক পর্দায় এনে হইচই ফেলে দিয়েছেন রাফি।
প্রথমে শত প্রেক্ষাগৃহে ‘তুফান’ চলার কথা থাকলেও পরে ১২৮টিতে মুক্তি দেওয়া হয়। দ্বিতীয় দিন থেকেই শো বাড়তে থাকে তুফানের।
নব্বইয়ের দশকের এক গ্যাংস্টারের জীবনের উত্থান-পতনের গল্প নিয়ে তৈরি হয়েছে 'তুফান' সিনেমার চিত্রনাট্য। অভিনয় করেছেন গাজী রাকায়েত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, সালাউদ্দিন লাভলুসহ অনেকেই।
‘তুফান’ প্রযোজনা করেছে আলফা-আই স্টুডিওজ লিমিটেড, ডিজিটাল পার্টনার চরকি ও ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর হিসেবে আছে এসভিএফআর। পরিবেশক প্রতিষ্ঠান আলফা আই স্টুডিওস লিমিটেড।
পুরনো খবর
রাফীর 'তুফান', সাথে শাকিব-চঞ্চল!
ঝড় তুলে এসে গেল শাকিব-মিমির 'উরা ধুরা' গান