২০ সেকেন্ডের টিজারে 'তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা' লিরিক শোনা যায়।
Published : 25 May 2024, 05:05 PM
ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের কোরবানির ঈদের সিনেমা ‘তুফান’ এর পোস্টার আর টিজার প্রকাশ করে আগে থেকেই দর্শকের আগ্রহ বাড়িয়ে দিয়েছে।
এবার সোশাল মিডিয়ায় প্রকাশ হয়েছে সিনেমার প্রথম গান 'লাগে উরা ধুরা'র টিজার।
২০ সেকেন্ডের এই টিজারে গানের এক ঝলক প্রকাশ করা হয়েছে। যেখানে তুমুল বাজনার সঙ্গে 'তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা' লিরিক শোনা যায়। গানের তালে নায়িকা মিমি চক্রবর্তীর সঙ্গে নাচছেন শাকিব খান। এক মুহূর্তের জন্য নাচতে দেখা গেছে গায়ক প্রীতম হাসানকেও।
গানের কথা লিখেছেন রাসেল মাহমুদ ও শরীফ উদ্দিন। গানটি গেয়েছেন প্রীতম হাসান এবং কলকাতার শিল্পী অন্তরা রায়। সংগীতায়োজন করেছেন প্রীতম।
টিজার প্রকাশের পরে ফেইসবুকে লাইক, কমেন্ট, শেয়ারের বন্যা বইয়ে দিচ্ছেন শাকিব ভক্তরা। কেউ বলছেন, ঈদে প্রেক্ষাগৃহে ঝড় তুলবে এই সিনেমাটি। শাকিবের সঙ্গে মিমির জমজমাট রসায়ন দেখতে আর অপেক্ষা করতে পারছেন না বলেও মন্তব্য করছেন অনেকে।
এর আগে রায়হান রাফী পরিচালিত এ সিনেমার এক মিনিট ২১ সেকেন্ডের টিজারের ভিডিও আভাস দিয়েছে, অ্যাকশন আর নির্মাণে বাংলা সিনেমার নতুন ধাঁচ তৈরি করতে চলেছেন পরিচালক।
আলফা আই, চরকি এবং এসভিএফের প্রযোজনায় শাকিব ও মিমি ছাড়াও আরও দুই বিশেষ চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী এবং মাসুমা রহমান নাবিলা।
আরও পড়ুন-