রেজা করিমের নিজস্ব ইউটিউব চ্যানেলে এসেছে গানটি।
Published : 15 Apr 2025, 08:05 PM
‘বাউলা বাতাসে বন্ধু তোমার সুবাস ভেসে আসে' শিরোনামের গান নিয়ে পাঁচ বছরের বিরতি ভেঙে গানে ফিরেছেন সংগীতশিল্পী ও সাংবাদিক রেজা করিম।
রেজা করিমের নিজস্ব ইউটিউব চ্যানেলে এসেছে গানটি। গানের কথা লেখার পাশাপাশি তাতে সুর ও কণ্ঠ দিয়েছেন শিল্পী নিজেই। এর সংগীতায়োজনে ছিলেন শাহাদত হোসেন নাদিম ও জুয়েল মাহমুদ।
নতুন গান নিয়ে কেমন সাড়া পাচ্ছেন প্রশ্নে রেজা করিম গ্লিটজকে বলেছেন, যেহেতু গানটি তার ইউটিউব চ্যানেলে প্রচার হয়েছে, এবং এই চ্যানেলের সাবসক্রাইবার কম, তাই সাড়া পাওয়ার বিষয়টি সেভাবে হয়নি।
“তবে গানটি সবাই পছন্দ করছেন, যারা একবার শুনছেন তারা মন্তব্য করে জানাচ্ছেন ভালো লাগছে। কয়েকবার করে গানটি শুনেছেন।"
গানে বিরতির কারণ তুলে ধরে এই শিল্পী বলেন, "আমি পেশায় সাংবাদিক, কাজের একটা চাপ তো ছিল। আর বিরতির পিছনে বড় কারণ হচ্ছে আমি যার সঙ্গে কাজ করতাম বর্ণ চক্রবর্তী, আমার বেশ কিছু গানের গীতিকার তিনি, তো তিনি কোভিড মহামারীর সময় মারা যান।“
গীতিকার বর্ণ চক্রবর্তীর মৃত্যুর ঘটনা তাকে ‘মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছিল’ বলে জানিয়েছেন করিম।সেটা বিরতির একটা কারণ বলে তুলে ধরেছেন তিনি।
“তবে একবারে যে গান ছেড়ে দিয়েছি তেমন নয়, আনুষ্ঠানিকভাবে কিছু প্রকাশ করা হয়নি।"
শৈশব থেকেই গানের সঙ্গে যুক্ত করিম। তবে গান নিয়ে চর্চা শুরু হয় বিশ্ববিদ্যালয় জীবন থেকে।
তিনি বলেন, "সংগীতের সঙ্গে প্রাতিষ্ঠানিকভাবে যাত্রা শুরু করি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী থাকাকালীন স 'অরণি সাংস্কৃতিক সংসদ' নামের এক সংগঠনের সঙ্গে যুক্ত থেকে। সেখানে যুক্ত হওয়ার পর সংগীতের নানা বিষয়গুলো শিখতে শুরু করি। বিশ্ববিদ্যালয়েই আসলে আমার সংগীতের ভিত্তিটা শক্ত করে।"
'পাখি', 'পাগল', 'নিকোটিন', 'বিপ্লব', 'জলরঙ ভালোবাসা', 'প্রিয়' সহ আরো কিছু গান উপহার দিয়েছেন এই শিল্পী।
এখন থেকে গানে ‘নিয়মিত হবেন’ জানিয়ে করিম বলেছেন গান নিয়ে তার আগামী কিছু পরিকল্পনা আছে ।
করিম বলেন, “নিয়মিত গান করব। ব্যান্ড সোলস নিয়ে একটি গান করছি 'হ্যালো সোলস' নামে। তাদের বিভিন্ন সময়ের জনপ্রিয় গানগুলোকে নিয়ে আমরা একটা গল্পকারে গান তৈরি করেছি। গান নিয়ে কিছুটা সিরিয়াস হব।“
‘বাউলা বাতাস’ প্রকাশের পর গান করার তাগিদ অনুভব করছেন বলেও জানিয়েছেন করিম।
তার ইচ্ছা আছে সিনেমার গানে যুক্ত হওয়ারও। প্লেব্যাক করা স্বপ্ন বলেও জানিয়েছেন এই গায়ক।