দুই ঘণ্টা ধরে দফায় দফায় সংঘর্ষ চলে বলে জানায় পুলিশ।
Published : 16 Apr 2025, 09:50 AM
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পিকআপ ভ্যানে কাঁচামাল ওঠানোকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার রাত ৮টা থেকে দুই ঘণ্টা ধরে উপজেলার নতুনব্রিজ এলাকায় চলা এ সংঘর্ষে দুপক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন বলে চুনারুঘাট থানার ওসি মো. নুর আলম জানিয়েছেন।
আহতদের হবিগঞ্জ জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হয়েছে।
ওসি বলেন, “মঙ্গলবার সকালে শায়েস্তাগঞ্জের নতুনব্রিজ এলাকায় পিকআপ ভ্যানে কাঁচামাল ওঠানো নিয়ে সর্দার বাড়ির আব্দাল মিয়ার সঙ্গে কাজী বাড়ির ফুরুক মিয়ার বাকবিতণ্ডা হয়। এর জেরে রাতে কাজী বাড়ি ও সর্দার বাড়ির লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
“পরে চুনারঘাট রোড বন্ধ করে দুপক্ষের লোকজনের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলে। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।”
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে বলে জানান ওসি নুর আলম।