ব্যতিক্রমধর্মী খাদ্যাভ্যাসের কারণে এলাকার মানুষের মধ্যে ওই তরুণকে নিয়ে কৌতূহলের শেষ নেই।
Published : 14 Apr 2025, 07:29 PM
ভাত ছাড়া বাঙালির জীবন কল্পনাতীত। কিন্তু লালমনিরহাটের এক তরুণ সেই ধারণাকে টপকে গেলেন।
ছয় মাস বয়সে মা প্রথম যখন মুখে ভাত তোলে দিলেন, সঙ্গে সঙ্গে বমি করলেন। তারপর থেকে আজ পর্যন্ত ভাত খাননি কুড়ি বছর বয়সি রাব্বি।
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের নবীনগর গ্রামের ঝালমুড়ি বিক্রেতা রমজান আলীর ছেলে রাব্বি ইসলাম (২০)।
রাব্বির দাবি, ভাতের গন্ধই সহ্য করতে পারেননি তিনি। মুখে দিলে গা গুলিয়ে বমি আসে।
তার মা ফরিদা বেগম বলেন, “ছয় মাস বয়সে প্রথম মুখে ভাত দিই, সঙ্গে সঙ্গে বমি করল ছেলে। এরপর বার বার চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই ওকে ভাত খাওয়ানো যায়নি। ডাক্তার-কবিরাজ অনেক দেখিয়েছি, কিছুতেই কাজ হয়নি।”
রাব্বি বলেন, “ভাত না খেলেও আল্লাহর রহমতে ভালোই আছি। দিনে দুই বার নুডলস খাই। এর সাথে ফল, ডিম, মাছ বা মাংসের তরকারি থাকলে চলে যায়।”
সাধারণত একটি শিশু ছয় মাস বয়স থেকে ভাত খেতে শেখে। কিন্তু রাব্বির ক্ষেত্রে সেই স্বাভাবিক নিয়ম খাটেনি। দুই বছর বয়স পর্যন্ত শুধু বুকের দুধ ও দুধজাত খাবারেই তার পুষ্টির চাহিদা মিটিয়েছে।
পরে ক্রমে রুটি, নুডলস, মুড়ি, ফল ইত্যাদিতে অভ্যস্ত হয়ে যায় সে।
তার ভাষায়, “ভাত ছাড়াও জীবন চলে, শুধু পছন্দের খাবার থাকলেই হয়।”
রাব্বির বাবা ঝালমুড়ি বিক্রেতা রমজান আলী বলেন, স্বল্প আয়ের সংসারে রাব্বির জন্য আলাদা খাবারের জোগান দেওয়া অনেক সময় কষ্টকর হয়ে ওঠে। ভাত খেতে না পারায় তার জন্য আলাদা রান্না করতে হয়।
“বাজারে জিনিসপত্রের যা দাম, তাতে আলাদা করে ওর খাবার জোগাতে হিমশিম খেতে হয়,” বলেন রাব্বির বড় ভাই আশরাফুল।
এমন ব্যতিক্রমধর্মী খাদ্যাভ্যাসের কারণে এলাকার মানুষের মধ্যে রাব্বিকে নিয়ে কৌতূহলের শেষ নেই।
প্রতিবেশী হামিদুল ইসলাম বলেন, “রাব্বিকে ছোট থেকে দেখি, কখনও ভাত খেতে দেখিনি। তবে শরীরের গঠন খুব ভালো, কোনো সমস্যা মনে হয় না।”
পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা হারুন মিয়া বলেন, “জন্মের পর থেকে রাব্বি ইসলাম নামে এক যুবকের ভাত না খাওয়ার বিষয়টি শুনেছি। পরিবারের উচিত চিকিৎসকদের পরামর্শ নেওয়া।”
তিনি বলেন, “চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে বিষয়টি হতে পারে কোনো শারীরিক বা মনস্তাত্ত্বিক সংবেদনশীলতা।”
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক রায়হান আলী বলেন, “জন্মের পর এক-দুই বছর ভাত না খাওয়াটা স্বাভাবিক ব্যাপার। তবে রাব্বির বয়স বিবেচনায় ভাত না খাওয়াটা অস্বাভাবিক ঘটনা। ভাতে কার্বোহাইড্রেট বা শর্করা থাকে। এটি খাদ্যের একটি গুরুত্বপূর্ণ উপাদান। যদিও এ উপাদান অন্যান্য খাবারেও আছে।”
“ভাত দেখলে ‘বমি বমি ভাব’ কিছু শারীরিক সমস্যার কারণে হতে পারে। এজন্য তাকে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে,” বলেন এ চিকিৎসক।