তিন বছরের শিশুকন্যা মায়ের কাছে যেতে অস্থির হয়ে বারবার কান্না করায় সাবেক স্ত্রীর খোঁজে বের হয়েছিলেন সোহেল।
Published : 14 Apr 2025, 10:01 PM
ছেলে ধরা সন্দেহে বেদম পেটানো হচ্ছিল যুবককে। কিন্তু যাকে ‘চুরির সন্দেহে’ পেটানো হচ্ছে সেই শিশুই যে বারবার ‘বাবা, বাবা’ বলে চিৎকার করছে; তাতে ভ্রুক্ষেপই করেনি গণপিটুনি দেওয়ায় ব্যস্ত তরুণ ও যুবকরা।
রোববার কিশোরগঞ্জে কুলিয়ারচর উপজেলার রামদি ইউনিয়নের তাতারকান্দি এলাকায় এমন ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন কুলিয়ারচর থানার ওসি মো. হেলাল উদ্দিন।
গণপিটুনির শিকার হওয়া সোহেল মিয়া (৩০) জেলা শহরের পৌর এলাকার হারুয়া সওদাগর পাড়ার বাসিন্দা। তিনি ফেরি করে প্লাস্টিকের মালামাল বিক্রি করেন।
তিন বছরের মেয়েকে নিয়ে নিজের স্ত্রীকে খুঁজতে গিয়ে এমন গণপিটুনিতে গুরুতর আহত হয়েছেন তিনি।
ওসি হেলাল উদ্দিন বলেন, ১০ বছর আগে সাবিনা আক্তার নামে এক নারীর সঙ্গে বিয়ে হয় সোহেলের। তাদের সংসারে ৮ বছরের এক ছেলে, তিন বছর ও ৭ মাস বয়সী দু মেয়ে রয়েছে।
তবে কয়েকদিন আগে সোহেলকে তালাক দিয়ে সন্তানদের রেখে অন্যত্র চলে যান সাবিনা।
কিন্তু তিন বছরের শিশুকন্যা মায়ের কাছে যেতে অস্থির হয়ে বারবার কান্না করতে থাকে। তার কান্না থামাতে না পেরে তাকে নিয়েই রোববার সাবেক স্ত্রীর খোঁজে বের হয়েছিলেন সোহেল।
লোকমুখে তিনি শুনেছিলেন সাবিনা ভৈরবে আছেন। তাই মেয়েকে নিয়ে সেখানে যান তিনি। তবে সাবেক স্ত্রীর দেখা পাননি সোহেল।
পরে মেয়েকে নিয়ে অটোরিকশায় করে দুপুরে জেলা শহরে ফিরছিলেন তিনি। পথে তাতারকান্দি এলাকা অতিক্রমের সময় লাইসার ‘মা-মা’ বলে কান্না শুনে ছেলেধরা সন্দেহে স্থানীয় কয়েকজন তরুণ ও যুবক সোহেলকে অটোরিকশা থেকে নামিয়ে মারপিট করতে থাকে।
চোখের সামনে বাবাকে মারতে দেখে শিশুটি তখন ‘বাবা-বাবা’ বলে কাঁদতে থাকে। কিন্তু তাতেও মন গলেনি গণপিটুনি দেওয়া তরুণ-যুবকদের।
পরে স্থানীয় একজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ গিয়ে বাবা-মেয়েকে উদ্ধার করে।
কুলিয়ারচর থানার এসআই শুভ আহমেদ বলেন, “উদ্ধারের পর সোহেলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় কুলিয়ারচর থানায় একটি সাধারণ ডায়েরি বা জিডি করা হয়েছে।”
ওসি মো. হেলাল উদ্দিন বলেন, সোহেল ও তার মেয়ে লাইসাকে তার মা, বাবা ও ভাই-বোনের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। লোকজন ভুল বুঝে তাকে মারধর করেছে।
এ ঘটনার সঙ্গে যারা-যারা জড়িত সবাইকে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত আছে বলেও জানান ওসি।