ম্যাকাও ইন্টারন্যাশনাল কমেডি অনুষ্ঠানে গিয়েছেন আমির।
Published : 14 Apr 2025, 04:14 PM
চীনে এক অনুষ্ঠানে নতুন প্রেমিকার সঙ্গে আলোকচিত্রীর ক্যামেরায় ফ্রেমবন্দি হয়েছেন ভারতের হিন্দি সিনেমার অভিনেতা আমির খান।
ম্যাকাও ইন্টারন্যাশনাল কমেডি অনুষ্ঠানে গেল শনিবার যোগ দেন আমির। ওই অনুষ্ঠানের কিছু মুহূর্ত এক্সে শেয়ার হয়েছে।
এসেছে একটি ভিডিও। তাতে দেখা গেছে আমিরের গায়ে কালো রঙের শাল জড়ানো। আর অভিনেতার প্রেমিকা গৌরী স্প্র্যাট পরেছেন শাড়ি।
Yesss, #AamirKhan is visiting China, to receive his 'Master Humor Award' at Macau International Comedy Festival. Welcome back, our 米叔 'Uncle Mi'!
Aamir Khan is sharing stages with some finest comedian stars in China🇨🇳🇮🇳😆❤️(looking forward to a performance of 'AAL IZZ WELL') pic.twitter.com/j6cWRPDlJ0
— Yanyan (@iamhyy) April 12, 2025
আমির খান তার নতুন প্রেমিকা গৌরী স্প্র্যাটকে পরিচয় করিয়ে দেন তার জন্মদিনে। ওই সময় তিনি গৌরীর ছবি না তোলারও অনুরোধ করেছিলেন।
গৌরীর সঙ্গে আমিরের যোগাযোগ শুরু ২৫ বছর আগে। মাঝে ছেদ পড়লেও কয়েক বছর আগে তাদের ফের যোগাযোগ হয়।
আমিরের ভাষ্য, গেল ১৮ মাস ধরে তারা এক সঙ্গে আছেন।
বেঙ্গালুরু নিবাসী গৌরী সেখানকার খ্যাতনামা সেলুনের মালিক রীতা স্প্র্যাটের মেয়ে। জীবনের বেশিরভাগ সময়ে গৌরী বেঙ্গালুরুতে কাটিয়েছেন। গৌরীর বাবা তামিল এবং মা পাঞ্জাবী।
Yes, Aamir Khan is in China now!😉😆❤️#MacauInternationalComedyFestival https://t.co/jXCcXsBV1k pic.twitter.com/XDUtLkcvzW
— Yanyan (@iamhyy) April 12, 2025
তিনি ব্লু মাউন্টেন স্কুলে পড়াশোনা করেছেন। এরপরর ২০০৪ সালে লন্ডনের ইউনিভার্সিটি অব আর্টস থেকে এফডিএ স্টাইলিং অ্যান্ড ফটোগ্রাফি নামে একটি ফ্যাশন কোর্স করেন গৌরী।
তার লিঙ্কডইন প্রোফাইল বলছে, বর্তমানে তিনি মুম্বাইয়ে একটি বিবিলান্ট সেলুন চালাচ্ছেন।
গুঞ্জন সত্যি, গৌরীর সাথে প্রেম করছেন আমির
আমিরের প্রযোজনা সংস্থাতেও কাজ করছেন গৌরী। তার ছয় বছরের একটি সন্তান রয়েছে।
প্রেমিকাকে নিয়ে আমিরের ভাষ্য, “ আমরা একে অপরের প্রতি গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ। দেড় বছর ধরে আমরা একসাথে আছি।”
আমির প্রথম বিয়ে করেছিলেন ১৯৮৬ সালে রীনা দত্তকে, তখনো তিনি অভিনয়ে আসেননি। ওই সংসারে আমিরের দুই ছেলে মেয়ে ইরা খান ও জুনাইদ খান।
২০০২ সালের ডিসেম্বরে আমির-রীনার বিবাহবিচ্ছেদ হয়। এরপর ২০০৫ সালে চিত্রপরিচালক কিরণ রাওকে বিয়ে করেন আমির খান। এই দম্পতির ছেলে আজাদ খান।
আমিরের প্রেমিকা কে এই গৌরী স্প্র্যাট?
২০২১ সালের জুলাইয়ে আনুষ্ঠানিক এক বিবৃতিতে আমির-কিরণ বিচ্ছেদের ঘোষণা দেন। বিচ্ছেদ হলেও তারা যে সত্যি 'পরিবারের মত', সে কথা কাজে প্রমাণ করেছেন আমির ও কিরণ। আমিরের পারিবারিক যে কোনো অনুষ্ঠানে কিরণকে দেখা যায়।
এছাড়া সিনেমা সংশ্লিষ্ট মুম্বাইয়ের নানা অনুষ্ঠানে আমির-কিরণের যুগল উপস্থিতি স্বাভাবিক দৃশ্য হয়ে গেছে।