পোস্টারে লাইক, কমেন্ট, শেয়ারের বন্যা বইয়ে দিয়েছেন ভক্তরা।
Published : 12 May 2024, 06:03 PM
ভক্তদের চাওয়া ছিল কলকাতার নায়িকা মিমি চক্রবর্তীর সঙ্গে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের একটি ছবি দেখার। ছবি আসেনি, এসেছে নায়িকাকে সঙ্গী করে শাকিবের ‘তুফান’ সিনেমার পোস্টার।
শাকিব ফেইসবুকে সিনেমার অফিসিয়াল পোস্টার শেয়ার করে লিখেছেন, “বড় পর্দায় তুফান আনতে চলেছে এই জুটি।”
পোস্টারে লাইক, কমেন্ট, শেয়ারের বন্যা বইয়ে দিয়েছেন ভেক্তরা। কেউ বলছেন, ঈদে প্রেক্ষাগৃহে ঝড় তুলবে ‘তুফান’।
কারো প্রত্যাশা শাকিবের সঙ্গে মিমির জমজমাট রসায়ন তুলে ধরবেন রাফী। কিন্তু বেশিরভাগ দর্শকের আগ্রহ চঞ্চল চৌধুরীর ভূমিকা নিয়ে।
কোরবানির ঈদে মুক্তি পাবে রায়হান রাফী পরিচালিত এ সিনেমাটি। এরইমধ্যে এসেছে সিনেমার টিজার।
এক মিনিট ২১ সেকেন্ডের টিজারের ভিডিও আভাস দিয়েছে, অ্যাকশন আর নির্মাণে বাংলা সিনেমার নতুন ধাঁচ তৈরি করতে চলেছেন পরিচালক।
যৌথ প্রযোজনার এ সিনেমায় রাফী কলকাতা থেকে নায়িকা নিলেও নায়ক এবং দুই বিশেষ চরিত্রের অভিনয় শিল্পী বেছেছেন ঢাকা থেকে।
আলফা আই, চরকি এবং এসভিএফের প্রযোজনায় শাকিব ও মিমি ছাড়াও ওই দুই বিশেষ চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী এবং মাসুমা রহমান নাবিলা।
আরও পড়ুন: