ভিডিওর শুরুতে সব ধ্বংসের ‘শপথ বাক্য’ পাঠ করে গুলি করতে করতে ভয়ঙ্কর রুপে শাকিবের অভিনয় এবং হঠাৎ করে চঞ্চল চৌধুরীর আর্বিভাব টিজারে আলাদা মাত্রা যোগ করেছে।
Published : 08 May 2024, 11:52 AM
কোরবানির ঈদের সিনেমা ‘তুফান’ এর টিজার যেন সত্যিই তুফান বইয়ে দিল। এক মিনিট ২১ সেকেন্ডের ভিডিও আভাস দিচ্ছে, অ্যাকশন আর নির্মাণে বাংলা সিনেমার নতুন ধাঁচ তৈরি করতে চলেছেন নির্মাতা রায়হান রাফী। ভিডিওর শুরুতে সব ধ্বংসের ‘শপথ বাক্য’ পাঠ করে গুলি করতে করতে ভয়ঙ্কর রূপে শাকিবের অভিনয় এবং হঠাৎ করে চঞ্চল চৌধুরীর আর্বিভাব টিজারে আলাদা মাত্রা যোগ করেছে। প্রযোজনা সংস্থা আলফা আই, চরকি ও এসভিএফের অফিশিয়াল সোশাল মিডিয়ার পেজ থেকে মঙ্গলবার প্রকাশ করা হয় টিজারটি। ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘তুফান’। এতে নায়িকা এবং গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তী এবং ঢাকার মাসুমা রহমান নাবিলা।