রাফী বলেন, “ইন্ডাস্ট্রির আরও অনেককেই আমার পছন্দ। তাই এখনই আলাদা করে কারও নাম উল্লেখ করার সময় আসেনি।”
Published : 04 Jul 2024, 01:39 PM
‘তুফান’ সিনেমা ‘হিট’ হওয়ার পর খবর উড়ছে পরিচালক রায়হান রাফী তার পরের কাজের জন্য কলকাতার নায়ক জিৎকে নির্বাচন করেছেন।
এই খবরের সত্যতা জানতে রাফীর সঙ্গে যোগাযোগ করেছে কলকাতার বাংলা দৈনিক আনন্দবাজার। রাফী বলেছেন, আগামীতে ভারতের সঙ্গে যৌথ প্রযোজনার সিনেমা নির্মাণের আগ্রহ তার আছে।
আর জিৎকে নিয়ে রাফীর উত্তর, “জিৎদা সুপারস্টার। তার সঙ্গে কাজ করতে পারলে খুবই ভালো লাগবে। কিন্তু ইন্ডাস্ট্রির আরও অনেককেই আমার পছন্দ। তাই এখনই আলাদা করে কারও নাম উল্লেখ করার সময় আসেনি।”
কলকাতার সিনেমা ইন্ডাস্ট্রি এবং শিল্পীদের প্রংশসা করে রাফী বলেন, “টালিগঞ্জের অভিনেতারা যথেষ্ঠ আন্তরিক, পরিশ্রমী এবং পেশাদার। পাশাপাশি, তারা গুণীদের কদরও করেন। তাই ‘তুফান’ নিয়ে কাজের সময় আমার কোনো অসুবিধা হয়নি। এছাড়া সিনেমাটি যেহেতু বাংলা ভাষার ছিল, তাই সব সময় মনে হয়েছে, আমি বোধহয় নিজের দেশে বসেই কাজ করছি।”
‘তুফান’ সিনেমায় ঢাকার সুপারস্টার শাকিব খানের জন্য রাফী নায়িকা হিসেবে বেছে নিয়েছিলেন কলকাতার মিমি চক্রবর্তীকে।
মিমিকে নিয়ে রাফীর ভাষ্য, “উনি তো খুব সুন্দরী। মানুষ এবং শিল্পী হিসেবে একদম মাটির কাছাকাছি। শুটিংয়ের সময় কোনো ধরনের অভিযোগ তিনি করেননি। আমাদের শুটিংয়ের সময় কলকাতা ৪৫ ডিগ্রি গরমে পুড়ছিল। কিন্তু শাকিব আর মিমির অভিব্যক্তিতে কষ্টের ছাপ ছিল না।”
মিমি-শাকিবকে জুটি করার কারণ কি জানতে চাইলে রাফী বলেন, “শাকিব পশ্চিমবঙ্গের অনেক নায়িকার সঙ্গে কাজ করলেও মিমির সঙ্গে করেননি। তাই এই জুটি বানালাম। দর্শক নতুন জুটি দেখতে ভালোবাসে। শাকিব-মিমির জুটিই সেটা প্রমাণ করে দিয়েছে। এছাড়া তারা দুজনেই দারুণ অভিনয় করেন।”
‘তুফান’ সিনেমার অন্যতম আকর্ষণ ছিলেন বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরী। এছাড়া দ্বিতীয় নায়িকা মাসুমা রহমান নাবিলা, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, সালাউদ্দিন লাভলু, গাউসুল আলম শাওনসহ আরো কয়েকজন এখানে অভিনয় করেছেন।
‘তুফান’ এর শুটিং হয়েছে এলাহাবাদের প্রয়াগরাজ, কলকাতা এবং বাংলাদেশ মিলিয়ে।
রাফী বলেন, “সিনেমা তৈরির সময় চেষ্টা করেছি কোনো বিষয়েই সমঝোতা না করতে। যেখানে যা দরকার সবটাই দিয়েছি। এ জন্য আমি দুই বাংলার অভিনয় শিল্পী এবং টিমের অন্যান্যদের শুরু থেকে এক হয়ে কাজ করার অনুরোধ জানিয়েছিলাম।”
এ বিষয়ে রাফী ভারতের দক্ষিণী ইন্ডাস্ট্রির উদাহরণ টেনে বলেন, “দক্ষিণী দুনিয়া এক জোট হয়ে কাজ করছে বলেই ওদের একের পর এক ছবি বাণিজ্যিক দিক থেকে সফল।”
কোরবানির ঈদে মুক্তি পাওয়া ‘তুফান’ দেশের বাইরে যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়ার সিডিনির বিভিন্ন হলে মুক্তি পেয়েছে।
সিনেমাটি প্রযোজনা করেছে আলফা-আই স্টুডিওজ লিমিটেড, ডিজিটাল পার্টনার চরকি ও ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর হিসেবে আছে এসভিএফআর। পরিবেশক প্রতিষ্ঠান আলফা আই স্টুডিওস লিমিটেড।
পুরনো খবর
স্টার সিনেপ্লেক্সে ও যমুনা ব্লকবাস্টারে 'তুফান' এর শো বেড়ে দ্বিগুণ
শাকিব খানের ঈদের সিনেমায় 'তুফান' চলল মধুমিতা হলে
'তুফান': শাকিব দ্বৈত চরিত্রে! ট্রেইলার জাগাল রহস্য
'তুফান' সিনেমায় শাকিব-মিমির সঙ্গে এপারের আরেকজন