গানে বিশেষ চমক হিসেবে পর্দায় হাজির হয়েছেন গায়ক প্রীতম হাসান।
Published : 28 May 2024, 07:12 PM
ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান এবং কলকাতার নায়িকা মিমি চক্রবর্তী প্রথম ঝলকেই বুঝিয়েছিলেন তুফান সিনেমার ‘তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা’ গানটি আসছে হুল্লোড় তুলতে। মঙ্গলবার সোশাল মিডিয়ায় প্রকাশের পর দেখা গেল, লাল-নীল রঙিন পরিবেশে একঝাঁক সহশিল্পীকে নিয়ে নেচে গেয়ে মাতিয়ে দিচ্ছেন নায়ক-নায়িকা। গানে বিশেষ চমক হিসেবে পর্দায় হাজির হয়েছেন গায়ক প্রীতম হাসান। যিনি এই গানের সংগীতায়োজন করেছেন। গানের কথা লিখেছেন রাসেল মাহমুদ ও শরীফ উদ্দিন। গানটি গেয়েছেন প্রীতম এবং কলকাতার শিল্পী অন্তরা রায়। রায়হান রাফী পরিচালিত 'তুফান' মুক্তি পাবে কোরবানির ঈদে। এতে বিশেষ চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। তবে মুক্তির আগে গান প্রকাশের মাধ্যমে সিনেমার মূল প্রচার শুরু করল প্রযোজনা সংস্থা আলফা আই, চরকি এবং এসভিএফ।
আরও পড়ুন...
তুফান: 'লাগে উরা ধুরা' ঝলকে শাকিব-মিমি