মুক্তি পাচ্ছে 'তুফান', 'ময়ূরাক্ষী', 'রিভেঞ্জ', 'ডার্ক ওয়ার্ল্ড', ও 'আগন্তুক'।
Published : 17 Jun 2024, 08:17 AM
ঈদ উপলক্ষে সিনেমা মুক্তি নিয়ে মাসখানেক ধরে যে তোড়জোর চলছিল, তার সমাপ্তি হতে চলেছে।
প্রচারের নানা ধাপে পোস্টার, টিজার, নায়ক-নায়িকাদের লুক, গান ও ট্রেইলার প্রকাশ এবং হল বুকিংসহ সব কাজ শেষ করেছেন প্রযোজক-নির্মাতা, পরিবেশক ও হল মালিকরা। প্রস্তুত হয়েছে প্রেক্ষাগৃহ, এবার মুক্তি।
প্রথমে ডজনখানেক সিনেমার কথা শোনা গেলেও এবারের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে পাঁচটি সিনেমা।
মুক্তির তালিকায় আছে- 'তুফান', 'ময়ূরাক্ষী', 'রিভেঞ্জ', 'ডার্ক ওয়ার্ল্ড', ও 'আগন্তুক' সিনেমা। সবগুলোই মুক্তি পাচ্ছে সোমবার ঈদুল আজহার দিন সোমবার।
চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির অফিস সচিব সৌমেন রায় বাবু গ্লিটজকে বলেন, "গত রোজার ঈদের চেয়ে এই ঈদে সিনেমা কম।”
ঈদে মুক্তি পাওয়া সিনেমায় ব্যবসায়িক সাফল্যের হার সাধারণত বেশি থাকলেও রোজার ঈদে এর ব্যতিক্রম ঘটেছিল। দুমাস আগে ওই ঈদে মুক্তি পাওয়া ১১টি সিনেমার বেশিরভাগই দর্শক টানতে ব্যর্থ হয়। ফলে ব্যবসাতে হয় 'ভরাডুবি'।
এমনকি হলিউডি অভিনেত্রীকে সঙ্গী করে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের ‘রাজকুমার’ও ফ্লপ হয়েছিল। তাই বিপদের পুনরাবৃত্তি ঠেকাতে সংশ্লিষ্টরা কোরবানির ঈদে সিনেমা মুক্তির জোয়ারে রাশ টেনেছেন বলে জানান সৌমেন রায় বাবু।
শাকিব-চঞ্চলের ‘তুফান’
পাঁচ সিনেমার মধ্যে প্রচার দৌড়ে এবং দর্শক আগ্রহে এগিয়ে রয়েছে রায়হান রাফি পরিচালিত ‘তুফান’। এর মূল আকর্ষণ কেবল শাকিব খান নন। অভিনেতা চঞ্চল চৌধুরী এবং কলকাতার নায়িকা মিমি চক্রবর্তীসহ, দেশের নাটক-সিনেমা জগতের দর্শকপ্রিয় কিছু শিল্পীকে এক পর্দায় এনে হইচই ফেলে দিয়েছেন রাফি। প্রকাশ হয়েছে সিনেমার ট্রেইলার। তাতে শাকিবের দ্বৈত চরিত্রের আভাস মিলেছে।
‘তুফান’ প্রযোজনা করেছে আলফা-আই স্টুডিওজ লিমিটেড, ডিজিটাল পার্টনার চরকি ও ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর হিসেবে আছে এসভিএফআর। পরিবেশক প্রতিষ্ঠান আলফা আই স্টুডিওস লিমিটেড। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘তুফান’ মুক্তি পাচ্ছে দেশের শতাধিক প্রেক্ষাগৃহে।
আলফা আই স্টুডিও’র কর্মকর্তা সাকিব সৌখিন গ্লিটজকে বলেন, "এখনো বুকিং চলছে, একশর বেশি হল বুকিং হয়েছে। এটা আরও বাড়তে পারে।"
নব্বইয়ের দশকের এক গ্যাংস্টারের জীবনের উত্থান-পতনের গল্প নিয়ে তৈরি হয়েছে 'তুফান' সিনেমার চিত্রনাট্য।
প্রেক্ষাগৃহ মালিকদের 'তুফান' সিনেমা নিয়ে আগ্রহ বেশি। হলের ‘নাজুক’ দশা তুফানে কাটতে পারে বলে মনে করছেন প্রদর্শক সমিতির উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস।
তিনি বলেন, "এবার সিনেমা কম। ব্যবসা ভালো হবে আশা করছি। 'পরাণ', 'হাওয়া', 'প্রিয়তমা' র পর সেরকমভাবে কোনো সিনেমা ব্যবসা করতে পারেনি। ‘তুফান’ সেই অবস্থা পরিবর্তন করবে বলে আশা করছি।"
পুলিশ বুবলীর 'রিভেঞ্জ'
শবনম বুবলী ও জিয়াউল রোশান অভিনীত 'রিভেঞ্জ' মুক্তি পাচ্ছে দেশের প্রায় ৩০টি প্রেক্ষাগৃহে।
নির্মাতা ও প্রযোজক মোহাম্মদ ইকবাল গ্লিটজকে বলেন, "এখন পর্যন্ত ৩০টার মত হল বুকিং হয়েছে। এই সংখ্যা বাড়বে বলে বুঝতে পারছি। চূড়ান্ত হলে সবাইকে জানানো যাবে।"
পরিচালক ইকবাল বলেন, "‘রিভেঞ্জ’ অ্যাকশনধর্মী সিনেমা। নাম শুনেই বোঝা যায় এটি প্রতিশোধের গল্প। বুবলী অভিনয় করেছেন পুলিশ কর্মকর্তার চরিত্রে। এভাবে বুবলীকে আগে দর্শক কখনো দেখেননি। নায়িকার নতুন লুক ও চরিত্র দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে বলে বিশ্বাস করি আমি।”
সিনেমার অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর, দীপা খন্দকার, কাজী হায়াৎসহ আরো অনেকে। গত দুই বছর ধরে দেশের কয়েকটি জায়গায় শুটিং হয়েছে সিনেমাটির।
‘ময়ূরাক্ষী' কেবল সিনেপ্লেক্সে
জাজ মাল্টিমিডিয়ার পরিবেশনার মুক্তি পাচ্ছে 'ময়ূরাক্ষী'। জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ গ্লিটজকে বলেন," 'ময়ূরাক্ষী' সিনেমাটি স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাসসহ মাল্টিপ্লেক্সগুলোতে মুক্তি পাচ্ছে। সিঙ্গেল হলগুলো টার্গেট করা হচ্ছে না।"
এই সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন অভিনেত্রী ইয়ামিন হক ববি ও সুদীপ বিশ্বাস দ্বীপ।
নির্মাতা রাশিদ পলাশ বলেন, "একদম শেষ মুহূর্তের কাজ নিয়ে ব্যস্ততা যাচ্ছে।"
সিনেমাটি নিয়ে কেমন চ্যালেঞ্জ দেখছেন জানতে চাইলে নির্মাতা বলেন, "আমি মোটেও চ্যালেঞ্জ মনে করছি না। ঈদে আসতে চলা পাঁচটি সিনেমাই পাঁচ ধরনের। এর মধ্যে 'তুফান' বিগ বাজেটের সিনেমা হলেও কোনোভাবেই আমার প্রতিদ্বন্দ্বী নয়। কারণ ‘তুফান’ যে ধরনের সিনেমা, ‘ময়ূরাক্ষী’ সেই ঘরানার না।
“ঈদ যেহেতু বড় উৎসব, এই উৎসবে মানুষ অনেকগুলো সিনেমা দেখে। সেই জায়গা থেকে অন্যান্য সিনেমার পাশাপাশি ‘ময়ূরাক্ষী’ও মানুষ দেখবে বলে আমার ধারণা। এটাতে কোনো রিস্ক ফিল করছি না। আমার প্রত্যাশা সিনেমাটি দর্শক পছন্দ করবে।"
কলকাতার অভিনেত্রী নিয়ে 'ডার্ক ওয়ার্ল্ড'
প্রযোজনা প্রতিষ্ঠান ‘দ্য অভি কথাচিত্র’ থেকে মুক্তি পাচ্ছে 'ডার্ক ওয়ার্ল্ড' ও 'আগন্তুক' নামের দুই সিনেমা।
‘অভি কথাচিত্রের’ কর্ণধার জাহিদ হাসান অভি বলেছেন, ‘ডার্ক ওয়ার্ল্ড’ যমুনা ব্লকবাস্টার সিনেমাস ছাড়াও ময়মনসিংহের পূরবী, ফতুল্লার বনানী, জয়পুরহাটের নাজমাসহ ১২টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।
সিনেমাটি পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান মানিক। অভিনয় করেছেন নবাগত মুন্না খান ও কলকাতার অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়।
পরিচালক মানিক গ্লিটজকে বলেন, "‘ডার্ক ওয়ার্ল্ড’ রোমান্টিক, ক্রাইম থ্রিলার ও ড্রামাভিত্তিক চলচ্চিত্র। এই প্রথম অ্যাকশন থ্রিলার সিনেমা নির্মাণ করেছি। কলকাতার অভিনেত্রী আছেন। আশা করছি দর্শক উপভোগ করবে।"
'আগন্তুক', জুটি বেঁধেছেন পূজা ও শ্যামল
পূজা চেরি ও শ্যামল মাওলাকে জুটি করে ‘আগুন্তক’ সিনেমার চিত্রনাট্য তৈরি করেছিলেন সুমন ধর। সিনেমা পরিচালানও করছেন তিনি।
সুমন বলেন, “শুটিং শুরু হয় ২০২২ সালের শেষে, ২০২৩ সালে আমরা শুটিং শেষ করে সব কাজ সম্পন্ন করি।”
এতদিন মুক্তি নিয়ে প্রচার চালানো হয়নি কেন, সেই প্রশ্নের উত্তরে সুমন গ্লিটজকে বলেন, “কারণ সিনেমাটির সেন্সর ছাড়পত্র পেতে দেরি হয়েছে। সেন্সরে প্রদর্শনীর তারিখ দেরিতে পড়ে গিয়েছিল। সেন্সর না পেয়ে আমরা প্রচারে যেতে পারছিলাম না। সেন্সর সার্টিফিকেট হাতে নিয়েই আমরা ট্রেইলার মুক্তি দিই। ঈদে আসার প্রস্তুতি শুরু করি।"
আগন্তুক সিনেমাটি স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার, লায়নস সিনেমা হল, চট্টগ্রামের ‘সিলভার স্ক্রিন’ এ মুক্তি পাচ্ছে।
সুমন বলেন, “আগুন্তক প্রদর্শনে দেশের সব মাল্টিপ্লেক্স চূড়ান্ত করেছি, সিঙ্গেল স্ক্রিনে আপাতত যাচ্ছি না। দ্বিতীয় সপ্তাহ থেকে হয়ত সিঙ্গেলে যাবে।"
অন্যান্য সিনেমার বিপরীতে 'আগন্তুক' সিনেমাটি কতটুকু প্রতিদ্বন্দ্বী বলে মনে করছেন?
সুমন বলেন, "নির্মাতা হিসেবে যত চ্যালেঞ্জের সামনে যাব ততই আমার জন্য ভালো, কারণ চ্যালেঞ্জের মুখোমুখি হওয়াটাও অনেক আনন্দের। আমরা সবাই বন্ধু, ভাই, সবই আমাদের সিনেমা। আমরা সবাই চাই সবার সিনেমা হিট হোক।
“সবার সিনেমার জন্য শুভকামনা জানাব, কারণ দর্শক ভিন্ন ধরনের গল্প দেখতে চায়। আর পাঁচটি সিনেমাই পাঁচটি ভিন্ন গল্পের সিনেমা। সবারই স্বপ্ন থাকে আমার গল্প, আমার দর্শকরা দেখবে। সেই জায়গা থেকে চ্যালেঞ্জ নেওয়া, ভালো কাউকে প্রতিদ্বন্দ্বী ভাবা ভালো। শুধু দর্শকের উদ্দেশে বলব, সবাই আগন্তুক দেখুক, এটি বাংলাদেশের মেজাজের সিনেমা, এটা আপনাদের পছন্দ হবে।"
স্টার সিনেপ্লেক্স ভাবছে সিনেমা এবার ‘বেশি’
নির্মাতারা যেমনই আশা করুন, স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ মনে করছে, ভালো ব্যবসার জন্য ঈদে পাঁচটি সিনেমা বেশি।
সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, “পাঁচ এর বদলে তিনটি বা চারটি হলে হয়ত আরও ভালো হত। কারণ গত ঈদের তুলনায় এবারের ঈদ নিয়ে অন্য রকম এক্সপেকটেনশন ছিল আমাদের। তবুও পাঁচটি সিনেমাই আমারা চালাচ্ছি।”
এখন সিনেমার প্রচারের সবচেয়ে বড় মাধ্যম হয়ে দাঁড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম। তুফান এর প্রযোজনা প্রতিষ্ঠান আবার শিল্পী-কলাকুশলীদের নিয়ে সংবাদ সম্মেলনও করেছে কয়েকদিন আগে। সেখানে সিনেমার নানা বিষয় নিয়ে শিল্পীরা কথা বলেছেন। যা প্রচারের দিক থেকে বড় ভূমিকা নিয়েছে বলে মনে করেন স্টার সিনেপ্লেক্সের এই কর্মকর্তা।
“'তুফান' সিনেমার যে হাইপ, যে ঝড়, সেই জায়গা থেকে এবারের ব্যবসা অন্যরকম হতে পারে। তাছাড়া রাফি কয়েকটি হিট সিনেমা দিয়েছে এর আগেও। রাফির কাজ বিবেচনায় নিয়ে এই সিনেমাটি নিয়ে আমাদের আশা বেশি। তাছাড়া 'ময়ূরাক্ষী', 'ডার্ক ওয়ার্ল্ড', 'রিভেঞ্জ', আগন্তুক সবই ভালো দর্শক টানবে আশা করছি।"
আরও পড়ুন...
ঈদের ১১টি সিনেমাই 'সুইসাইড করেছে'
ঈদে সিনেমা মুক্তির হিড়িক, পরিবেশকদের চোখে ব্যবসায়িক ঝুঁকি
ঈদে আসছে পুলিশ বুবলীর 'রিভেঞ্জ'
'তুফানের' প্রচারে তুফানের কবলে মিমি
'তুফান' সিনেমায় শাকিব-মিমির সঙ্গে এপারের আরেকজন