১২ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১

শরীফ শমশির

শরীফ শমশির

চট্টগ্রামের পটিয়া উপজেলার জিরি গ্রামে ১৯৬২ সালের ১০ এপ্রিল জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এম.এস.এস ও এল.এল.বি ডিগ্রি লাভ করেন। ২০০৩ সালে প্রকাশিত হয় ভাষা আন্দোলন বিষয়ক গবেষণা গ্রন্থ ‘চট্টগ্রামে ভাষা আন্দোলন’। ২০০৪ সালে প্রকাশিত হয় ‘এক দফার প্রবক্তা: এম এ আজিজ’ স্মারকগ্রন্থ। এরপর ‘ভারতের স্বাধীনতা সংগ্রাম, চট্টগ্রাম বিদ্রোহ ও বিপ্লবী মহানায়ক সূর্য সেন’ সম্পাদিত গ্রন্থ প্রকাশিত হয় ২০১১ সালে। অন্যান্য গ্রন্থের মধ্যে আছে ‘ধর্মের রাজনীতি ও বাংলাদেশ’, ‘সমাজতন্ত্র প্রসঙ্গে’, ‘স্বাধীনতা আন্দোলন, ইমামউদ্দীন আহমাদ ও বাংলাদেশ’ এবং ‘কল্পনা দত্ত: এক অগ্নিকন্যার বিপ্লবী জীবন ও সময়’। সম্পাদনা করেছেন ‘অক্টোবর বিপ্লবের শতবর্ষ’ সংকলন ও ‘কার্ল মার্কস: দ্বিশতবর্ষ’। অনুবাদগ্রন্থ- ‘আর্নেস্ট হেমিংওয়ের নির্বাচিত কলাম’।