ঈদে মুক্তি পাওয়া পাঁচ সিনেমার মধ্যে প্রচার দৌড়ে এবং দর্শক আগ্রহে শুরু থেকেই এগিয়ে ছিল রায়হান রাফির ‘তুফান’।
Published : 20 Jun 2024, 09:44 AM
ঈদে মুক্তির দিন স্টার সিনেপ্লেক্সের সাত শাখায় সুপারস্টার শাকিব খানের ‘তুফান’ সিনেমার শো রাখা হয়েছিল ২১টি। মাত্র একদিন মাথায় এ সংখ্যা বেড়ে হয়েছে ৪৭টি।
‘তুফান’ এর শো বাড়ানো হয়েছে যমুনা ব্লকবাস্টার সিনেমাস প্রেক্ষাগৃহেও।
স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও বিপণন বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা মেজবাহ উদ্দিন গ্লিটজকে বলেন, ‘তুফান’ ভালো চলছে, সবগুলো শো হাইজফুল যাচ্ছে। মুক্তির দ্বিতীয় দিন থেকেই শো বাড়ানো হয়েছে দ্বিগুণের বেশি। অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে।"
যমুনা ব্লকবাস্টার সিনেমাসে ঈদের দিন সোমবার এই সিনেমায় ছয়টি শো চলে। এখন সেটি বাড়িয়ে ১৪টি করা হয়েছে বলে গ্লিটজকে জানান প্রেক্ষাগৃহের অপারেশন ইনচার্জ এ আই রাজু।
তিনি বলেন, "'তুফান' খুব ভালো চলছে। প্রথমে এই সিনেমার ছয়টি শো চূড়ান্ত করা হয়েছিল। কিন্তু দর্শকের চাপে পরবর্তীতে শো সংখ্যা দ্বিগুণ করা হয়েছে।"
এদিকে হলে দর্শকদের একটি ভিডিও ফেইসবুকে ছেড়ে বিষয়টি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নির্মাতা রায়হান রাফি। তিনি লিখেছেন, 'তুফান' সিনেমা তাণ্ডব চালাচ্ছে।
ঈদে মুক্তি পাওয়া পাঁচ সিনেমার মধ্যে প্রচার দৌড়ে এবং দর্শক আগ্রহে শুরু থেকেই এগিয়ে ছিল রায়হান রাফির ‘তুফান’।
এর মূল আকর্ষণ কেবল শাকিব খান নন। অভিনেতা চঞ্চল চৌধুরী এবং কলকাতার নায়িকা মিমি চক্রবর্তীসহ, দেশের নাটক-সিনেমা জগতের দর্শকপ্রিয় কিছু শিল্পীকে এক পর্দায় এনে হইচই ফেলে দিয়েছেন রাফি।
প্রথমে শত প্রেক্ষাগৃহে ‘তুফান’ চলার কথা থাকলেও পরে ১২৮টিতে মুক্তি দেওয়া হয়।
‘তুফান’ প্রযোজনা করেছে আলফা-আই স্টুডিওজ লিমিটেড, ডিজিটাল পার্টনার চরকি ও ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর হিসেবে আছে এসভিএফআর। পরিবেশক প্রতিষ্ঠান আলফা আই স্টুডিওস লিমিটেড।
নব্বইয়ের দশকের এক গ্যাংস্টারের জীবনের উত্থান-পতনের গল্প নিয়ে তৈরি হয়েছে 'তুফান' সিনেমার চিত্রনাট্য।
প্রেক্ষাগৃহ মালিকদেরও 'তুফান' সিনেমা নিয়ে আগ্রহ বেশি ছিল। হলের ‘নাজুক’ দশা তুফানে ‘কাটতে পারে’ বলে আশা প্রকাশ করেছেন প্রদর্শক সমিতির উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস।
গ্লিটজকে তিনি বলেন, "এবার সিনেমা কম। ব্যবসা ভালো হবে আশা করছি। 'পরাণ', 'হাওয়া', 'প্রিয়তমা' র পর সেরকমভাবে কোনো সিনেমা ব্যবসা করতে পারেনি। ‘তুফান’ সেই অবস্থার পরিবর্তন করবে বলে আশা করছি।"
রাজধানীর মধুমিতা সিনেমা হলে মঙ্গলবার ‘তুফান' সিনেমার টিকিট না পেয়ে হল ভাঙচুরের ঘটনাও ঘটেছে।
সেই ঘটনার বেশ কিছু ভিডিও ফেইসবুকে ছড়িয়ে পড়েছে। সেসব ভিডিওতে দেখা যায়, অনেকেই ছিঁড়ে ফেলছেন তুফানের পোস্টার, ভেঙে ফেলছেন পোস্টার বোর্ড। অনেক দর্শক ‘টিকেট চাই, টিকেট চাই’ বলে স্লোগান দিচ্ছেন।
হলের কর্ণধার ইফতেখার আহমেদ নওশাদ গ্লিটজকে বলেন, “আমার হলের আসন সংখ্যা ১২০০। সিনেমা দেখতে মানুষ এসেছে প্রায় তিন হাজার মানুষ। আমি তো সবাইকে টিকিট দিতে পারব না। তখন উৎসুক জনতা ক্ষুব্ধ হয়ে ভাঙচুর চালিয়েছে। ”
পুরনো খবর
শাকিব খানের ঈদের সিনেমায় 'তুফান' চলল মধুমিতা হলে
'তুফান': শাকিব দ্বৈত চরিত্রে! ট্রেইলার জাগাল রহস্য
'তুফান' সিনেমায় শাকিব-মিমির সঙ্গে এপারের আরেকজন
রাফীর 'তুফান', সাথে শাকিব-চঞ্চল!
ঝড় তুলে এসে গেল শাকিব-মিমির 'উরা ধুরা' গান