টিকেট না পেয়ে হলে ভাঙচুরের ঘটনা ঘটেছে। হল মালিকের অভিযোগ, উসকে দিয়েছে ইউটিউবাররা।
Published : 18 Jun 2024, 11:48 PM
রাজধানীর মধুমিতা সিনেমা হলে ‘তুফান' সিনেমার টিকিট না পেয়ে হল ভাঙচুরের ঘটনা ঘটেছে; হল মালিক এর জন্য দায়ী করছেন ইউটিউবারদের। ভিউয়ের নেশায় তারাই উসকানি দিয়েছে, বলছেন তিনি।
মঙ্গলবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সিনেমা হলটির কর্ণধার ইফতেখার আহমেদ নওশাদ।
গ্লিটজকে তিনি বলেন, “আমার হলের আসন সংখ্যা ১২০০। সিনেমা দেখতে মানুষ এসেছে প্রায় তিন হাজার মানুষ। আমি তো সবাইকে টিকিট দিতে পারব না।
“তখন উৎসুক জনতা ক্ষুব্ধ হয়ে ভাঙচুর চালিয়েছে। তারপর পুলিশ এসেছিল, পরিস্থিতি নিয়ন্ত্রণ করে চলে গেল।”
ভাঙচুর করার বেশ কিছু ভিডিও ফেইসবুকে ছড়িয়ে পড়েছে। সেসব ভিডিওতে দেখা যায় অনেকেই ছিঁড়ে ফেলছেন তুফানের পোস্টার, ভেঙে ফেলছেন হয় পোস্টার বোর্ড।
অনেক দর্শককে ‘টিকেট চাই, টিকেট চাই’ বলে স্লোগান দিতেও শোনা যায়।
তবে তুফান ছায়াছবি প্রদর্শনে কোনো সমস্যা হয়নি বলে পুলিশ জানিয়েছে।
মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) রাসেল হোসেন বলেন, “লোকজন সিনেমা হলের প্রদর্শনের জন্য লাগানো পোস্টার, কাঁচের ফ্রেম, দরজা, চেয়ার ভাঙচুর করে।”
এই ঘটনায় হল মালিক অভিযোগ না করলেও ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে থানা এনে জিজ্ঞেসাবাদ করা হয় বলেও জানান তিনি।
এই ঘটনা পরিকল্পিত বলে অভিযোগ করে হল মালিক নওশাদ বলেন, “এখানে কিছু ইউটিউবার ছিল যারা মানুষকে ভাঙচুরের জন্য উসকানি দিয়েছে। এরা ‘প্রিয়তমা’র সময়ও ঝামেলার চেষ্টা করেছিল। কিন্তু এইবার বেশি ঝামেলা করে ফেলল।”
সিনেমা দেখতে আসা দর্শকদের দাবি, এমনিতে টিকেট পাওয়া না গেলেও বাড়তি দর দিয়ে কালোবাজারে ঠিকই পাওয়া যাচ্ছে।
এ নিয়ে এক প্রশ্নে নওশাদ বলেন, “আমরা কেন ব্ল্যাকে টিকিট বিক্রি করব। বাইরে করলে সেটা তো আমি আটকাতে পারব না। আমাদের সামনে ব্ল্যাকে টিকিট বিক্রির সুযোগ নেই।”
তবে সিনেমা ভালো যাচ্ছে জানিয়ে মধুমিতা মালিক বলেন, “অনেক বছর পর দর্শকের এমন আগ্রহ দেখা যাচ্ছে। হাওয়া সিনেমার সময় এমন ভিড় ছিল। এই ভিড়টা ভালো, তবে ক্ষতি করে নয়।”
এবার ঈদে ১২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রায়হান রাফি পরিচালিত তুফান।
সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তী।
সিনেমায় শাকিব খানের লুক, প্রীতম হাসানের গান, মাসুমা রহমান নাবিলা ও চঞ্চল চৌধুরীর উপস্থিতি, সব মিলিয়ে দর্শকদের আগ্রহ বাড়িয়ে তুলেছে।