শাকিব বলেন, “বাংলা সিনেমা চলবে কী না, প্রশ্নটা বাঙালিদের করা উচিত নয়। তা হলে একে অপরকে আমরাই ছোট করব।”
Published : 06 Jul 2024, 02:36 PM
ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের পিছু ছাড়ে না দুই অভিনেত্রী অপু বিশ্বাস এবং শবনম বুবলীর প্রসঙ্গ। কলকাতায় ‘তুফান’ সিনেমার প্রচারে গিয়েও সাংবাদিকদের প্রশ্নে উঠে এসেছে এই দুই নাম।
আনন্দবাজার জানিয়েছে, সংবাদ সম্মেলনে শাকিবের কাছে জানতে চাওয়া হয় তার সাবেক স্ত্রী অপু ও বুবলী ‘তুফান’ দেখেছেন কী না।
তাদের নাম না নিয়ে শাকিব বলেন, “কারা ছবিটা দেখেছেন, আমি জানি না।”
শুক্রবার পশ্চিমবঙ্গের ৪৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘তুফান’। সিনেমার প্রচারে অংশ নিতে আগেই কলকাতায় উড়ে যান শাকিব।
এই সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন ভারতের মিমি চক্রবর্তী ও বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা আছেন চঞ্চল চৌধুরী। এছাড়া আরো আছেন ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, সালাউদ্দিন লাভলু, গাউসুল আলম শাওনসহ কলকাতার এক ঝাঁক অভিনয় শিল্পী।
‘তুফান’ প্রযোজনা করেছে আলফা-আই স্টুডিওজ লিমিটেড, ডিজিটাল পার্টনার চরকি ও ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর হিসেবে আছে এসভিএফআর। পরিবেশক প্রতিষ্ঠান আলফা আই স্টুডিওস লিমিটেড।
এর আগেও দুই বাংলার যৌথ প্রযোজনায় বেশ কিছু সিনেমায় শাকিব অভিনয় করেছেন। তবে ‘তুফান’ সবচেয়ে বেশি ‘সাড়া ফেলেছে’ বলে জানান শাকিব।
তিনি বলেন, “দুই বাংলার মধ্যে কোনো ভেদাভেদ নেই। দুই জায়গাতেই বহু ভাল কাজ হচ্ছে। আমি আশাবাদী, সিনেমাটি পশ্চিমবঙ্গের দর্শকের পছন্দ হবে।
“বাংলা সিনেমা চলবে কি না, প্রশ্নটা বাঙালিদের করা উচিত নয়। তা হলে একে অপরকে আমরাই ছোট করব। এ বাংলা তো উত্তম কুমারের ইন্ডাস্ট্রি। তা হলে কেন পিছিয়ে থাকবে?’’
শাকিবের ভাষ্যমতে, "বাঙালিদের আগে বাংলা সিনেমা দেখতে হবে। তারপর বলিউড বা দক্ষিণী সিনেমা দেখা উচিত। ভালো সিনেমা দেখে বলতেই হবে, ‘জয় বাংলার জয়’। না হলে বাঙালিরা নিজেরাই একে অপরের চোখে ছোট হয়ে যাবে।"
শাকিব-মিমি ছাড়াও ওই সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এসভিএফের পরিচালক ও সহপ্রতিষ্ঠাতা মহেন্দ্র সোনি, প্রযোজক শাহরিয়ার শাকিল, পরিচালক রায়হান রাফী।
কিছুদিন পর ‘তুফান’ মুক্তি পাবে হিন্দিতেও।
এ বিষয়ে পরিচালক রায়হান রাফী গ্লিটজকে বলেছিলেন," হিন্দিতে ডাবিং শেষ, তবে ডাবিং ছাড়াও তো অনেক কাজ থাকে সেগুলো রেডি হচ্ছে। খুব শিগগিরই ভারতজুড়ে মুক্তি দেওয়া হবে।"
তবে কেবল কলকাতায় নয়, গত ২৮ জুন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, সুইডেন, কানাডাসহ ১৫টি দেশের ১০০টি প্রেক্ষাগৃহে 'তুফান' চলছে।
কলকাতায় মুক্তি পাচ্ছে 'তুফান', প্রচারে গেলেন শাকিব
স্টার সিনেপ্লেক্সে ও যমুনা ব্লকবাস্টারে 'তুফান' এর শো বেড়ে দ্বিগুণ
শাকিব খানের ঈদের সিনেমায় 'তুফান' চলল মধুমিতা হলে
'তুফান': শাকিব দ্বৈত চরিত্রে! ট্রেইলার জাগাল রহস্য
'তুফান' সিনেমায় শাকিব-মিমির সঙ্গে এপারের আরেকজন