মেলায় ছিল মোট ১৬টি স্টল, প্রতিটিতে ছিল বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার, পোশাক ও হস্তশিল্পের পসরা।
Published : 20 Apr 2025, 07:43 PM
বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপনে প্রতি বছরের মতো এবারও আবুধাবিতে বাংলাদেশ দূতাবাস আয়োজন করল বর্ণাঢ্য বৈশাখী উৎসব।
শনিবার দিনব্যাপী এই উৎসবটি অনুষ্ঠিত হয় শেখ খালিফা বিন যায়েদ বাংলাদেশ ইসলামিয়া ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে।
উৎসব উদ্বোধন করেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. তারেক আহমেদ।
মেলায় ছিল মোট ১৬টি স্টল, প্রতিটিতে ছিল বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার, পোশাক ও হস্তশিল্পের পসরা।
বাংলাদেশ দূতাবাসের ‘দূতাবাস কর্নার’, বাংলাদেশ সমিতির ‘আমার বাংলাদেশ’, শেখ খালিফা স্কুলের ‘আহার বিহার’, ইঞ্জিনিয়ারস অ্যান্ড আর্কিটেক্টস-এর ‘ঐকতান’, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস ওয়েলফেয়ার সোসাইটির ‘দুরন্ত বৈশাখ’, মহিলা সমিতির ‘রঙের বৈশাখ’, বরিশাল সমিতির ‘বৈঠকখানা’, জনতা ব্যাংক ও বাংলাদেশ বিমানসহ নানা সংগঠনের স্টলে ছিল মুখরোচক খাবার ও ঐতিহ্যবাহী পণ্যের সমাহার।
লাল পাড়ের সাদা শাড়ি, চুড়িদার, বেলি ফুলের মালা, দেশীয় গহনায় সজ্জিত হয়ে মেলায় আসেন নারী ও শিশুরা। পুরুষদের পোশাকে ছিল পাঞ্জাবি, ফতুয়া ও শেরওয়ানি।
আলোচনা পর্বে সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত মো. তারেক আহমেদ এবং অনুষ্ঠান পরিচালনা করেন শ্রম কাউন্সেলর (লোকাল) লুৎফুন নাহার নাজিম।
অতিথি ছিলেন দুবাইয়ের কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান, দূতাবাস ও কনস্যুলেট পরিবারের সদস্য এবং বিভিন্ন পেশাজীবী ও রাজনৈতিক সংগঠনের নেতারা।
রাষ্ট্রদূত তারেক আহমেদ বলেন, “আসুন, আমরা নতুন বছরে শপথ নিই—বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্যে নিজ নিজ অবস্থান থেকে আমরা কাজ করে যাব। প্রবাসে থেকেও আমরা যেন দেশের ইতিবাচক পরিবর্তনের সহযাত্রী হতে পারি।”
উৎসবকে ঘিরে আয়োজিত হয়: সেরা রাঁধুনির প্রতিযোগিতা, সেরা স্টলের পুরস্কার, শিশু ও নারীদের জন্য ক্রীড়া প্রতিযোগিতা, দেশীয় পোশাকের ফ্যাশন শো, সংগীত ও নৃত্য পরিবেশনা, হস্তশিল্প প্রদর্শনী, র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ।
মেলায় আরও উপস্থিত ছিলেন নিউ জিল্যান্ড, বসনিয়া, গাম্বিয়া ও মালয়েশিয়াসহ কয়েকটি দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা। আবুধাবি ছাড়াও দুবাই, শারজাহ, আজমান, আল আইন ও ফুজাইরাহ থেকে প্রবাসীরা এসে অংশ নেন উৎসবে।