বৈশাখের চিরায়ত রূপ তুলে ধরতে উৎসবস্থল সাজানো হয় রঙিন আলপনা ও বাঙালিয়ানার ছোঁয়ায়।
Published : 20 Apr 2025, 12:28 AM
বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষ্যে ভিয়েতনামে বাংলাদেশের দূতাবাসে উদ্যোগে বর্ষবরণ উৎসব করেছেন প্রবাসী বাংলাদেশিরা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় সময় শুক্রবার সকালে রাজধানী হ্যানয়ে রাষ্ট্রদূতের বাসভবনে এ আয়োজন করেন তারা।
এতে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা ছাড়াও বিভিন্ন পেশার প্রতিনিধি, স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের সদস্য ও শুভানুধ্যায়ীরা অংশ নেন।
পহেলা বৈশাখের চিরায়ত রূপ তুলে ধরতে উৎসবস্থল সাজানো হয় রঙিন আলপনা ও বাঙালিয়ানার ছোঁয়ায়। আয়োজন করা হয় দেশীয় ঐতিহ্যবাহী পোশাক ও খাবারের স্টল। বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আবহে মুখর ছিল পুরো অনুষ্ঠানস্থল।
দূতালয় প্রধান নাসির উদ্দীনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন রাষ্ট্রদূত মোহাম্মদ লুৎফর রহমান।
তিনি বলেন, “পহেলা বৈশাখ আমাদের হাজার বছরের ঐতিহ্যের অংশ। এই দিনটি আমাদের সংস্কৃতির শেকড়ের সন্ধান দেয় এবং মানুষকে উৎসাহিত করে নতুন স্বপ্ন ও প্রত্যয়ে এগিয়ে যেতে। বৈষম্যহীন সমাজ গঠনের যে আহ্বান পহেলা বৈশাখের অন্তর্নিহিত বার্তা, তা আজ বিশ্বদর্শনের প্রয়োজনীয় অংশ।”
জাতীয় জীবনে বাংলা নববর্ষের তাৎপর্য তুলে ধরে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে কাজ করার আহ্বান জানান রাষ্ট্রদূত।
বক্তব্যপর্বের পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশ দূতাবাস ও স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের শিশু-কিশোরদের অংশগ্রহণে পরিবেশিত হয় দলীয় নৃত্য, কবিতা আবৃত্তি ও একক সংগীত।
নানা বয়সী প্রবাসীদের অংশগ্রহণে আয়োজিত দেশীয় খেলাধুলা ও আনন্দ আয়োজনে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো অনুষ্ঠান। শেষে সকল অতিথিকে পরিবেশন করা হয় ঐতিহ্যবাহী দেশীয় খাবার।