২০১৪ সালে প্রতিষ্ঠিত ‘বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়ার’ বর্তমানে সদস্যসংখ্যা প্রায় ২৮ হাজার।
Published : 20 Apr 2025, 09:19 AM
মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ‘বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়া’ ২০২৫-২৬ সালের জন্য তাদের নতুন কমিটি গঠন করেছে।
এতে সভাপতি পদে মাল্টিমিডিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসাদুল্লাহ আল গালীব রাব্বি এবং সাধারণ সম্পাদক পদে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির শিক্ষার্থী সায়েদা তাসমিমা হুসেইন মনোনীত হয়েছেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার কুয়ালালামপুরে সংগঠনটির উপদেষ্টা পরিষদের সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন: জ্যেষ্ঠ সহ-সভাপতি মাহফুজুর রহমান সিফাত, সহ-সভাপতি মো. মোহাম্মাদ রিয়াদ হোসেন, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান জ্যাক ও আদিবা আহমেদ, সাংগঠনিক সম্পাদক তাসবীর হোসাইন দীপ্ত, যুগ্ম সাংগঠনিক সম্পাদক ফাহাদ বিন জাহেদ, অর্থ সম্পাদক নুরে আলম শুভ সেগী, শিক্ষা বিষয়ক সম্পাদক ইমরান হোসাইন, শিক্ষা বিষয়ক যুগ্ম সম্পাদক ইলা আকতার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাইয়েরা জামান, গণমাধ্যম ও তথ্যপ্রযুক্তি সম্পাদক শাওন আহমেদ, গণমাধ্যম ও তথ্যপ্রযুক্তি যুগ্ম সম্পাদক রাকিবুল হারিস, ক্রীড়া সম্পাদক জামানুল ইসলাম, যুগ্ম ক্রীড়া সম্পাদক সাব্বির, সাংস্কৃতিক সম্পাদক আমানুল্লাহ রাজ, যুগ্ম সাংস্কৃতিক সম্পাদক সাবরিনা সূচনা, আন্তর্জাতিক সম্পর্ক সম্পাদক জারিন তাসনীম, জনসংযোগ সম্পাদক সুমাইয়া আকতার এবং ধর্ম বিষয়ক সম্পাদক শরীয়তুল্লাহ।
নতুন সভাপতি আসাদুল্লাহ আল গালীব রাব্বি বলেন, “মালয়েশিয়ায় অধ্যয়নরত ৩৪টি বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে কমিটির সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে। এ সংগঠনের মাধ্যমে মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীরা আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ হবে। পাশাপাশি দেশের ভাবমূর্তি আন্তর্জাতিক পরিসরে আরও উজ্জ্বল করে তুলতে চাই।”
সাধারণ সম্পাদক সায়েদা তাসমিমা হুসেইন বলেন, “আমাদের সংগঠন কিছু নতুন সৃষ্টি ও ইতিবাচক পরিবর্তনের প্রতিশ্রুতি নিয়ে এসেছে। সামনে আমরা আরও কার্যক্রম, গণমাধ্যমভিত্তিক নতুন উদ্যোগ এবং শিক্ষার্থীদের সক্ষমতা বাড়াতে জোর দেব—যাতে তারা নিজেদের পরিচয় নিয়ে গর্ব করতে পারে।”
২০১৪ সালে প্রতিষ্ঠিত ‘বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়ার’ বর্তমানে সদস্যসংখ্যা প্রায় ২৮ হাজার। শিক্ষা, ক্যারিয়ার, সংস্কৃতি, ক্রীড়া ও স্বাস্থ্যের নানা ক্ষেত্রে কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।