জ্যাকসন হাইটসে হাজারো প্রবাসীর অংশগ্রহণে প্রাণবন্ত বর্ষবরণ
Published : 20 Apr 2025, 06:46 PM
‘অশুভের দুয়ারে শুনি-জনতার রণধ্বনি’ স্লোগানে নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রা।
এবারের আয়োজনে ৩০টিরও বেশি সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে গঠিত ‘সম্মিলিত বর্ষবরণ মঙ্গল শোভাযাত্রা উদযাপন পরিষদ’ নেতৃত্ব দেয়।
শনিবার জ্যাকসন হাইটসে আয়োজিত এ শোভাযাত্রায় অংশ নেন হাজারো প্রবাসী বাংলাদেশি।
নতুন বর্ষবরণের অংশ হিসেবে আয়োজিত শোভাযাত্রাটি শুরু হয় জ্যাকসন হাইটসের ‘বাংলাদেশ স্ট্রিট’ সংলগ্ন ডাইভার্সিটি প্লাজা থেকে। মুখোশ, প্ল্যাকার্ড, নানা লোকজ শিল্পরূপ ও বাংলাদেশের জাতীয় পতাকা হাতে প্রবাসী শিশুকিশোর, নারী-পুরুষের অংশগ্রহণে পুরো এলাকা পরিণত হয় বর্ণিল উৎসবে।
শোভাযাত্রায় যুক্তরাষ্ট্রের পতাকার পাশাপাশি উড়তে থাকে বাংলাদেশের পতাকাও। ঘণ্টাখানেকের জন্য জ্যাকসন হাইটসের বহুজাতিক পরিবেশ যেন থমকে দাঁড়ায় এই ঐতিহ্যবাহী আয়োজনে। বাংলা সংস্কৃতির প্রাণোচ্ছল এ প্রদর্শনী স্থানীয় ও আন্তর্জাতিক দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।
আয়োজক পরিষদের প্রধান উপদেষ্টা সৈয়দ মুহাম্মদ উল্লাহ ও সদস্য-সচিব মুজাহিদ আনসারী বলেন, “প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মধ্যে বাংলা সংস্কৃতির ধারাবাহিকতা বজায় রাখতে এই আয়োজন গুরুত্বপূর্ণ।”
শোভাযাত্রার সূচনায় উদীচী শিল্পীগোষ্ঠী, প্রতীক, বহ্নিশিখা সঙ্গীত নিকেতন ও রবীন্দ্র একাডেমিসহ বিভিন্ন সংগঠন বর্ষবরণ সংগীত পরিবেশন করে। গানের সুরে, প্রাণের আবেগে বাংলা নববর্ষকে বরণ করে নেওয়ার পাশাপাশি উপস্থিত প্রবাসীরা বাংলাদেশের মঙ্গল ও ঐক্যের জন্য সম্মিলিত সংকল্প ঘোষণা করেন।