কাবাডি
প্রথমবারের মতো নেপালে কাবাডি সিরিজ খেলতে যাওয়া মেয়েরা পেল না শুভসূচনা।
Published : 20 Apr 2025, 07:49 PM
প্রথমবারের মতো নেপালে কাবাডি সিরিজ খেলতে যাওয়ার ‘ইতিহাস’ ঠিকই গড়া হলো, কিন্তু তাদের বিপক্ষে শুরুটা হলো না জয়ের রঙে রঙিন। স্বাগতিকদের বিপক্ষে প্রথম ম্যাচে বড় ব্যবধানেই হারল বাংলাদেশ।
লোলিতপুরের সাতদোবাদোয় রোববার প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে ৪১-১৮ পয়েন্টে হেরেছে বাংলাদেশ। পাঁচ ম্যাচের সিরিজের দ্বিতীয়টিতে দুই দল মুখোমুখি হবে সোমবার।
প্রথমবারের মতো নেপালে সিরিজ খেলতে যাওয়ার উচ্ছ্বাস সঙ্গী হলেও শক্তিশালী স্বাগতিকদের নিয়ে দুর্ভাবনাও কম ছিল না। কেননা, এসএ গেমস ও এশিয়ান গেমসেও নেপালের কাছে হেরেছিল মেয়েরা। এ ম্যাচেও বাংলাদেশ প্রথমার্ধ শেষ করে ১৮-৬ ব্যবধানে পিছিয়ে থেকে।
দ্বিতীয় অর্ধে এই ব্যবধান ঘোচেনি, বরং বেড়েছে আরও। শেষ পর্যন্ত ৪১-১৮ ব্যবধানে বাংলাদেশকে হারিয়ে অনুমিত জয় তুলে নেয় নেপাল।
প্রথম ম্যাচে হারের পেছনে চোটের দায় দিয়ে বাংলাদেশ কোচ শাহনাজ পারভিন মালেকা অবশ্য দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর আশাবাদ জানিয়েছেন।
“আমরা গতকালই ঢাকা থেকে এখানে এসেছি। তাই সেভাবে বিশ্রামের সময় পাইনি। এছাড়া আমাদের দুই থেকে তিন জন খেলোয়াড় ইনজুরিতে আছে। এই ম্যাচ থেকে যে সমস্যাগুলো আমরা বুঝতে পেরেছি, আশা করছি সেগুলো কাটিয়ে পরের ম্যাচগুলোতে আমরা ভালো কিছু করব।”
“নেপাল নিয়মিত অনুশীলনে ছিল। কিন্তু আমরা ঈদের কারণে ছুটিতে গিয়েছিলাম। তাই আমাদের অনুশীলনের কিছুটা ঘাটতি ছিল। তবে আশা করছি, আগামীকালের ম্যাচে আজকের তুলনায় অনেক ভালো খেলবে মেয়েরা।”