“আপাতত তুফান কলকাতায় বাংলা ভাষায় মুক্তি পাবে, ৫ তারিখের পরে হিন্দি ভাষায় মুক্তি দেওয়া হবে।”
Published : 04 Jul 2024, 06:26 PM
দেশের প্রেক্ষাগৃহে সাড়া ফেলে এবার পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খানের সিনেমা ‘তুফান’। আগামী ৫ জুলাই থেকে সেখানকার দর্শক সিনেমাটি দেখতে পাবেন বলে জানিয়েছেন নির্মাতা রায়হান রাফী।
হিন্দি ভাষায় সিনেমাটি মুক্তির কথা থাকলেও ৫ তারিখ শুধু কলকাতায় বাংলা ভাষায় মুক্তি পাচ্ছে। ডাবিংয়ের কাজ শেষ করে পুরো ভারতজুড়ে হিন্দি ভাষায় সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা চলছে।
রাফী গ্লিটজকে বলেন," আপাতত তুফান কলকাতায় বাংলা ভাষায় মুক্তি পাবে, ৫ তারিখের পরে হিন্দি ভাষায় মুক্তি দেওয়া হবে। ডাবিং শেষ, ডাবিং ছাড়াও তো অনেক কাজ থাকে সেগুলো রেডি হচ্ছে। খুব তাড়াতাড়িই ভারতজুড়ে মুক্তি দেওয়া হবে।"
কলকাতায় সিনেমার মার্কেটিং ভালো হচ্ছে জানিয়ে নির্মাতা বলেন, “বেশ ভালো প্রচার চলছে, মেট্রোরেল থেকে শুরু করে শহরের প্রায় ৫০-৬০টি বিলবোর্ডে সিনেমার প্রচার চালানো হচ্ছে। একদম প্রপার মার্কেটিং যেটাকে বলে সেখানে সেটা হচ্ছে। সেখান থেকেও একটা বিশাল আয় আসবে এটা ধারণা করছি।"
সিনেমার প্রচারের জন্য সেখানে অবস্থান করছেন নির্মাতা ও অভিনয়শিল্পীরা। রাফী বলেন," শাকিব খানসহ তুফানের পুরো টিম কলকাতায়। আমাদের দেশে সিনেমাটি যেমন সাড়া ফেলেছে, এখান থেকেও প্রচুর সাড়া পাব সেই আশা রাখছি।"
গত ২৮ জুন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, সুইডেন, কানাডাসহ ১৫টি দেশের ১০০টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় 'তুফান'।
এ সিনেমায় শাকিব খানকে দ্বৈত চরিত্রে দেখা গেছে। নব্বইয়ের দশকের এক গ্যাংস্টারের জীবনের উত্থান-পতনের গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমার চিত্রনাট্য।
এ নায়কের বিপরীতে অভিনয় করেছেন ভারতের মিমি চক্রবর্তী ও বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা। আরও আছেন চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, সালাউদ্দিন লাভলু, গাউসুল আলম শাওনসহ অনেকে।
‘তুফান’ প্রযোজনা করেছে আলফা-আই স্টুডিওজ লিমিটেড, ডিজিটাল পার্টনার চরকি ও ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর হিসেবে আছে এসভিএফআর। পরিবেশক প্রতিষ্ঠান আলফা আই স্টুডিওস লিমিটেড।