কার্তিকে ঢাকার বাতাসে সুরের চঞ্চলতা এনে দিয়েছেন ঢাকা-কলকাতার শিল্পীরা। রাজধানীর তিনদিক থেকে গানে-সুরে মাতিয়ে তুলছেন কলকাতার দুই জনপ্রিয় গায়ক কবীর সুমন, নচিকেতা চক্রবর্তী এবং কোক স্টুডিও বাংলার শিল্পীরা।
গেল বছর ঢাকায় কনসার্ট করে কলকাতায় ফিরে গিয়ে ভারতীয় শিল্পী সুমন বলেছিলেন, তার, গান-সুর-গায়কি কি-বোর্ড বাজানোর দেশ আসলে বাংলাদেশ। একমাত্র বাংলাদেশেই তিনি তার শ্রোতাদের খুঁজে পেয়েছেন। বলেছিলেন, সুযোগ পেলে ঢাকায় গাইতে আসবেন তিনি। বছর ঘুরতেই এই শিল্পী ঢাকায়, অংশ নিয়েছেন উত্তরায় একটি ঘরোয়া আয়োজনে।
শিল্পী নচিকেতা চক্রবর্তীর গানের ক্যারিয়ারের তিন দশক পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ঢাকায়।
এছাড়া নগরীর আর্মি স্টেডিয়াম প্রস্তুত কোক স্টুডিও বাংলা কনসার্টের জন্য। যেখানে অন্তত অর্ধ-শতাধিক শিল্পী ও কলাকুশলী মঞ্চ মাতাবেন।
সুমনের 'খেয়াল'
আধুনিক গান থেকে বাংলা খেয়ালের পথ তৈরিতে কয়েক বছর ধরে সাধনা করছেন কবীর সুমন। গত বছরের অক্টোবরে যখন সবশেষ ঢাকায় গান শোনাতে এসেছিলেন, তখন তিনদিনের গানের আয়োজনে একদিন কেবল 'খেয়াল' করেই ঘণ্টার পর ঘণ্টা শ্রোতা মনোযোগ ধরে রাখেন সুমন। তখন বাংলাদেশ সরকারের কাছেও ‘বাংলা খেয়াল’ নিয়ে কিছু করার আহবান জানিয়েছিলেন তিনি।
সেই অনুষ্ঠানে কবীর সুমন বলেছিলেন, “আমাকে যদি প্রয়োজন হয়, ডাকলেই আমি সবসময় থাকব। আমার খুব আশা, বাংলাদেশ সরকার বাংলা খেয়াল নিয়ে কিছু করবে। যদি বাংলাদেশ সরকার কিছু করে, তবে আমার খুব আনন্দ হবে। এই আনন্দ নিয়ে মরতে দিন বুড়োটাকে।”
এবারে আসার আগে ফেইসবুকে কবীর সুমন লিখেছিলেন, “চার দিনের বাংলা খেয়াল কর্মশালার জন্য ঢাকা যাচ্ছি।”
পরে হোয়াটস অ্যাপে কবীর সুমনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। সুমনের এবারের ঢাকা সফর যেন অনেকটা নীরবেই হচ্ছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার উত্তরায় ঘরোয়া একটি আয়োজনে বাংলা খেয়াল শুনিয়েছেন সুমন। আমিরুল রাজিব নামের একজন ফেইসবুকে সেই অনুষ্ঠানটির কিছু অংশ লাইভ সম্প্রচার করেছেন।
'তিরিশে নচিকেতা'
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায় 'নচিকেতা লাইভ ইন ঢাকা উইথ জয় শাহরিয়ার' কনসার্টে গাইবেন নচিকেতা।
কলকাতায় ইতোমধ্যে এই আয়োজন হয়েছে ‘তিরিশে নচিকেতা’ শিরোনামে, এবার হচ্ছে ঢাকায়।
বৃহস্পতিবার বিমানবন্দরে সঙ্গীতশিল্পী জয় শাহরিয়ার তাকে ফুল দিয়ে স্বাগত জানান। অনুষ্ঠানের আয়োজক প্রতিষ্ঠান আজব কারখানা তাদের ফেইসবুকে পেইজে একটি ভিডিও প্রকাশ করে, যেখানে নচিকেতা বলেন, "নমস্কার, আমি নচিকেতা। কালকে কেআইবি-তে আমার শো, আসুন। আমি খুবই উত্তেজিত।"
নচিকেতার এই শো সরাসরি কনসার্টটি সম্প্রচার করবে বিনোদন প্ল্যাটফর্ম টফি। কনসার্টে উপস্থিত না হয়েও শ্রোতারা যাতে নচিকেতার গান শুনতে পারে, সে ব্যবস্থা করার কথা তারা জানিয়েছে এক সংবাদ বিজ্ঞপ্তিতে।
খোলা কনসার্টে 'কোক স্টুডিও বাংলা'
‘নাসেক নাসেক’, ‘কথা কইয়ো না’ থেকে শুরু করে কোক স্টুডিওর দুই সিজনের জনপ্রিয় সব গানের পসরা নিয়ে ত্রিশ জনের বেশি শিল্পী ফের আসছেন স্টুডিওর বাইরে, খোলা কনসার্টে।
শুক্রবার ঢাকার আর্মি স্টেডিয়াম প্রস্তুত 'কোক স্টুডিও বাংলা লাইভ কনসার্টের জন্য। যেখানে অন্তত অর্ধ-শতাধিক শিল্পী ও কলাকুশলী মঞ্চ মাতাবেন।
শুক্রবার সন্ধ্যা ৬টায় শুরু হবে মূল অনুষ্ঠান।
তবে কনসার্ট স্থলের গেইট খুলে যাবে কয়েক ঘণ্টা আগেই। কোক স্টুডিও বাংলার ফেইসবুক পেইজ ও ইউটিউব চ্যানেল এবং দীপ্ত প্লে-তেও কনসার্টটি দেখা যাবে।
‘কোক স্টুডিও বাংলায়’ দেশের স্বনামধন্য শিল্পীরা যেমন এসেছেন, তেমনি পরিচিতির আলোর বাইরে থাকা শিল্পীদেরও নতুন করে পরিচিয় করিয়ে দিয়েছে ‘কোক স্টুডিও বাংলা’।
কোক স্টুডিও বাংলা বলছে, ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে যাত্রা শুরু করার পর দুই সিজনে প্রায় ১০০ জন গায়ক ও শিল্পীকে নিয়ে ২২টি গান প্রকাশ করেছে তারা।
কনসার্টে থাকবেন শায়ান চৌধুরী অর্ণব, অনিমেষ রায়, পান্থ কানাই, মমতাজ বেগম, মিজান রহমান, ঋতু রাজ, সানজিদা মাহমুদ নন্দিতা, নিগার সুলতানা সুমি, জালালি সেট, রিপন কুমার সরকার (বগা), সুনিধি নায়েক, সৌম্যদীপ শিকদার (মুর্শিদাবাদী), কানিজ খন্দকার মিতু, মো. মাখন মিয়া, রুবাইয়াত রেহমান, জান্নাতুল ফেরদৌস আকবর, শানিলা ইসলাম।
এছাড়া আরমীন মুসা ও ঘাসফড়িং কয়্যার, রিয়াদ হাসান, পল্লব ভাই, মেঘদল, জহুরা বাউল, সোহানা (ডটার অফ কোস্টাল), মুকুল মজুমদার ঈশান, প্রীতম হাসান, ইসলাম উদ্দিন পালাকার, ফজলু মাঝি, ইমন চৌধুরী, এরফান মৃধা শিবলু, আলেয়া বেগম, ফুয়াদ আল মুক্তাদির, বাপ্পা মজুমদার এবং হামিদা বানুসহ দুই সিজনের শিল্পীরা।
বিশেষ অতিথি হিসেবে থাকবেন এলিটা করিম, শুভ (ডি রকস্টার), আনিকা এবং অনুরাধা মণ্ডল। এছাড়া থাকছে হাতিরপুল সেশনস এবং লালন ব্যান্ড।
আরও পড়ুন: