‘তিরিশে নচিকেতা’ এবার ঢাকায়

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায় হবে 'নচিকেতা লাইভ ইন ঢাকা উইথ জয় শাহরিয়ার'।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Nov 2023, 06:59 AM
Updated : 8 Nov 2023, 06:59 AM

ভারতীয় সংগীত শিল্পী নচিকেতা চক্রবর্তীর গানের ক্যারিয়ারের তিন দশক পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ঢাকায়।

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায় 'নচিকেতা লাইভ ইন ঢাকা উইথ জয় শাহরিয়ার' কনসার্টে গাইবেন নচিকেতা।

কলকাতায় ইতোমধ্যে এই আয়োজন হয়েছে ‘তিরিশে নচিকেতা’ শিরোনামে, এবার হচ্ছে ঢাকায়।

নচিকেতার এই শো সরাসরি কনসার্টটি সম্প্রচার করবে বিনোদন প্ল্যাটফর্ম টফি। কনসার্টে উপস্থিত না হয়েও শ্রোতারা যাতে নচিকেতার গান শুনতে পারে, সে ব্যবস্থা করার কথা তারা জানিয়েছে এক সংবাদ বিজ্ঞপ্তিতে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে চাঁদপুর সরকারি কলেজের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে গান গাইতে বাংলাদেশে এসেছিলেন এই শিল্পী। তখন ঢাকাতেও কয়েকটি ঘরোয়া অনুষ্ঠানে পাওয়া যায় নচিকেতাকে।

কলকাতা-ঢাকা দুই বাংলায় নচিকেতার খ্যাতি ছড়িয়ে পড়ে ১৯৯৩ সালে 'এই বেশ ভালো আছি' অ্যালবাম বের হওয়ার পর। এরপর তার আরও ১৮টি একক অ্যালবাম বেরিয়েছে। মিশ্র অ্যালবামও আছে কিছু।

'নীলাঞ্জনা', 'যখন সময় থমকে দাঁড়ায়', 'অনির্বাণ', 'বৃদ্ধাশ্রম'এর মত তুমুল জনপ্রিয় গানের এই গায়ক চলচ্চিত্রে প্লেব্যাকও করেছেন। মাঝেমধ্যে স্টেজ শোতেও পাওয়া যায় তাকে।

বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত হঠাৎ বৃষ্টি সিনেমায় সংগীত পরিচালনার পাশাপাশি নিজেও গেয়েছেন। গান করেছেন বলিউডের সিনেমাতেও।