হাতে গোণা যে কয়টি ক্রসিং দিয়ে গাজায় মানবিক ত্রাণ প্রবেশ করছিল কেরেম শালম তার একটি।
Published : 05 May 2024, 11:10 PM
রাফা থেকে কেরেম শালম ক্রসিংয়ের গাজা প্রান্তে নতুন করে হামাসের রকেট হামলার পর ওই ক্রসিংটি বন্ধ করে দিয়েছে ইসরায়েল।
হামাসের ওই হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন। যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে ইসরায়েলি সংবাদমাধ্যমে খবর প্রকাশ পেয়েছে।
হাতে গোণা যে কয়টি ক্রসিং দিয়ে গাজায় মানবিক ত্রাণ প্রবেশ করছিল কেরেম শালম তার একটি।
এমন একটি সময়ে এ হামলার ঘটনা ঘটলো যখন গাজায় একটি যুদ্ধবিরতি চুক্তিতে উপনীত হতে এবং ইসরায়েলি জিম্মিদের মুক্ত করতে মিশরে আলোচনায় বসেছেন মধ্যস্থতাকারীরা।
ইসরায়েল স্পষ্ট করেই জানিয়ে দিয়েছে তারা হামাসের গাজা যুদ্ধ অবসানের দাবি মেনে নেবে না।
হামাসের সর্বশেষ হামলার বিষয়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর-আইডিএফ পক্ষ থেকে বলা, গাজার দক্ষিণাঞ্চলের রাফা ক্রসিংয়ের কাছ থেকে ১০টি রকেট ছোড়া হয়। যেখান থেকে রকেট ছোড়া হয়েছে সেখান থেকে কেরেম শালমের দূরত্ব প্রায় ৩ দশমিক ৬ কিলোমিটার।
“যেখান থেকে রকেটগুলো ছুড়েছে সেখান থেকে একটি বেসামরিক আশ্রয়কেন্দ্রের দূরত্ব মাত্র ৩৫০ মিটার। জঙ্গি সংগঠন হামাস যে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে মানবিক অবকাঠামো এবং স্থান ব্যবহার করছে এটা তার আরেকটি স্পষ্ট উদাহরণ। তারা বেসামরিক জনগণকে মানব ঢাল হিসেবে ব্যবহার করছে।”
হামাসের ওই হামলার পর ইসরায়েলের যুদ্ধবিমান যেখান থেকে রকেটগুলো ছোড়া হয়েছে সেখানে এবং কাছেই হামাসের আরেকটি অবকাঠামোতে আক্রমণ করে বলেও ওই বিবৃতিতে জানায় আইডিএফ।
গাজায় যুদ্ধ বন্ধ করলে হামাস ক্ষমতায় থেকে যাবে: নেতানিয়াহু