বাংলাদেশি গীতিকারের কথায় প্রথমবার গাইলেন কবীর সুমন

প্রথমবারের মতো কোনও বাংলাদেশি গীতিকারে কথায় গাইলেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতকার কবীর সুমন।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Sept 2020, 11:32 AM
Updated : 16 Sept 2020, 01:48 PM

গীতিকার এনামুল কবির সুজনের কথায় ‘যাচ্ছে জীবন’ শিরোনামের গানে নিজেই সুর করে কণ্ঠ দিয়েছেন কবীর সুমন। গানটির সংগীতায়োজন করেছেন ধ্রুব বসু রায়।

রোববার কলকাতার প্রসাদ স্টুডিওতে গানটির রেকর্ড হয়েছে।

কবীর সুমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সুজন বাংলাদেশের ছেলে। উনি অনুরোধ করেছিলেন উনি একটি গান লিখতে চান সেটি যেন আমি সুর করে গাই। পরে গান পাঠালেন আমার ভালো লাগল। ভালো না লাগলে আমি করতাম?”

এর আগে রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর লেখা কবিতা ‘ভালো আছো ভালো থেকো’ কণ্ঠে তুলেছিলেন কবীর সুমন ও সাবিনা ইয়াসমিন।

কবীর সুমন বলছেন, তার জন্য বাংলাদেশের কোনও গীতিকারের লেখা গান ‘যাচ্ছে জীবন’-ই প্রথম। কারণ এই গান নতুন, আগে আর কোথাও হয়নি।

এনামুল কবির সুজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কবীর সুমন নামটি বাংলা সংগীতে একটি ইতিহাস। বাংলাদেশের কারও একটি লেখা তিনি পছন্দ করেছেন। তার প্রতি আমি চিরকৃতজ্ঞ। আমার মতো ক্ষুদ্র একজন মানুষের লেখা পছন্দ করে সেখানে কণ্ঠদান করেছেন। আমি আশা করি, গানটি দীর্ঘদিন বেঁচে থাকবে।”