বগুড়ায় সোশাল মিডিয়ায় আলোচিত হিরো আলমের নির্বাচনী প্রচারে অংশ নিয়েছেন চলচ্চিত্র নায়িকা মুনমুন।
শুক্রবার রাতে মুনমুন ও তার সঙ্গীরা হিরো আলমকে সঙ্গে নিয়ে বগুড়া-৬ সংসদীয় আসনের শহরের জিরো পয়েন্ট সাতমাথা এলাকায় প্রচার চালান। এ সময় তারা ভোটারদের কাছে একতারা প্রতীকে ভোট প্রার্থনা করেন।
বগুড়া-৪ ও বগুড়া-৬ সংসদীয় আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম।
নায়িকা মুনমুন সাংবাদিকদের জানান, নওগাঁয় একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখান থেকে তিনি হিরো আলমের জন্য ভোট চাইতে বগুড়ায় এসেছেন।
তিনি বলেন, “একেবারে তৃণমূল থেকে উঠে আসা হিরো আলম মানুষের কষ্ট বোঝেন। তিনি কিন্তু অনেক বুদ্ধিমান। সাধারণ মানুষের প্রতি তার ভালোবাসা অনেক।”
“আমি চাই, হিরো আলম তুমি বিজয়ী হও। তুমি হিরো হতে চেয়েছিলে, সারা দেশ তোমাকে চেনে। এটা তোমার সাকসেস,” বলেন মুনমুন।
এ সময় হিরো আলম সাংবাদিকদের বলেন, “আরও অনেক শিল্পী আসবে প্রচারে, দেখতে পাবেন আপনারা।“
সবার কাছে দোয়া ও ভোট চেয়ে গভীর রাতে হিরো আলম বাসায় ফেরেন; আর মুনমুন ঢাকার উদ্দেশে রওনা দেন।
২০১৮ সালেও হিরো আলম বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) সংসদীয় আসন থেকে নির্বাচন করে জামানত হারিয়েছিলেন। এবার তিনি ‘ভোটারদের চাওয়ার মুখে’ বগুড়া-৬ (সদর) আসন থেকেও প্রার্থী হয়েছেন।
কিন্তু ‘প্রার্থীদের দেওয়া এক শতাংশ ভোটার তালিকা যাচাই করে একাধিক ব্যক্তির সমর্থনের সত্যতা পাওয়া যায়নি’ বলে রিটার্নিং কর্মকর্তা দুটি আসনেই তার মনোনয়ন বাতিল করে দেন। পরে তিনি ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে আপিল করেও বিফল হন।
নির্বাচন কমিশনে প্রার্থিতা ফিরে না পেয়ে সবশেষ ২০১৮ সালের মত উচ্চ আদালতের দারস্থ হয়ে প্রার্থিতা ফিরে পান হিরো আলম।
সম্প্রতি বিএনপির সংসদ সদস্য পদত্যাগের পর নতুন করে বগুড়ার দুটি আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ১ ফেব্রুয়ারি এসব আসনে ভোটগ্রহণ হবে।
বগুড়ার কেবল অপারেটর আশরাফুল আলম নিজের মতো করে গান গেয়ে ও মিউজিক ভিডিও তৈরি করে সোশাল মিডিয়ায় তুলে দেশ এবং দেশের বাইরেও এখন পরিচিত।
তিনি রবীন্দ্র সংগীত গেয়ে সমালোচনার মুখে পড়েন। তারপর পুলিশ তাকে ডেকে নিয়ে সতর্ক করে। তা নিয়েও সোশাল মিডিয়ায় সমালোচনায় সমালোচনার ঝড় বয়ে যায়।
আরও পড়ুন: