গাজীপুরে জায়দাকে সতর্ক, শোভাযাত্রার বাইক আরোহীদের লাখ টাকা জরিমানা

জাহাঙ্গীর আলম জানান, তাদের দেখে পথে অন্যরা মোটরসাইকেলসহ যুক্ত হয়েছেন; তারা কাউকে আনেননি।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 May 2023, 07:35 AM
Updated : 14 May 2023, 07:35 AM

নির্বাচনী আচরণবিধি ভেঙে প্রচার চালানোয় গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী জায়দা খাতুনকে সতর্ক করেছে ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণের দায়ে তিন সমর্থককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় নির্বাচনে আচরণবিধি সংক্রান্ত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক এ জরিমানা করেন বলে জানিয়েছেন গাজীপুর মহানগর পুলিশের পুবাইল থানার ওসি মো. জাহিদুল ইসলাম।

ওসি জাহিদুল জানান, শনিবার সন্ধ্যায় গাড়ি নিয়ে নির্বাচনী প্রচার চালাচ্ছিলেন স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়দা খাতুন। এ সময় গাড়িতে তার ছেলে সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমও ছিলেন। তাদের বহনকারী গাড়ির সামনে ও পেছনে ৩০০-৪০০ মোটরসাইকেল ছিল।

পরে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে কয়েকশ মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা করছেন এমন অভিযোগের ভিত্তিতে নির্বাচনে আচরণবিধি সংক্রান্ত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকের উপস্থিতিতে মহানগরীর পুবাইল কলেজ গেট এলাকায় জায়দা খাতুনের গাড়িবহরকে থামানো হয়।

এ বিষয়ে আবু বক্কর সিদ্দিক বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় দেয়াল ঘড়ি প্রতীকের প্রার্থীর পক্ষে জাহাঙ্গীর আলম জানান, তারা প্রার্থী, গাড়ির চালকসহ মোট চারজন নির্বাচনে প্রচারে বের হন। তাদের দেখে পথে আশপাশ থেকে অন্যান্যরা মোটরসাইকেলসহ তাদের সঙ্গে যুক্ত হয়েছে। মোটর শোভাযাত্রায় যারা এসেছে, তিনি বা তার মা তাদের কাউকে আনেননি। তারা এমনিতেই এসেছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, এ অবস্থায় প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের ব্যাপারে প্রথমবারের মতো সতর্ক করা হয়।

“পরে তারা চলে গেলে মোটরসাইকেল শোভাযাত্রায় অংশগ্রহণকারী দেওয়াল ঘড়ি প্রতীকের সমর্থক তিনজনকে আর্থিক জরিমানা করা হয়। তাদের দুজনকে ৩০ হাজার টাকা করে ও একজনকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।”

তিনি আরও জানান, এ সময় দুটি মোটরসাইকেল জব্দ এবং আরও একটি মোটরসাইকেলের মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন:

Also Read: আচরণবিধি ভঙ্গ: নোটিসের জবাব দিলেন জায়েদা খাতুন

Also Read: জাহাঙ্গীরের মাকে ‘ঠেকানোর’ চিন্তা নেই আওয়ামী লীগের

Also Read: ‘টেবিল ঘড়ি’ নিয়ে সামনে মা জায়েদা, পেছনে জাহাঙ্গীর

Also Read: গাজীপুর সিটি নির্বাচন: প্রতীক পেয়েই প্রচারে নামলেন প্রার্থীরা

Also Read: ছেলের জন্য লড়ব, জিতবও: জাহাঙ্গীরের মা