বান্দরবানে বিভিন্ন অভিযানে ২০২২ ও ২০২৩ সালের দিকে তারা গ্রেপ্তার হয়েছিলেন।
Published : 24 Sep 2024, 10:56 PM
পাহাড়ের সশস্ত্র সংগঠন কেএনএফের আস্তানায় প্রশিক্ষণ নেওয়া নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার ২৮ জনকে জামিন দিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুরে বান্দরবান জেলা ও দায়রা জজ মোসলে উদ্দিন তাদের জামিন দেন বলে আদালতের বেঞ্চ সহকারী নুরুল আফসার জানান।
২০২২ সালের শেষের দিকে পাহাড়ে সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট-কেএনএফ (যারা ‘বম পার্টি’ নামে পরিচিত) অর্থের বিনিময়ে জঙ্গিদের পাহাড়ে এনে সামরিক প্রশিক্ষণ দেয় বলে আইশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল।
জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সদস্যরা ২০২২ ও ২০২৩ সালের দিকে বিভিন্ন সময় বান্দরবান জেলার বিভিন্ন জায়গা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে গ্রেপ্তার হয়েছিলেন।
জামিন পাওয়া ব্যক্তিরা হলেন- থানচি থানার মামলার আসামি ঝালকাঠি জেলার কালিয়ান্দার এলাকার বাসিন্দা মো. হাবিবুর রহমান, কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার পাহাড়পুর বাসিন্দা মো. সাখাওয়াত হোসেন, কুমিল্লার লাঙ্গলকোট এলাকার বাসিন্দা মো. জহিরুল ইসলাম, সদর থানার এলাকার বাসিন্দা দিদার হোসেন মাসুম, বরুরা এলাকার বাসিন্দা আহাদুল ইসলাম মজুমদার ও আনিছুর রহমান, নোয়াপাড়া এলাকার বাসিন্দা মো. আসসামী রহমান, পটুয়াখালী জেলার সদর থানার লাউকাঠি কিসমত এলাকার বাসিন্দা মো. মিরাজ সিকদার, একই জেলার মহিপুর এলাকার বাসিন্দা মো. ওকায়দুল্লাহ, একই জেলার মিরজাগঞ্জ এলাকার বাসিন্দা জুয়েল মুন্সী, একই জেলার দশমিনা এলাকার বাসিন্দা মো. শামীম হোসেন, বরিশাল জেলার সদর থানার চরকরনগরী (চরবাড়িয়া) এলাকার বাসিন্দা মো. আব্দুস সালাম, বাকেরগঞ্জ এলাকার বাসিন্দা মো. মাহফুজ ডাকুয়া, মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার গারুগাও এলাকার বাসিন্দা রিয়াজ শেখ, বরগুনা জেলার বেতাগী থানার বুড়া মজুমদার এলাকার বাসিন্দা সোহেল মোল্লা, টাঙ্গাইল জেলার বাসিন্দা মো. ইলিয়াস হোসেন, চট্টগ্রাম জেলার মোহাম্মদপুর এলাকার বাসিন্দা আবু হুরাইরা ও ইমরান হোসেন, নায়ারণগঞ্জ জেলার বন্দর থানার রেলি আবাসিক এলাকার বাসিন্দা আল আমিন সর্দার, গাইবান্ধা জেলার কচুয়া এলাকার বাসিন্দা মো. শামীন মাহফুজ।
রুমা থানার মামলার আসামি সিলেট জেলার কোতোয়ালী থানার মোহাম্মদপুর এলাকার বাসিন্দা মাসকুর রহমান ও ওসমানীনগর থানার দয়ামীর এলাকার বাসিন্দা মো. সাদিকুর রহমান, কুমিল্লা জেলার প্রতাপপুর এলাকার বাসিন্দা সালেহ আহম্মদ ও চান্দিনা থানার হাড়ং এলাকার বাসিন্দা মো. বায়েজিদ ইসলাম এবং নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার মুল্লিকা এলাকার বাসিন্দা নিজাম উদ্দিন হিরণ।
নাইক্ষ্যংছড়ি থানার মামলার আসামি সিলেট জেলার কোতোয়ালী থানার বাসিন্দা মাসকুর রহমার ও মাদারীপুর জেলার রাজৈর থানার পূর্ব সরমঙ্গল এলাকার বাসিন্দা আবুল বশর।
এ ছাড়া বান্দরবান সদর থানার মামলার আসামি কুমিল্লা জেলার লাকসাম থানার এলাকার বাসিন্দা মো. ইমরান হোসেন, নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার রেলি আবাসিক এলাকার বাসিন্দা আল আমিন সর্দার, কুমিল্লা জেলার প্রতাপপুর এলাকার বাসিন্দা দিদার হোসেন মাসুম এবং সিলেট জেলার বিয়ানী বাজার এলাকার বাসিন্দা তাহিয়াত চৌধুরী।
চার থানায় চারটি মামলার মধ্যে মাসকুর রহমান, আল আমিন সর্দার, দিদার হোসেন মাসুম ও ইমরান হোসেন এই চারজন দুটি মামলায় আসামি।
আরও পড়ুন:
সিটিটিসির জালে ধরা জামাতুল আনসারের 'প্রধান অস্ত্র সরবরাহকারী'
আনিসুরই জামাতুল আনসারের নেতা, তার কাছে যেতেন মেজর জিয়াও: র্যাব
পাহাড়ে সশস্ত্র দল; এই ‘বম পার্টি’ কারা?
র্যাবের জালে নতুন জঙ্গি দল, কারা এরা?
নতুন জঙ্গি দলের ‘পাহাড়ি যোগ’ পেয়েছে র্যাব
জামাতুল আনসারের ‘প্রতিষ্ঠাতা’ শামিন মাহফুজ স্ত্রীসহ গ্রেপ্তার
শামিনকে গ্রেপ্তার জঙ্গি দমনে বড় অধ্যায়: সিটিটিসি
জামায়াতুল আনসারের নেতা কে? দুই বাহিনীর দুই তথ্য
বম পার্টির সঙ্গে নতুন জঙ্গি দলের ‘মাসিক চুক্তির’ খবর দিল র্যাব
নতুন জঙ্গি দল: পাহাড়ে অভিযান, তথ্য দিলে লাখ টাকা পুরস্কার
জঙ্গিআরপাহাড়িদলেরমিলেযাওয়ারবিপদযেখানে
নিখোঁজ ৪ তরুণসহ সাতজনকে গ্রেপ্তারের পর র্যাব জানাল নতুন জঙ্গি দলের নাম