ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধার নিখোঁজ দ্বিতীয় মাস্টার হুমায়ূন কবিরের বিষয়ে ধারণা করা হচ্ছে, তিনি ফেরিতেই আটকে আছেন।
Published : 19 Jan 2024, 10:30 AM
মানিকগঞ্জের পাটুরিয়ায় পদ্মা নদীতে ফেরি ডুবির ঘটনায় তৃতীয় দিনে উদ্ধার অভিযান শুরু করেছে বিআইডব্লিউটিএ।
বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের উপ মহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে তৃতীয় দিনের উদ্ধার অভিযান শুরু হয়েছে।
তিনি বলেন, “দুই দিনে হামজা ও রুস্তম নামের দুটো উদ্ধার জাহাজ দিয়ে তিনটি যানবাহন উদ্ধার করা হয়েছে। তবে ফেরি উদ্ধারে সক্ষমতা নেই হামজা ও রুস্তমের। ২৫০ টন ওজনের উদ্ধার জাহাজ ‘প্রত্যয়’ এলে মূল কাজ শুরু হবে। প্রত্যয় কাছাকাছি দূরত্বে আছে। এক ঘণ্টার মধ্যে স্পটে এসে কাজ শুরু করবে।“
ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধার নিখোঁজ দ্বিতীয় মাস্টার হুমায়ূন কবিরের বিষয়ে খালেদ নেওয়াজ বলেন, “ধারণা করা হচ্ছে, হুমায়ূন ডুবে যাওয়া ফেরিতেই আটকে আছেন।”
ফেরি ডুবির কারণ নিশ্চিত নয় জানিয়ে খালেদ নেওয়াজ আরও বলেন, “এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে বলা যাবে।”
আরও পড়ুন:
পাটুরিয়ায় ফেরিডুবি: উদ্ধার অভিযান দ্বিতীয় দিনে
পাটুরিয়ায় ফেরি ডুবির তদন্তে দুই কমিটি
ফেরি ডুবি: ‘সবাইকে ট্রলারে তুলে দিয়ে’ নিখোঁজ হলেন হুমায়ুন
ফেরি ডুবি: উদ্ধারকারী জাহাজ ‘রুস্তমের’ সঙ্গে আসছে ‘প্রত্যয়’ও
ফেরি ডুবি: কভার্ড ভ্যান তুলে আনল হামজা
পাটুরিয়ায় ফেরি ডুবির তদন্তে দুই কমিটি