আরও দুটি উদ্ধারকারী জাহাজ পাটুরিয়ার পথে রয়েছে।
Published : 17 Jan 2024, 07:39 PM
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের অদূরে যানবাহন নিয়ে ফেরি ডুবির পর সেখান থেকে একটি কাভার্ড ভ্যান উদ্ধার করা হয়েছে।
রজনীগন্ধা নামের ফেরিটি ডুবে যাওয়ার আট ঘণ্টা পর বুধবার বিকাল ৪টার দিকে উদ্ধারকারী জাহাজ হামজা মালবোঝাই কভার্ড ভ্যানটিকে উপরে তুলে নিয়ে আসে বলে জানান বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) খালেদ নেওয়াজ।
কভার্ড ভ্যানটি ৫ নম্বর ঘাট পন্টুনে নিয়ে আসা হয়। পরে বিকাল ৫টার দিকে সেটিকে ক্রেন দিয়ে টেনে পুলিশের হেফাজতে নেওয়া হয় বলে জানান তিনি।
বুধবার সকাল ৮টার দিকে পাটুরিয়া ঘাটের কাছাকাছি ফেরিটি ডুবে যায়। অন্য কর্মকর্তা-কর্মচারীরা পাড়ে ফিরলেও ঘটনার পর থেকেই নিখোঁজ আছেন সহকারী মাস্টার হুমায়ুন।
পাটুরিয়ায় ফেরি ডুবির তদন্তে দুই কমিটি
ঘাট কর্তৃপক্ষ জানায়, নয়টি মালবাহী গাড়ি (ট্রাক, কভার্ড ভ্যান) নিয়ে পদ্মায় ডুবে যায় রজনীগন্ধা।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারী জাহাজ হামজা কাজ শুরু করে। এছাড়া আরও দুটি উদ্ধারকারী জাহাজ পথে রয়েছে।
এ দুর্ঘটনায় জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিসির পক্ষ থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে।
জেলা প্রশাসক রেহেনা আকতার জানিয়েছেন, এই ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সানজিদা জেসমিনকে প্রধান করে জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যের কমিটি করা হয়েছে।
বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মতিউর রহমান বলেন, এই দুর্ঘটনার অনুসন্ধানে পাঁচ সদস্যের কমিটি করা হয়েছে।