বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের উপ মহাব্যবস্থাপক বলেন, “ডুবে যাওয়া ফেরির দ্বিতীয় চালক হুমায়ুন কবির এখনো নিখোঁজ রয়েছেন।”
Published : 18 Jan 2024, 12:41 PM
মানিকগঞ্জের পাটুরিয়ায় ফেরি ডুবির ঘটনায় দ্বিতীয় দিনের মত উদ্ধার অভিযান শুরু হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উদ্ধার কাজ শুরু হয় বলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ-বিআইডব্লিউটিসির পাটুরিয়া কার্যালয়ের এজিএম আব্দুল সালাম জানান।
বুধবার সকাল ৮টার দিকে ঘাটের অদূরে পদ্মা নদীতে নয়টি ট্রাকসহ ফেরিটি ডুবে যাওয়ার পর দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী জাহাজ হামজা।
সারাদিন উদ্ধারকাজ চালানোর পর রাত সাড়ে ১০টায় তা স্থগিত করা হয় বলে জানান বিআইডব্লিউটিসির আরিচা ঘাটের কালেক্টর জুয়েল হাসান।
পাটুরিয়ায় ফেরি ডুবির তদন্তে দুই কমিটি
ফেরি ডুবি: ‘সবাইকে ট্রলারে তুলে দিয়ে’ নিখোঁজ হলেন হুমায়ুন
ফেরি ডুবি: উদ্ধারকারী জাহাজ ‘রুস্তমের’ সঙ্গে আসছে ‘প্রত্যয়’ও
তিনি বলেন, “নয়টির মধ্যে দুটি ট্রাক উদ্ধার করা গেছে। ঘন কুয়াশা আর শীতের কারণে প্রথম দিনের উদ্ধারকাজ স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে ফের শুরু হবে।”
বৃহস্পতিবার বেলা ১১টার পর ঘটনাস্থলে আসে আরেক উদ্ধারকারী জাহাজ ‘রুস্তোম’।
সংশ্লিষ্টরা জানান, ‘প্রত্যয়’ নামে আরেক উদ্ধারকারী জাহাজ নারায়ণগঞ্জ থেকে মাওয়া হয়ে পাটুরিয়ার দিকে রওনা দিয়েছে।
এদিকে, পাঁচ নম্বর ঘাটে কথা হয় ফেরিতে থাকা একটি ট্রাকের মালিক মিজানুর রহমানের সঙ্গে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা উদ্ধার অভিযানে খুশি না। গতকাল একটি ফেরি ডুবল অথচ এখন পর্যন্ত দুটি ট্রাক ছাড়া আর কিছুই উদ্ধার করতে পারল না। আমাদের যা ক্ষতি হওয়ার তা তো হলোই। দ্রুত ট্রাকটি উঠাতে পারলে হয়ত মালগুলো রক্ষা করা যেত।”
ফেরি ডুবি: কভার্ড ভ্যান তুলে আনল হামজা
পাটুরিয়ায় ফেরি ডুবির তদন্তে দুই কমিটি
রুবেল নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, “গতকাল ফেরি ডুবল অথচ উদ্ধারকারী জাহাজ এসে পৌঁছাতে পারে নাই। ট্রাকগুলো নদী থেকে তুললেও তো কিছু মাল বাঁচানো যেত।”
মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল হামিদের দাবি, ঘন কুয়াশা ও বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষের নির্দেশনার অপেক্ষায় থাকায় দ্বিতীয় দিনের উদ্ধার কাজ শুরুতে কিছুটা বিলম্ব হয়েছে।
তিনি আরও বলেন, ডুবে যাওয়া নয়টি ট্রাকের মধ্যে দুটি উদ্ধার করা সম্ভব হয়েছে। আশা করছি, বাকি সাতটি ট্রাক আজকের মধ্যে উদ্ধার করতে পারব।
আব্দুল হামিদ বলেন, ‘প্রত্যয়’ মাওয়া ঘাট এলাকায় রয়েছে। সেটি আসতে বিকাল হয়ে যাবে। শুধু হামজা দিয়ে ফেরি উদ্ধার সম্ভব না। তিনটি জাহাজ দিয়েই চেষ্টা চালাতে হবে।
ডুবে যাওয়া ফেরি তুলতে ঘটনাস্থলে হামজা, রুস্তমও যাচ্ছে
পাটুরিয়ায় যানবাহন নিয়ে ডুবেছে ফেরি, নিখোঁজ ১
এদিকে, বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের উপ মহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ বলেন, “ডুবে যাওয়া রজনীগন্ধা ফেরির দ্বিতীয় চালক হুমায়ুন কবির এখনো নিখোঁজ রয়েছেন। ধারণা করা হচ্ছে, তিনি ডুবে যাওয়া ফেরিতেই আটকে আছেন।”
ফেরি ডুবির কারণ এখনো নিশ্চিত নয় জানিয়ে খালেদ নেওয়াজ আরও বলেন, “এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে বলা যাবে।”