শুধু ক্ষত জীবাণু মুক্ত করতেই নয়, ঘর পরিষ্কারেও ব্যবহার করা যায়।
Published : 19 Mar 2025, 04:39 PM
করোনাভাইরাস মহামারীর সময়ে জীবাণু মুক্ত করতে ‘রাবিং অ্যালকোহল’য়ের ব্যবহার সম্পর্কে ধারণা প্রায় সবাই পেয়েছিল।
সাধারণ ক্ষত পরিষ্কারে এই তরলের ব্যবহার সবচেয়ে বেশি। যে কারণে পাওয়া যায় ওষুধের দোকানে। তবে এই উপাদান ঘর পরিষ্কারেও অসাধারণ এক উপায় হতে পারে।
এই বিষয়ে রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত খবরে জীবনযাপন বিষয়ক প্রতিবেদন তৈরির ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন মার্কিন লেখিকা ম্যারি মার্লো লেভেরেতে’র পরামর্শ অনুযায়ী জানানো হল পন্থাগুলো।
বলপেন বা কালির দাগ ওঠাতে
শিশুরা বাড়ির দেয়ালে, কাপড়ে বলপেন বা কালি দিয়ে আঁকিবুঁকি করে ফেললে দাগ তুলতে কষ্ট হয়। বিশেষ করে স্কুলের পোশাকে বলপেনের দাগ পড়লে তা সহজে যায় না। এই সমস্যা সমাধানে রাবিং অ্যালকোহল ব্যবহার করা যায়।
একটি পুরানো তোয়ালে বা কাগজের টিস্যুর নিচে কাপড় রেখে দাগের ওপর অ্যালকোহল লাগাতে হবে। এরপর তুলা বা কটন বাড দিয়ে আলতোভাবে ঘষতে হবে।
এভাবে বাইরের দিক থেকে ভেতরের দিকে আসতে হবে, যাতে দাগ আরও ছড়িয়ে না যায়। দাগ উঠে গেলে সাধারণ সাবান দিয়ে ধুয়ে নিলেই হবে।
বাথরুম ও রান্নাঘরের পানির দাগ দূর করা
আমাদের দেশের পানিতে খনিজ পদার্থ বেশি থাকে। ফলে বাথরুম ও রান্নাঘরের কল, বেসিন বা শাওয়ার মাথায় সাদা দাগ পড়ে যায়।
একটি কাপড় বা স্পঞ্জে রাবিং অ্যালকোহল নিয়ে কল ও ধাতব অংশ মুছে নিতে হবে। এটি দ্রুত বাষ্পীভূত হয় এবং দাগ দূর করে। নিয়মিত ব্যবহারে কল-নল চকচকে থাকবে।
স্টেইনলেস স্টিলে আঙুলের ছাপ ও দাগ তুলতে
রান্নাঘরের ফ্রিজ, ওভেন বা অন্যান্য স্টেইনলেস স্টিলের গৃহস্থালী যন্ত্রে হাতের ছাপ পড়ে যায়, যা দেখতে মলিন লাগে।
একটি মাইক্রোফাইবার কাপড়ে অ্যালকোহল নিয়ে স্টেইনলেস স্টিলের ওপর আলতোভাবে মুছতে হবে। এটি কেবল দাগ পরিষ্কার করবে না, ব্যাক্টেরিয়া ও জীবাণুও দূর করবে।
রান্নাঘরের তৈলাক্ত চিটচিটে ময়লা পরিষ্কার
বাংলাদেশের রান্নায় তেল-মসলা বেশি ব্যবহৃত হয়, ফলে রান্নাঘরের টাইলস, চুলা ও কেবিনেটে তৈলাক্ত ময়লা জমে যায়। সাধারণ পানি বা সাবান দিয়ে এগুলো ভালোভাবে ওঠে না।
একটি স্প্রে বোতলে সমপরিমাণ গরম পানি ও রাবিং অ্যালকোহল মিশিয়ে রান্নাঘরের ময়লাযুক্ত স্থানে স্প্রে করে কিছুক্ষণ রেখে দিতে হবে। তারপর একটি স্পঞ্জ বা কাপড় দিয়ে মুছে ফেললে রান্নাঘর হবে ঝকঝকে ও জীবাণুমুক্ত।
ঝকঝকে জানালা ও আয়না
বাইরের ধুলাবালির কারণে জানালা ও আয়নাগুলো ময়লা হয়ে যায়, বিশেষ করে বর্ষাকালে জল-কাদার দাগ পড়ে বেশি।
একটি স্প্রে বোতলে এক কাপ রাবিং অ্যালকোহল, এক কাপ ডিস্টিল্ড পানি ও এক টেবিল-চামচ ভিনেগার মিশিয়ে এটি স্প্রে করে মাইক্রোফাইবার কাপড় দিয়ে মুছে ফেলতে হবে। অ্যালকোহল দ্রুত শুকিয়ে যায়, ফলে কোনো দাগ বা দাগের ছাপ থাকে না।
শুকনা মার্কারের দাগ তুলতে
শিশুরা বোর্ডে লিখতে ভালোবাসে, তবে অনেক সময় মুছলেও দাগ রয়ে যায়।
একটি স্প্রে বোতলে রাবিং অ্যালকোহল নিয়ে বোর্ডে স্প্রে করে তারপর কাগজের টিস্যু বা নরম কাপড় দিয়ে মুছে ফেলতে হবে। এতে বোর্ডের পুরানো দাগ উঠে নতুনের মতো হয়ে যাবে।
বোতল ও কাচের জিনিসের স্টিকার বা আঠার দাগ তুলতে
নতুন প্লাস্টিক বা কাচের জিনিসের লেবেল তুলে ফেললে আঠালো দাগ থেকে যায়, যা সাবান দিয়ে ধুলেও যেতে চায় না।
যেখানে আঠা লেগে আছে, সেখানে রাবিং অ্যালকোহল লাগিয়ে ১০-১৫ মিনিট অপেক্ষা করে তারপর একটি পুরনো ক্রেডিট কার্ড বা প্লাস্টিক স্ক্র্যাপার দিয়ে আলতো করে ঘষলে সহজেই আঠা উঠে যাবে।
কাপড় থেকে ঘাসের দাগ দূর
স্কুলের মাঠে খেলাধুলার সময় বা ঘাসের ওপর হাঁটার ফলে পোশাকে সবুজ দাগ লেগে যেতে পারে।
একটি বাটিতে রাবিং অ্যালকোহল ও কয়েক ফোঁটা ডিশ ওয়াশ তরল মিশিয়ে দাগের ওপর লাগিয়ে নরম ব্রাশ দিয়ে ঘষে ১৫-২০ মিনিট রেখে সাধারণভাবে ধুয়ে ফেলতে হবে।
ঘরের বাতাস সতেজ করতে
বাজারের এয়ার ফ্রেশনারে রাসায়নিক উপাদান থাকে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। তাই ঘরে নিজেই তৈরি করা যায় নিরাপদ ও সুগন্ধযুক্ত এয়ার ফ্রেশনার।
একটি স্প্রে বোতলে এক ভাগ রাবিং অ্যালকোহল, তিন ভাগ পানি ও ১০ থেকে ২০ ফোঁটা প্রিয় এসেনশল অয়েল (যেমন লেমনগ্রাস, ল্যাভেন্ডার বা ইউক্যালিপটাস) মিশিয়ে নিতে হবে।
এটি ঘরের কোণায় স্প্রে করলে দুর্গন্ধ দূর হয়ে সতেজ পরিবেশ তৈরি হবে।
খেয়াল রাখতে হবে
যেহেতু রাবিং অ্যালকোহল দাহ্য পদার্থ সেজন্য আগুনের সামনে ব্যবহার করা যাবে না। আর পরিষ্কারের কাজে যাতে বাতাস চলাচলের বিষয়টা নিশ্চিত করতে হবে।
ক্লোরিন ব্লিচের সাথে রাবিং অ্যালকোহল কখনও মেশানো যাবে না। কারণ এতে ক্ষতিকর ধোঁয়া তৈরি হয়।
আরও পড়ুন
রান্নার পাত্র থেকে পোড়া দাগ ওঠানোর উপায়
মাইক্রোওয়েভ ওভেন পরিষ্কার না রাখলে যা হয়
পরিষ্কারক হিসেবে ভিনিগারের ব্যবহার
কাপড় ধোয়াতে সাদা ভিনেগারের ব্যবহার