Published : 03 Jun 2024, 04:52 PM
প্রাকৃতিক পরিষ্কারকের নামের তালিকায় সাদা ভিনেগারের নাম হয়ত প্রথমদিকে থাকবে।
গাঁজানো পদ্ধতিতে তৈরি করা এই তরল শুধু যে রান্নাতেই নয়, বিভিন্ন ধরনের কাপড় ধুতে বা দাগ ওঠাতেও ব্যবহার করা যায়।
যেভাবে কাজ করে
ব্যাক্টেরিয়ার জন্মরোধ করার কার্যকর উপাদান রয়েছে সাদা ভিনেগারে।
এই তথ্য জানিয়ে যুক্তরাষ্ট্রের পরিষ্কারক-বিষয়ক বিশেষজ্ঞ ক্যারোল মেহাস রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে আরও বলেন, “সঠিকভাবে ব্যবহার করতে জানলে এই ভিনেগার দিয়ে কাপড়ে ব্যাক্টেরিয়ার কারণে সৃষ্টি হওয়া দুর্গন্ধ সহজে দূর করা যায়।”
বিভিন্ন পন্থা
স্বাভাবিক ধোয়ার ক্ষেত্রে: ওয়াশিং মেশিনে স্বাভাবিকভাবে কাপড় ও সাবান দিয়ে চালু করে দিন। যখন ধোয়ার কাজ শুরু হবে তখন এক কাপ সাদা ভিনিগার ঢেলে দিন।
যুক্তরাষ্ট্রের লন্ডি বিশেষজ্ঞ সাশা ডুন একই প্রতিবেদনে বলেন, “সাদা ভিনিগার কাপড় করে নরম, যে কোনো দুর্গন্ধ দূর করে আর সাবানের অবশিষ্টাংশ থাকলে দূর করে য়ে।”
ব্যায়ামের পোশেকর ঘামের গন্ধ দূর করতে: ব্যায়াম বা খেলাধুলার বেশিরভাগ পোশাক হয় সিন্থেটিক কাপড়ের। যে কারণে গায়ের সাথে লেগে থেকে ঘাম ও ময়লা শুষে নেয় বেশি। ফলে ব্যাক্টেরিয়া জন্মায় বেশি আর গন্ধ হয় কাপড়ে।
এই কড়া দুর্গন্ধ দূর করতে ভালো কাজ করে সাদা ভিনেগার- জানান সাশা।
দাগ দূর করতে: কাপড়ে লেগে যাওয়া কোনো দাগ ওঠাতে সাদা ভিনেগার সরাসরি ব্যবহারের পরামর্শ দেন সাশা।
তার কথায়, “এই ভিনেগারে থাকা অ্যাসিডিক উপাদান নির্দিষ্ট কিছু কাপড়ের দাগ ওঠাতে সাহায্য করে। যেমন- ঘাম, খাবার, গ্রিজ, ওয়াইন, কফি, কালি ও তেলে দাগ।”
স্প্রে বোতলে ভরে দাগের ওপর ছিটিয়ে ১৫ থেকে ৩০ মিনিট রেখে দিতে হবে। তারপর সাধারণ ভাবে ঘষে ধুয়ে ফেললে দাগ উঠে যাবে। তবে যে কোনো রঙিন কাপড়ে এই পদ্ধতি ব্যবহার করার আগে পরখ করে নিতে হবে। যাতে কাপড়ের আসল রংয়ের কোনো ক্ষতি না হয়।
যে কোনো জিনিস মুছতে
দুই কাপ পানিতে আধা কাপ সাদা ভিনেগার মিশিয়ে ১৫ থেকে ৩০ মিনিট একটু কাপড় চুবিয়ে রাখতে হভে।
তারপর এই কাপড় চিপে পানি ঝরিয়ে ধোয়া যায় এমন জুতা, বিভিন্ন কাপড়, ওয়াশিং মেশিন বা ওভেন মোছার কাজে ব্যবহার করা যায়।
সাদা আরও উজ্জ্বল করতে: ডিস্টিল্ড সাদা ভিনেগারে অ্যাসিডের পরিমাণ কম থাকে। আর এটা কাড়রে জমে থাকা যে কোনো ময়লা বা পদার্থ ভেঙে দিতে পারে।
সাশা বলেন, “কাপড় ধোয়ার পর সাধারণ পানিতে এক কাপ সাদা ভিনিগার মিশিয়ে সাদা কাপড় ধুয়ে নিজেই পরখ করে দেখুন কতটা উজ্জ্বল দেখায়। ওয়াশিং মেশিনের ক্ষেত্রে ওয়াশ সাইকেলে শেষে সাদা ভিনিগার মেশাতে হবে পানিতে।”
ভিনেগার ব্যবহার করে সর্বোচ্চ উপকার পেতে
ডিসটিল্ড সাদা ভিনেগার ব্যবহার করা বেশি ভালো। কারণ এতে অ্যাসিডের মাত্রা কম। ফলে কাপড় ধোয়ার কাজে ব্যবহৃত সাবানের সাথে ব্যবহারে কাজ করে বেশি।
সাদা ভিনেগার ব্যবহারের আগে পরখ করে নিতে হবে নির্দিষ্ট ওই কাপড়ে ব্যবহার করা নিরাপদ কি-না! সুতি, লিনেন, পলিয়েস্টার, নাইলন, মাইক্রোফাইবার ও স্প্যানডেক্স’য়ে খুবই ভালো কাজ করে। তবে সিল্ক, অ্যাসিটেট এবং রেয়ন কাপড়ে ব্যাবহারের ক্ষেত্রে সাবধান থাকতে হবে।
বেশি ব্যবহার করা মানেই যে ভালো, সেটা এই ক্ষেত্রে কাজ করবে না। বেশি মাত্রায় সাদা ভিনেগার ব্যবহারে নির্দিষ্ট কিছু কাপড় এমনি ওয়াশিং মেশিনের ক্ষতি করতে পারে। তাই উল্লেখিত পরিমাণেই ব্যবহার করতে হবে।
ব্লিচের সাথে সাদা ভিনেগার মিশে বিষাক্ত ক্লোরিন গ্যাস সৃষ্টি করে, যা খুবই ক্ষতিকর। এই দুই উপাদান কখনও একসাথে মেশানো যাবে না।
আরও পড়ুন