যত্নের অভাবে নির্দিষ্ট সময়ের আগেই অন্তর্বাসের ইলাস্টিক নষ্ট হয়ে যেতে পারে কিংবা পরতে গিয়ে মনে হতে পারে ঢিলা।
তাই পোশাক-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে অন্তর্বাস সঠিকভাবে পরিষ্কার করতে কয়েকটি বিষয় খেয়াল রাখার কথা এখানো জানানো হল।
পানির তাপমাত্রা: সবসময় ঠাণ্ডা পানি দিয়ে ধোয়া উচিত। অনেকেই মনে করেন কুসুম গরম পানিতে ধোয়া হলে ভালো পরিষ্কার হয়। তবে এতে যে ইলাস্টিক ক্ষতিগ্রস্ত হয় সেকথা অনেকেই ভুলে যান।
উল ডিটারজেন্ট: যদি উল বা পশমি কাপড় ধোয়ার ডিটারজেন্ট ব্যবহার করেন আর ভাবেন যে, এটা আপনার পছন্দের ছোট কাপড়গুলোকে কোমল রাখবে তাহলে ভুল করছেন। কারণ পশমি কাপড় ধোয়ার সাবান ইলাস্টিকের জন্য ক্ষতিকর।।
ভিজিয়ে রাখুন: এইসব কাপড় ধোয়ার সময় কিছুক্ষণ ভিজিয়ে রাখা ভালো। কারণ এতে আনাচে কানাচে ময়লা লেগে থাকলে উঠে যাবে। তাই বেশি কিছুক্ষণ সাবান পানিতে ভিজিয়ে রেখে ধুয়ে ফেলুন।
বক্ষবন্ধনীর হুক: ধোয়ার আগে হুকগুলো আটকে নিতে হবে। তাহলে অন্য কাপড়ের সঙ্গে আটকে যাবে না এবং টান লেগে ঢিলা হয়ে যাওয়া বা আকারের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে না।
ড্রায়ার ব্যবহার: ওয়াশিং মেশিনে ড্রায়ারের সাহায্যে ইলাস্টিকের কাপড় শুকানো হলে তন্তুর ক্ষতি হতে পারে। তাই সাধারণ বাতাসে এসব কাপড় শুকানো উচিত।
আরও পড়ুন