দুর্গন্ধ ও ব্যাক্টেরিয়া জন্মানো এড়াতে নির্দিষ্ট সময় পরপর তোয়ালে ধোয়া উচিত।
Published : 12 May 2024, 06:14 PM
সাধারণত গোসলের পর ভেজা তোয়ালে শুকানোর জন্য বারান্দা বা খোলা স্থানে শুকাতে দেওয়া হয়। আর সেটা পরের দিন ব্যবহার আগ পর্যন্ত ওই অবস্থাতেই হয়ত থেকে যায়।
জীবাণুমুক্ত ও সুস্থ থাকতে চাইলে গোসলের তোয়ালে পরিষ্কার করা উচিত। তবে কতদিন পরপর পরিষ্কার করতে হবে সে বিষয়ে প্রশ্ন থেকেই যায়।
পরিষ্কার তোয়ালে ব্যবহার কেবল ব্যক্তিগত সুরক্ষাই নয় বরং সার্বিকভাবে স্বাস্থ্যের জন্য উপকারী।
এই বিষয়ে রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে বোর্ড নিবন্ধিত ত্বক বিশেষজ্ঞ এবং যুক্তরাষ্ট্রের ‘দ্যা ডার্ম ইন্সটিটিউট’য়ের প্রতিষ্ঠাতা অ্যানি চিউ বলেন, “সাধারণত প্রতি তিন থেকে চারবার ব্যবহারের পরে তোয়ালে পরিষ্কার করা উচিত। এতে ব্যাক্টেরিয়া এবং দুর্গন্ধ হওয়ার সুযোগ পায় না।”
বিভিন্ন কারণে তোয়ালে নিয়মিত পরিষ্কার রাখা উচিত।
চিউর মতে, “মৃত কোষ এবং অতিরিক্ত তেল ভেজা তোয়ালেতে জমাট বাঁধে। তাই যখন পুনরায় নোংরা তোয়ালে ব্যবহার করা হয় তখন সংক্রমণ এবং ত্বকে থাকা ব্রণ বা অন্য যে কোনো সমস্যা আরও বৃদ্ধি পায়।”
তোয়ালে পরিবর্তনের ক্ষেত্রে লক্ষ্যণীয় কিছু বিষয়
বিভিন্ন কারণের ওপর তোয়ালে পরিবর্তন নির্ভর করে।
এর গন্ধ কেমন: যদি তোয়ালে দেখতে নোংরা লাগে এবং তৃতীয়বার ব্যবহারের আগেই দুর্গন্ধ সৃষ্টি হয় তাহলে সেটা দ্রুত পরিবর্তন করার পরামর্শ দেন, চিউ।
কতবার গোসল করা হয়: যদি প্রতিদিন গোসল করা হয় তাহলে তোয়ালে পরিবর্তনের আগে আরও কয়েকবার সেটা ব্যবহার করা যেতে পারে।
ঘাম কেমন হয়: যদি কাজের ধরন অথবা ব্যায়ামের কারণে অতিরিক্ত ঘাম হয় তাহলে ঘনঘন তোয়ালে পরিবর্তনের পরামর্শ দেন এই ত্বক বিশেষজ্ঞ।
“একইভাবে যারা আর্দ্র অঞ্চলে থাকেন তাদেরও ঘনঘন তোয়ালে পরিবর্তনের প্রয়োজন। কারণ তোয়ালে শুকাতে অনেক বেশি সময় নেয়। আর এতে ব্যাক্টেরিয়া ও দুর্গন্ধ বৃদ্ধির ঝুঁকি বাড়ে”- বলেন তিনি।
তোয়ালের উপকরণ: যদি দ্রুত শুকায় এমন তন্তুর তৈরি তোয়ালে হয়ে থাকে তবে বেশ কিছুদিন ব্যবহার করা যায়।
পরিবেশের দূষণ: বিভিন্ন বিষয় যেমন- জমে থাকা ময়লা, ধোয়া অথবা বাইরের দূষণ যদি তোয়ালের পরিষ্কারভাব নষ্ট করে তাহলে ঘন ঘন তোয়ালে পরিবর্তনের প্রয়োজন পড়বে।
কখন তোয়ালে একেবারে বাতিল করা দরকার?
কয়েক বছর অদল বদল করে ব্যবহারের পরে তোয়ালের কোমলতা, ফোলাভাব এবং পানি শোষণ ক্ষমতা হারায়।
“যদি তোয়ালের পানি শোষণ ক্ষমতা হ্রাস পায় এবং কিছুটা কম কোমল মনে হয় তাহলে সেটা পরিবর্তন করা উচিত বলে জানান, চিউ।
গায়ে পেঁচিয়ে রাখা ও ডিটারজেন্টের অবশিষ্টাংশ জমে থাকার ফলে তোয়ালে পানি শোষণ ক্ষমতা হারায়।
একইভাবে তোয়ালে যদি ক্লোরিন ও সূর্যালোকের সংস্পর্শে আসে তবে এর স্থায়িত্ব হ্রাস পায়।
সঠিক উপায়ে ব্যবহার করা হলে তোয়ালে প্রায় দুই বছরের মতো স্থায়ী হয়।
অব্যবহৃত তোয়ালে ফেলে না দিয়ে ঘর মোছার কাপড় বা পোষা প্রাণীর জন্যও ব্যবহার করা যেতে পারে।
আরও পড়ুন
কাপড় ধোয়ার সাধারণ ভুল ও সমাধান