সাড়ে তিন মাস আগে গ্রেপ্তার হয়ে কেরাণীগঞ্জে ঢাকার কেন্দ্রীয় কারাগারে আছেন ফারুক খান।
Published : 04 Feb 2025, 01:27 AM
তুমুল আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ফারুক খানের ফেইসবুক আইডি থেকে দেওয়া একটি পোস্ট নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।
প্রায় সাড়ে তিন মাস আগে গ্রেপ্তার হওয়া ফারুক খান কেরাণীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বসে কী করে ফেইসবুকে পোস্ট দিলেন তা নিয়ে ব্যাপক জল্পনার মধ্যে কারা কর্তৃপক্ষ বলেছে, কারাগারে বসে ফেইসবুক ব্যবহারের ‘কোন সুযোগ নেই’।
সোমবার নিজের ফেইসবুক আইডি থেকে দেওয়া সেই পোস্টে ফারুক খান লিখেছেন, “অনেক চেষ্টা করে অনলাইনে এসেছি। জেলের চার দেয়াল আমাদের নিজ সত্তার সামনে দাঁড়া করায়। অনেক কিছু বলতে চাই, কিন্তু এখন সবই বলতে পারছি না। এতটুকুই বলবো শেখ হাসিনাকে নেত্রী মেনেছিলাম, কিন্তু আজকে তার হঠকারিতার জন্যেই আমাদের দলের এই পরিণতি।
“দলের নেতৃত্বে পরিবর্তন এবং সর্বস্তরে শুদ্ধি অভিযান ব্যতীত কোন ধরনের রাজনীতিতে ফেরা উচিত হবে না। শেখ হাসিনার আওয়ামী লীগ আর চাই না, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ ফেরত চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।”
২০২৪ সালের ৫ অগাস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ছেড়ে ভারতে চলে যান। এরপর তার সরকারের বেশ কয়েকজন প্রভাবশালী মন্ত্রী-এমপি ও দলের নেতা ধরা পড়েন। তবে অধিকাংশ নেতা হয় দেশ ছেড়েছেন না হয় আত্মগোপনে চলে গেছেন। নিচের সারির নেতাকর্মীরা পালিয়ে বেড়াচ্ছেন। দলটির ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে।
এমন ছত্রভঙ্গ অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চলতি মাসে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করছে আওয়ামী লীগ।
এমন প্রেক্ষাপটে ফারুক খানের ফেইসবুক আইডি থেকে এই পোস্ট দেওয়ার কিছুক্ষণের মধ্যেই সেটির স্ক্রিনশট ফেইসবুকে ভাইরাল হয়।
এর পরিপ্রেক্ষিতে রাতে সংবাদ বিজ্ঞপ্তি দেয় কারা অধিদপ্তর। অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার ফারুক খান নামের এক ব্যক্তির ফেইসবুক আইডি থেকে দেওয়া একটি পোস্টের স্ক্রিনশট শেয়ার করে তা কারাগারে আটক সাবেক মন্ত্রী ফারুক খানের বলে প্রচার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
“কারা কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করছে যে, কারাগার হতে এ ধরনের প্রচার বা ফেসবুক চালানো সম্ভব নয়।”
কারা কর্তৃপক্ষ বলেছে, ফারুক খান বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরাণীগঞ্জে আটক আছেন। কারাগারে আটক কোনো বন্দির পক্ষে মোবাইলফোন ব্যবহারের কোনো সুযোগ নেই। ফারুক খান নামের যে ফেইসবুক আইডিটি থেকে পোস্ট দেওয়ার কথা বলা হচ্ছে সেটি অন্য কেউ বা তার আত্মীয়-স্বজন পরিচালনা করছে কি না তা কারা দপ্তর জানে না।
বিষয়টি অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানানোর বিষয়টিও তুলে ধরা হয়েছে কারা কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে।
গত ১৫ অক্টোবর রাতে ঢাকার সেনানিবাস এলাকার বাসা থেকে ফারুক খানকে গ্রেপ্তার করে র্যাব। দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের আলোচিত কোম্পানি ‘সামিট গ্রুপ’ ফারুক খানদের পারিবারিক ব্যবসা। তার বড় ভাই আজিজ খান সামিট গ্রুপের চেয়ারম্যান।
‘অর্থ পাচারের’ অভিযোগের তদন্তের অংশ হিসেবে সম্প্রতি আজিজ খান, ফারুক খানসহ তাদের পরিবারের ১১ সদস্যের ব্যাংক হিসাব অবরুদ্ধ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
সামরিক বাহিনীর চাকরি ছেড়ে আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হওয়া ফারুক খান গোপালগঞ্জ-১ আসনের ছয়বারের এমপি ছিলেন।
২০২৪ সালের জানুয়ারির নির্বাচনে জিতে আওয়ামী লীগ যে সরকার গঠন করেছিল, সেখানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল ফারুক খানকে।
এর আগে ২০১১-১৩ সালেও তিনি এ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। তার আগে কিছুদিন ছিলেন বাণিজ্যমন্ত্রী।
পুরনো খবর: