Published : 04 Mar 2024, 02:32 PM
হঠাৎ ‘গোপনে’ দেশ ছাড়ার খবর নিয়ে দারুণ চটেছেন চিত্রনায়িকা শাবনূর।
ফেইসবুকে এক দীর্ঘ পোস্টে সিডনি ফিরে যাওয়ার কারণ জানিয়ে তিনি বলেছেন, তাকে নিয়ে ‘উদ্দেশ্যপ্রণোদিত ভুয়া গুজব’ ছড়ানো হচ্ছে। তার সঙ্গে কথা না বলেই ‘মনগড়া’ সংবাদ পরিবেশন করা হচ্ছে।
তিন বছর পর ঢাকায় এসে বিরতি ভেঙে নতুন সিনেমায় নাম লিখিয়ে কিছুদিন আগে হইচই ফেলে দেন নব্বই দশকের দাপুটে নায়িকা শাবনূর।
এরপর তিনি ফটোসেশন করেছেন, কয়েকটি সিনেমার চিত্রনাট্য পড়েছেন এবং একটি সিনেমার মহরত অনুষ্ঠানও করেছেন।
এর মধ্যে খবর আসে হঠাৎ করে অস্ট্রেলিয়ার সিডনিতে ফিরে গেছেন এই নায়িকা। শাবনূরের এই ফিরে যাওয়া নিয়ে নানা ধরনের ‘বিভ্রান্তিকর’ খবর আসে সোশাল মিডিয়া এবং কিছু অনলাইন পোর্টালে।
কিছু সংবাদমাধ্যমের ভাষ্য ছিল, শাবনূর ‘গোপনে’ দেশ ছেড়েছেন। তিনি কবে ফিরবেন– কেউ জানে না। শাবনূরের নতুন সিনেমার পরিচালকরা ব্যাপারটা নিয়ে ‘ভীষণ চিন্তিত’।
এর জবাব দিয়ে ফেইসবুক পোস্টে শাবনূর বলেন, “আমি লক্ষ্য করছি, আমার অস্ট্রেলিয়া ফিরে আসাকে কেন্দ্র করে মিডিয়াতে বিভ্রান্তিকর খবর, দেখেশুনে মনে হচ্ছে উদ্দেশ্যপ্রণোদিত ভুয়া গুজব ছড়ানো হচ্ছে। কিছু ভূঁইফোঁড় অনলাইন ও সোশ্যাল মিডিয়া বলবার চেষ্টা করছে আমি নাকি সিনেমার ঘোষণা দিয়ে গোপনে দেশ ছেড়েছি, কবে ফিরব সেটা জানেন না কেউ, চিন্তায় পড়েছেন সিনেমাগুলোর পরিচালকরা।
“তারা রং-ঢং মাখিয়ে আরোও কত কিছু রটাচ্ছে! আশ্চর্যের ব্যাপার, এদের দেখাদেখি মূলধারার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াও মনগড়া খবর প্রকাশ করে ভাইরাল হবার প্রতিযোগিতায় যোগ দিয়েছে। আমার সাথে কথা না বলেই যে যার মত করে মনগড়া সংবাদ পরিবেশন করেই যাচ্ছে।”
সিডনিতে থিতু হওয়ার বিষয়টি উল্লেখ করে শাবনূর বলেন, “দেশের প্রায় সবাই জানেন, আমি এবং আমাদের পরিবারের অন্য সদস্যরা স্থায়ীভাবে অস্ট্রেলিয়ায় বসবাস করি। আমার ছেলে এখানে স্কুলে পড়াশোনা করে। কোনো দরকার হলে বা লং হলিডেতে দেশে ঘুরতে আসি, আবার যখন প্রয়োজন হয় অস্ট্রেলিয়া ফিরে যাই।
“আমাকে কি ঢাকঢোল পিটিয়ে বলতে হবে কখন দেশে আসব বা কখন দেশ ছাড়ব? এখানে গোপনে দেশ ত্যাগের কি আছে? আমি প্রায় তিন সপ্তাহ পূর্বেই অস্ট্রেলিয়া চলে এসেছি। কিন্তু এতদিন পর মনে হয় কারো কারো ঘুম ভাঙল!”
মহরত হয়ে যাওয়া ‘রঙ্গনা’ সিনেমার শুটিং সময়মত হবে বলেই আশ্বস্ত করেছেন শাবনূর।
তিনি বলেন, “আমার অস্ট্রেলিয়া ফিরে আসার কারণ ও সময় নেওয়ার বিষয়ে সিনেমার সাথে সংশ্লিষ্টরা অবগত আছেন। আমি সবাইকে বিনীত অনুরোধ করব, আপনারা কোনো গুজবে, বা ভুয়া খবরে বিভ্রান্ত হবেন না। কোনো গুরুত্বপূর্ণ বিষয় হলে বা অন্য কোনো সিনেমার আপডেট থাকলে আমিই আপনাদেরকে সময়মত জানাব। “
ফেইসবুকে বেইলি রোডের গ্রিন কোজি কটেজের ভয়াবহ আগুনে প্রাণহানির ঘটনাতেও শোক জানিয়েছেন এই নায়িকা।
নতুন করে ক্যারিয়ার গুছিয়ে নিতে গত বছরের শেষ নাগাদ ঢাকায় আসার পর শাবনূরে যে তিনটি সিনেমায় অভিনয়ের খবর আসে, সেগুলো হল ‘মাতাল হাওয়া’, ‘রঙ্গনা’ ও ‘এখনো ভালোবাসি’।
এর মধ্যে ‘মাতাল হাওয়া’ পরিচালনা করার কথা চয়নিকা চৌধুরীর। আর অন্য দুটির পরিচালক হিসেবে আরাফাত হোসাইন নামের তরুণ নির্মাতার নাম এসেছে।
পুরনো খবর
৯ বছর পর ক্যামেরার সামনে আসছেন চিত্রনায়িকা শাবনূর
এই ফেরাকে ‘কামব্যাক’ বলতে চাই না: শাবনূর
বিরতির পর শাবনূরের প্রথম সিনেমা 'রঙ্গনা'
মাহফুজের অনুরোধে নেকাব ছাড়া শাবনূর, প্রশংসায় ভাসল ‘প্রহেলিকা’