ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান চলতি বছর আসছেন চারটি সিনেমা নিয়ে।
Published : 11 Jan 2024, 03:08 PM
মহামারীর ধকল আর হালের ওটিটির জনপ্রিয়তার মধ্যে ‘খেই হারিয়ে ফেলা’ ঢাকাই সিনেমার দিন ফিরছে। গেল বছর থেকে ঢাকাই সিনেমার দর্শকদের হলমুখো করার যে কাজটি সুপারস্টার শাকিব খান শুরু করেছিলেন, সেই ধারাবাহিকতা ভাঙতে নারাজ ‘প্রিয়তমা’র নায়ক। এরইমধ্যে শাকিবের নতুন চারটি সিনেমার কথা সামনে এসেছে।
আট বছর পর বড় পর্দায় ফিরছেন নব্বইয়ের জনপ্রিয় নায়িকা শাবনূর। এছাড়া ঢাকা-কলকাতার অভিনেত্রী জয়া আহসান এবং আজমেরী হক বাঁধনের সিনেমা আসছে কিছুদিনের মধ্যে।
আলোচিতদের মধ্যে পরীমনি, বিদ্যা সিনহা মিম, রাফিয়াত রশীদ মিথিলা, শরিফুল রাজও হাজির হবেন নতুন সিনেমা নিয়ে।
শাকিব মাঠে নামছেন চার কাজ নিয়ে
বলা যায় গত বছর ‘লিডার, আমিই বাংলাদেশ’ ও ‘প্রিয়তমা’ দিয়ে বছরময় আলোচনায় ছিলেন শাকিব খান। ঢাকাই সিনেমার এই সুপারস্টার চলতি বছর আসছেন চারটি সিনেমা নিয়ে।
এই চার সিনেমার মধ্যে তিনটির নাম জানা গেছে। সেগুলো হল নির্মাতা অনন্য মামুনের ‘দরদ’, হিমেল আশরাফের ‘রাজকুমার’ ও রায়হান রাফীর পরিচালনায় ‘তুফান’।নাম ঠিক না হওয়া আরেকটি সিনেমা পরিচালনা করবেন মেহেদী হাসান হৃদয়।
বাংলাদেশ-ভারতসহ ৩২ দেশে আগামী ২ ফেব্রুয়ারি ‘দরদ’ মুক্তির পরিকল্পনা রেখেছে নির্মাতা ও প্রযোজনা সংস্থা। 'দরদ' সিনেমার প্রযোজনায় যৌথভাবে আছে ভারতের এসকে মুভিজ, ওয়ান ওয়ার্ল্ড মুভিজ এবং বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস। বাংলা, হিন্দি, তামিল, মালয়ালমসহ ছয় ভাষায় মুক্তি পাবে ‘দরদ’।
এ সিনেমায় শাকিবের নায়িকা হয়েছেন বলিউডের সোনাল চৌহান। আরও আছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৭ বিজয়ী জেসিয়া ইসলাম এবং ঢাকা ও কলকাতার একঝাঁক শিল্পী।
বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার এ সিনেমার গল্প সাইকো থ্রিলার ধাঁচের। গত বছর ভারতের বারানসি, এলাহাবাদসহ কয়েক জায়গায় শুটিং হয়েছে।
শাকিবের সিনেমায় নায়িকা হওয়ার সুযোগ মিলছেই না দেশের নায়িকাদের। এই নায়কের আরেক সিনেমা ‘রাজকুমার’ এর নায়িকা এসেছে হলিউড থেকে। তিনি কোর্টনি কোফি। তার সঙ্গে দেশে শুটিং সেরে শাকিব গেছেন ভারতে। সেখানার শুটিং শেষ হওয়ার পর পরিচালক হিমেল আশরাফের টিম যাবে যুক্তরাষ্ট্রের অ্যাকশন দৃশ্য শ্যুট করতে।
আশরাফ ও শাকিব চাইছেন ঈদুল ফিতরে মুক্তি পাক ‘রাজকুমার’। এ সিনেমা প্রযোজনা করছে প্রযোজক আরশাদ আদনানের প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়া।
রোজার ঈদের পর মাস দুয়েক বিরতির পর ঈদুল আজহায় মুক্তি পাবে বড় বাজেটের ‘তুফান’, শাকিবের এ সিনেমা পরিচালনা করবেন এ সময়ের বাণিজ্যিক সিনেমার অন্যতম নির্মাতা রায়হান রাফী।
শাবনূর ফিরছেন আট বছর পর
নব্বইয়ের দশকের গোড়ার দিকে ‘চাঁদনী রাতে’র মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে পা রাখা শাবনূর শেষবার বড় পর্দার জন্য ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন ২০১৫ সালে। এরপর দীর্ঘদিন অস্ট্রেলিয়ায় প্রবাস জীবন কাটিয়েছেন। নতুন করে ক্যারিয়ার গুছিয়ে নিতে শাবনূর কিছুদিন হল দেশে ফিরেছেন।
শাবনূর বলেছেন, 'রঙ্গনা' নামের একটি সিনেমার জন্য আট বছর পর ক্যামেরার সামনে দাঁড়াবেন তিনি। 'রঙ্গনা' মুক্তি পাবে আগামী ঈদুল ফিতরে।
শাবনূরের সিনেমার মাধ্যমে বিজ্ঞাপন ও নাটক নির্মাতা আরাফাত হোসাইন প্রথামবারের মত সিনেমা তৈরিতে হাত দিচ্ছেন। কিছুদিনের মধ্যেই শুরু হতে যাচ্ছে শুটিং।
মাত্র একটি কাজ করেই বছর পাড়ি দিতে চান না শাবনূর।চলতি বছরে নির্মাতা চয়নিকা চৌধুরীর পরিচালনায় 'মাতাল হাওয়া' সিনেমাতেও পাওয়া যাবে তাকে। এ সিনেমায় শাবনূরের বিপরীতে থাকবেন অভিনেতা মাহফুজ আহমেদ।
‘মাতাল হওয়ার’ চিত্রনাট্য দারুণ পছন্দ হয়েছে বলে জানিয়েছেন শাবনূর। গল্প নিয়ে একটি কর্মশালাও সেরে নিয়েছেন এ সিনেমার নায়ক-নায়িকা ও অনান্য অভিনয় শিল্পীরা।
সুবাস ছড়াবেন জয়া
বাংলাদেশের পাশাপাশি এক দশক ধরে ভারতের কলকাতায় অভিনয় করে দারুণ সুনাম কুড়িয়েছেন জয়া আহসান। এখন যাত্রা শুরু হয়েছে বলিউডে। তবে ভারতের তুলনায় বাংলাদেশে মুক্তি পাওয়া জয়ার সিনেমার সংখ্যা বেশ কম।
গেল বছর মুক্তি পাওয়া ‘বিউটি সার্কাস’ সিনেমা করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া জয় আহসানের ঝুলিতে চলতি বছরে দেশের জন্য আছে দুটি সিনেমা।
এর মধ্যে একটি নির্মাতা নূরুল আলম আতিকের পরিচালিত ‘পেয়ারার সুবাস’। ইতোমধ্যে মস্কো চলচ্চিত্র উৎসবের ৪৪তম আসরে সিনেমাটির প্রিমিয়ার শো হয়ে গেছে।
নির্মাতা আতিকের ভাষ্য, বাঙালির বৈবাহিক যৌনজীবনে পুরুষের আধিপত্য নিয়ে প্রশ্ন তোলার গল্প ‘পেয়ারার সুবাস’, যা প্রায় প্রতিটি বাঙালি নারীর বৈবাহিক যৌনজীবনের অভিজ্ঞতাকে উপস্থাপন করবে।
সিরাজগঞ্জ ও ঢাকার বিভিন্ন লোকেশনে চিত্রায়িত এ চলচ্চিত্রে জয়া ছাড়াও অভিনয় করেছেন তারিক আনাম খান, আহমেদ রুবেল, সুষমা সরকার, নূর ইমরান মিঠু, মাহমুদ আলম।
ঢাকা-কলকাতা-বলিউডের বাইরে ইরানি সিনেমাতেও পৌঁছে গেছেন জয়া। এ অভিনেত্রীর প্রথম ইরানি সিনেমা 'ফেরেশত' মুক্তির অপেক্ষায় রয়েছে। সিনেমাটি গতবছর গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়।
‘এশা মার্ডার: কর্মফল’ নিয়ে আসছেন বাঁধন
সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘এশা মার্ডার: কর্মফল’-এ পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে। সানী সানোয়ারের পরিচালনায় সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে ঈদুল ফিতরে।
বাংলাদেশর পর কলকাতা ছাড়িয়ে বলিউডি সিনেমায় যাত্রা শুরু করেছেন বাঁধন। গত বছর বিশাল ভরদ্বাজের পরিচালনায় স্প্রাই থ্রিলারধর্মী সিনেমায় ‘খুফিয়া’ করে অভিনয়ে প্রংশসিত হয়েছেন তিনি।
শহীদ জায়া হয়ে পর্দায় আসছেন মিম
‘পরাণ’ আর ‘দামাল’ দিয়ে দর্শকের আলোচনায় এসেছিলেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম, বাড়িয়েছিলেন প্রত্যাশাও। গেল বছর ‘মানুষ’, ‘অন্তর্জাল’ নামে দুটি সিনেমা করলেও সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। চলতি বছরে শহীদ জায়া পান্না কায়সারের চরিত্রে বড় পর্দায় আসছেন মিম।
ওয়াহিদ তারেকের ‘দিগন্তে ফুলের আগুন’ নামের এ সিনেমার শুটিং চলছে। সিনেমা মুক্তির তারিখ না জানালেও নির্মাতা বলেছেন এ বছরেই প্রেক্ষাগৃহে আসবে দিগন্তে ফুলের আগুন’।
দারুণ ব্যস্ত পরীমনি
ঢাকাই সিনেমার অন্যতম আলোচিত নায়িকা শামসুন্নাহার স্মৃতি পরীমনি মাতৃত্বকালীন বিরতি থেকে কাজে ফিরেছেন গত বছরের মাঝামাঝি। এরপর থেকে ‘ডোডোর গল্প’, ‘রঙিলা কিতাব’, ‘খেলা হবে’সহ নতুন নতুন সিনেমার কাজে যুক্ত হচ্ছেন।
কিঙ্কর আহসানের উপন্যাস ‘রঙিলা কিতাব’ অবলম্বনে সিরিজের চিত্রনাট্য লিখেছেন নির্মাতা অনম বিশ্বাস। আর ডোডোর গল্প সিনেমার মাধ্যমে চিত্রনায়ক সাইমন সাদিকের সঙ্গে জুটি বাঁধছেন পরী। সিনেমার কাহিনী, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা করছেন নির্মাতা রেজা ঘটক।
মুক্তির তারিখ না জানালেও চলতি বছরে প্রেক্ষাগৃহে এই দুই সিনেমা নিয়ে আসার পরিকল্পনা নিয়ে কাজ করছেন নির্মাতারা।
রাজা হয়েছেন শরিফুল রাজ
মৈমনসিংহ গীতিকার পাঠকপ্রিয় আখ্যান ‘কাজলরেখা’ অবলম্বনে সরকারি অনুদানে চলচ্চিত্র নির্মাণ করছেন সেলিম।
মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় ‘ওমর’ সিনেমাতেও আছেন রাজ। ‘ওমর-এ রাজের সঙ্গে দেখা যাবে শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, নাসিরউদ্দিন খানকে। নির্মাতা জানিয়েছেন, রোজার ঈদের সিনেমাটি মুক্তি দেওয়ার চেষ্টা করবেন তিনি।
রাজের সঙ্গে প্রথমবার বুবলী
গত বছর কয়েকটি সিনেমা করলেও অভিনেত্রী শবনম বুবলীর ক্যারিয়ার ‘ক্লিক’ করেছে চয়নিকা চৌধুরীর নির্মাণে ‘প্রহেলিকা’য়। চলতি বছরে মুক্তি পাবে বুবলীর ‘দেয়ালের দেশ’।
মিশুক মনি এ সিনেমা বানাচ্ছেন সরকারি অনুদানের টাকায়। বুবলীর বিপরীতে কাজ করছেন শরিফুল রাজ। মনির আশা, সবকিছু সামলে এ বছরের মাঝামাঝি ‘দেয়ালের দেশ’ মুক্তি দিতে পারবেন তিনি।
এছাড়া ‘খেলা হবে’ নামের আরেকটি সিনেমায় বুবলীর কাজ করার কথা শোনা গিয়েছিল।
অভিনয়ের পাশাপাশি নির্মাণে অনন্ত জলিল
অভিনেতা অনন্ত জলিলের 'নেত্রী: দ্য লিডার' মুক্তি পাবে এ বছরে। সিনেমায় অনন্ত জলিলের বিপরীতে যথারীতি নায়িকা হয়েছেন তার স্ত্রী খাদিজা পারভীন বর্ষা।
তুরস্কের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে এ সিনেমাটি। পরিচালনা করছেন দক্ষিণ ভারতীয় নির্মাতা উপেন্দ্র মাধব ও অনন্ত জলিল নিজে।
আরও পড়ুন:
হলিউডি নায়িকাকে সঙ্গে নিয়ে বঙ্গভবনে শাকিব
বারানসিতে শুটিং শুরু শাকিবের 'দরদ' এর
বিরতির পর শাবনূরের প্রথম সিনেমা 'রঙ্গনা'
মস্কো যাচ্ছে 'পেয়ারার সুবাস', উচ্ছ্বসিত জয়া
বছরের শেষে ‘পেয়ারার সুবাস’ ছড়াবেন আতিক-জয়া
পান্না কায়সার রূপে দেখা দিলেন মিম