শাকিবের ‘রাজকুমার’ মুক্তি পাচ্ছে আগামী বছরের ঈদুল ফিতরে।
Published : 22 Dec 2023, 12:18 PM
'রাজকুমার' সিনেমায় সুপারস্টার শাকিবের নায়িকা এসেছেন হলিউড থেকে আর তাকে নিয়ে শুটিং চলছে দেশের উত্তরের জেলা পাবনায়। সেখানে নায়ককে দেখতে শুটিংয়ের দিনগুলোয় ঢল নেমেছে শাকিব ভক্তদের।
ফেইসবুকে একটি ভিডিও শেয়ার করেছেন শাকিব। সেই ভিডিওতে দেখা যায়, কোনো একটি বাড়ি থেকে বেরিয়ে আসছেন শাকিব। সেখান থেকে বের হয়ে একটি সাদা মাইক্রোবাসে ঢুকে যান তিনি।
শাকিবকে কাছ থেকে চোখের দেখা দেখবেন বলে সেই গাড়ি ঘিরে দাঁড়িয়েছিলেন হাজারো জনতা। গাড়িতে ঢোকার আগে উপস্থিতদের উদ্দেশে শাকিব হাত নাড়লে তার ভক্তরা আনন্দে হইহই করে ওঠেন।
শাকিবকে নিয়ে গাড়ি এগিয়ে গেলেও পেছন পেছন আসতে থাকে নানা বয়সের মানুষ।
এই ভিডিও শেয়ার করে ক্যাপশনে শাকিব লিখেছেন, "আমাকে ভালোবাসায় রাখুন'।
শাকিবের ‘রাজকুমার’ মুক্তি পাচ্ছে আগামী বছরের ঈদুল ফিতরে। এই সিনেমায় শাকিবের নায়িকা যুক্তরাষ্ট্রের অভিনেত্রী কোর্টনি কফি।
'পাবনা'র পর শাকিব আর কোফি চলে যাবেন যুক্তরাষ্ট্রে। সেখানে কিছু অংশের শুটিং শেষে সিনেমা টিমের ভারতে যাওয়ার কথা রয়েছে। পরে বাকি শুটিং সেরে নিতে শাকিবরা আসবেন ঢাকায়।
'রাজকুমার' নির্মাণের দায়িত্ব নিয়েছেন শাকিবের হিট সিনেমা ‘প্রিয়তমা’র পরিচালক হিমেল আশরাফ ও প্রযোজক আরশাদ আদনান। এই প্রযোজকের প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়া থেকে সিনেমাটি তৈরি করা হচ্ছে।
অর্থাৎ ‘রাজকুমার’ দিয়ে ফের এই নায়ক-পরিচালক-প্রযোজকের ত্রয়ী জুটিকে পাওয়া যাচ্ছে।
'রাজকুমার' সিনেমার মহরত হয় ২০২২ সালের ২৮ মার্চ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্সের ফ্ল্যাশিংয়ে ওয়ার্ল্ডস ফেয়ার মেরিনাতে। সে সময় কথা ছিল, মহরতের মাসখানেক পরেই শুটিং শুরু হয়ে যাবে। কিন্তু শাকিবের হাতে অন্য কাজ এসে যাওয়ায় পিছিয়ে যায় ‘রাজকুমার’র কাজ। সেইসঙ্গে পুরনো প্রযোজক বদলে গিয়ে এই কাজের দায়িত্ব নেন আদনান।
শাকিব খান কিছুদিন আগে ‘দরদ’ সিনেমার শুটিং শেষ করে ভারত থেকে দেশে ফিরেছেন। অনন্য মামুন পরিচালিত এই সিনেমায় শাকিবের নায়িকা হয়েছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান।
আর এর আগে কোরবানির ঈদে মুক্তি পাওয়া ‘প্রিয়তমা’ সিনেমায় শাকিব জুটি বাঁধেন কলকাতার অভিনেত্রী ইধিকা পালের সঙ্গে।