বছরের শেষে ‘পেয়ারার সুবাস’ ছড়াবেন আতিক-জয়া

নানা জটিলতায় প্রায় চার বছর আটকে থাকার পর চলতি বছরের শেষভাগে মুক্তি পাচ্ছে চলচ্চিত্র ‘পেয়ারার সুবাস’।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Feb 2020, 10:17 AM
Updated : 10 Feb 2020, 10:17 AM

নির্মাতা নুরুল আলম আতিকের নির্মাণে এ চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান; এর আগে ‘ডুবসাঁতার’ চলচ্চিত্রে দেখা গেছে এ নির্মাতা-অভিনেত্রী জুটিকে। ছবিটি প্রযোজনা করেছে আলফা আই। 

নির্মাতা আতিক গ্লিটজকে জানান, রোববার ছবিটির ডাবিং সম্পন্ন হয়েছে। এরপর কালার গ্রেডিং, সাউন্ড ও মিউজিকের কাজ সম্পন্ন করে চলতি বছরের শেষের দিকে ছবিটি মুক্তি দেওয়া হবে।

নূরুল আলম আতিক বলেন, “বাঙালির বৈবাহিক যৌনজীবনে পুরুষের আধিপত্য নিয়ে প্রশ্ন তোলার গল্প ‘পেয়ারার সুবাস’। যা প্রায় প্রতিটি বাঙালি নারীর বৈবাহিক যৌনজীবনের অভিজ্ঞতাকে উপস্থাপন করবে”।

জয়া আহসান বলেন, “অবশেষে ছবিটি আলোর মুখ দেখতে যাচ্ছে এটি একটি সুখবর। আশাকরি চলচ্চিত্রটি নতুন কিছু নিয়ে দর্শকদের মাঝে উপস্থিত হবে”। 

সিরাজগঞ্জ ও ঢাকার বিভিন্ন লোকেশনে চিত্রায়িত এ চলচ্চিত্রে জয়া ছাড়াও অভিনয় করেছেন তারিক আনাম খান, আহমেদ রুবেল, সুষমা সরকার, নূর ইমরান মিঠু, মাহমুদ আলম।