সিরিজটি পরিচালনা করবেন নির্মাতা অনম বিশ্বাস।
Published : 14 Oct 2023, 06:34 PM
মাতৃত্বকালীন বিরতি শেষে ঢাকাই সিনেমার নায়িকা শামসুন্নাহার স্মৃতি পরীমনি যুক্ত হচ্ছেন নতুন নতুন কাজে। সেই তালিকায় এসেছে নতুন একটি ওয়েব সিরিজের নাম।
‘রঙিলা কিতাব’ নামের ওই ওয়েব সিরিজটি পরিচালনা করবেন ‘দেবী’ সিনেমা নির্মাতা অনম বিশ্বাস।
পরীমনির সঙ্গে একটি ছবি ফেইসবুকে শেয়ার করে অনম এই খবর জানিয়েছেন। একই ছবি দিয়ে পরীমনি লিখেছেন, “দ্বিতীয় ইনিংস, নতুন করে শুরু। বিস্তারিত আসছে। আল্লাহ ভরসা।” হ্যাশট্যাগ দিয়ে পরিচালক অনম বিশ্বাসের নাম লিখেছেন তিনি।
সিরিজটির শুটিং শুরু হবে চলতি মাসের শেষের দিকে। ফেইসবুকে অনম বলেছেন, সাত পর্বের এই সিরিজের গল্প এগিয়েছে একটি উপজেলা শহরের এক গ্যাংস্টারকে নিয়ে। সিরিজে পরীমনি ‘সুপ্তি’ নামে এক গৃহিণীর চরিত্রে অভিনয় করবেন।
কিঙ্কর আহসানের উপন্যাস ‘রঙিলা কিতাব’ অবলম্বনে সিরিজের চিত্রনাট্য লিখেছেন অনম বিশ্বাস নিজেই।
পরীমনির চরিত্র নিয়ে অনমের ভাষ্য, “সুপ্তি (পরীমনির চরিত্র) গৃহিনী হলেও সাহসী নারী। আমার কাছে মনে হয়েছে, পরীমনি চরিত্র ফুটিয়ে তুলতে পারবেন। কারণ ব্যক্তিজীবনেও তিনি সাহসী বলেই মনে হয় আমার।“
এবারে গ্যাংস্টার প্রধান ভূমিকা নিলেও ‘রঙিলা কিতাব’ সিরিজের দ্বিতীয় সিজন যদি করা হয়, তাহলে সেখানে পরীমনিকে মূল চরিত্রে আনা হবে বলে জানান অনম।
পরীমনি ছাড়াও অভিনয় করেছেন শ্যামল মাওলা, ফজলুর রহমান বাবু,জিয়াউল হক পলাশসহ কয়েকজন।
প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল ৩ অক্টোবর ২০২৩ তারিখে: