শাকিব ও কোফি দুজনেই রোববার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের জন্মবার্ষিকীতে বঙ্গভবনে ছিলেন আমন্ত্রিত অতিথি।
Published : 11 Dec 2023, 10:06 AM
শাকিব খানের নায়িকা হওয়ার সুযোগই মিলছে না ঢাকাই সিনেমার নায়িকাদের। পরপর তিন সিনেমায় শাকিবের নায়িকা বিদেশিনী। এবারের তালিকায় হলিউডের অভিনেত্রী কোর্টনি কোফি। আর কফিকে সঙ্গে নিয়ে শাকিব হাজির হয়েছিলেন বঙ্গভবনে রাষ্ট্রপতির সামনে।
নির্মাতা হিমেল আশরাফ বলেছেন, শাকিব ও কফি দুজনেই রোববার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের জন্মবার্ষিকীতে বঙ্গভবনে ছিলেন আমন্ত্রিত অতিথি। সেখানেই দুজনে ফ্রেমবন্দি হয়েছেন। কফির সঙ্গে ছবি পোস্ট করে শাকিব লিখেছেন ‘রাজকুমার’ আসছে।
‘রাজকুমার’ শাকিবের আগামী সিনেমা, মুক্তি পাচ্ছে আগামী বছরের ঈদুল ফিতরে। সিনেমা নির্মাণের দায়িত্ব নিয়েছেন শাকিবের হিট সিনেমা ‘প্রিয়তমা’র পরিচালক ও প্রযোজক হিমেল আশরাফ এবং রাষ্ট্রপতির ছেলে আরশাদ আদনান। এই প্রযোজকের প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়া থেকে সিনেমাটি তৈরি করা হচ্ছে।
অর্থাৎ ‘রাজকুমার’ দিয়ে ফের এই নায়ক-পরিচালক-প্রযোজকের ত্রয়ী জুটিকে পাওয়া যাচ্ছে।
এই সিনেমার শুটিং করতেই কোফি ঢাকায় এসেছেন। মঙ্গলবার থেকে শুরু হওয়া শুটিং চলবে ঢাকা, পাবনা এবং যুক্তরাষ্ট্রের মাটিতে।
কোফির ক্যারিয়ারে ‘রাজকুমার’ প্রথম বাংলা চলচ্চিত্র। আর শুটিং ঘিরে তার প্রস্তুতির শেষ নেই। শিখছেন বাংলা ভাষা। কোফির ফেইসবুকের মাধ্যমে জানা গেছে, বেশ কয়েক মাস ধরে নিজের বাড়িতে বাংলা ভাষা শেখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের এই অভিনেত্রী।
'রাজকুমার' সিনেমার মহরত হয় ২০২২ সালের ২৮ মার্চ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্সের ফ্ল্যাশিংয়ে ওয়ার্ল্ডস ফেয়ার মেরিনাতে। সে সময় কথা ছিল, মহরতের মাসখানেক পরেই শুটিং শুরু হয়ে যাবে। কিন্তু শাকিবের হাতে অন্য কাজ এসে যাওয়ায় পিছিয়ে যায় ‘রাজকুমার’র কাজ। সেইসঙ্গে পুরনো প্রযোজক বদলে গিয়ে এই কাজের দায়িত্ব নেন আদনান।
শাকিব খান কিছুদিন আগে ‘দরদ’ সিনেমার শুটিং শেষ করে ভারত থেকে দেশে ফিরেছেন। অনন্য মামুন পরিচালিত এই সিনেমায় শাকিবের নায়িকা হয়েছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান।
আর এর আগে কোরবানির ঈদে মুক্তি পাওয়া ‘প্রিয়তমা’ সিনেমায় শাকিব জুটি বাঁধেন কলকাতার অভিনেত্রী ইধিকা পালের সঙ্গে।