বারানসি ও এলাহাবাদের বিভিন্ন লোকশনে 'দরদ' সিনেমার শুটিং করবেন শাকিব খান।
Published : 28 Oct 2023, 05:06 PM
নানা ধরনের ঝুট ঝামেলা মিটিয়ে ঢাকাই সিনেমার চিত্রনায়ক শাকিব খান অভিনীত বাংলাদেশ–ভারত যৌথ প্রযোজনার সিনেমা ‘দরদ' এর শুটিং শুরু হয়েছে।
ভারতের বারানসিতে এই সিনেমার শুটিং শুরু হয়েছে বলে 'দরদ' নির্মাতা অনন্য মামুন জানিয়েছেন। শুটিং শুরুর আগের আনুষ্ঠানিকতার কয়েকটি ছবিও তিনি ফেইসবুকে শেয়ার করেছেন।
গত কয়েক মাস ধরে শাকিবের 'দরদ' নিয়ে আলোচনা ছিল। এই শুটিংয়ে অংশ নিতে ১৫ অক্টোবর মুম্বাইয়ে উড়াল দেওয়ার কথা ছিল সুপারস্টার শাকিবের। কিন্তু তিনি এবং তার টিমের ১৪ জনের হাতে সময়মত ভিসা না আসায় তৈরি হয় জটিলতা।
পরে ২৩ অক্টোবর ভিসা পান শাকিবসহ টিমের সবাই। দুদিন পর মুম্বাইয়ের উদ্দেশে ঢাকা ছাড়েন শাকিব।
ক্যারিয়ারের প্রথম প্যান ইন্ডিয়ান এই সিনেমায় শাকিবের নায়িকা বলিউডের। হিন্দি সিনেমার সোনাল চৌহান 'দরদ' সিনেমায় শাকিবের নায়িকা হয়েছেন। ২০০৮ সালে ইমরান হাশমির সঙ্গে ‘জান্নাত’ সিনেমা দিয়ে রূপালি পর্দায় পথচলা শুরু হয় সোনাল চৌহানের।
দরদ সিনেমায় অভিনয় করছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৭ বিজয়ী জেসিয়া ইসলামও। এছাড়া বাংলাদেশ ও কলকাতার একঝাঁক শিল্পী কাজ করছেন এ সিনেমায়।
নির্মাতা মামুন বলেছেন, বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার এ সিনেমার গল্প সাইকো থ্রিলার ধাঁচের। মুম্বাইয়ে দেরিতে পৌঁছানোর কারণে শাকিব ও সোনালের লুক সেট, ফটোশ্যুটে ব্যস্ততা গেছে। অবশেষে গত বৃহস্পতিবার বারানসিতে শুটিং শুরু হয়েছে।
বারানসি ও ও এলাহাবাদের বিভিন্ন লোকেশনে টানা শুটিং শেষ করে মাসখানেক পরে টিম নিয়ে শাকিব দেশে ফিরবেন।
'দরদ' সিনেমার প্রযোজনায় যৌথভাবে আছে ভারতের এসকে মুভিজ, ওয়ান ওয়ার্ল্ড মুভিজ এবং বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস। বাংলা, হিন্দি, তামিল, মালয়ালমসহ ছয় ভাষায় মুক্তি পাবে ‘দরদ’।
বাংলাদেশ-ভারতসহ ৩২ দেশে আগামী ২ ফেব্রুয়ারি সিনেমা মুক্তির পরিকল্পনা রেখেছেন নির্মাতা ও প্রযোজনা সংস্থা।
গেল ঈদে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা' বেশ সফলতার মুখ দেখে। এই সিনেমায় শাকিব খানের বিপরীতে ছিলেন কলকাতার নায়িকা ঈধিকা পাল। এবার বলিউডের নায়িকা নিয়ে কতটা সফল হন শাকিব তা দেখার জন্য অপেক্ষা করতে হবে ‘দরদ’ মুক্তি পর্যন্ত।