Published : 01 Aug 2023, 06:07 PM
অভিনেত্রী বিদ্যা সিনহা মিম নতুন সিনেমায় কাজ শুরু করেছেন। নাম 'দিগন্তে ফুলের আগুন'। পরিচালনা করছেন ওয়াহিদ তারেক। মঙ্গলবার থেকে ঢাকায় সিনেমাটির শুটিং শুরু হয়েছে।
এই সিনেমায় পান্না কায়সার চরিত্রে অভিনয় করছেন বলে গ্লিটজকে জানিয়েছেন মিম।
তিনি বলেন, মূলত পান্না কায়সারের জীবনের নানা ঘটনা উঠে আসবে সিনেমাটিতে। এই সিনেমার প্রযোজক শমী কায়সার।
বিদ্যা সিনহা মিম বলেন, “শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সার ও পান্না কায়সার তো হচ্ছেন শমী কায়সার আপুর বাবা-মা। শমী আপুর প্রযোজনায় ওয়াহিদ তারেক সিনেমাটি নির্মাণ করছেন। আমি এতে পান্না কায়সার চরিত্রে অভিনয় করছি। শহীদুল্লাহ কায়সার চরিত্রে দেখা যাবে মোস্তফা মনোয়ারকে।”
পুরো মাসজুড়ে এই সিনেমার শুটিং নিয়েই ব্যস্ত থাকবেন বলেও জানান মিম। এছাড়া এই অভিনেত্রীর দুটি সিনেমা এখন মুক্তির অপেক্ষায় রয়েছে।
মিম অভিনীত সাইবার থ্রিলার সিনেমা 'অন্তর্জাল' মুক্তি পাচ্ছে আগামী ৮ সেপ্টেম্বর। এটি পরিচালনা করেছেন দীপংকর দীপন। এছাড়া মিমের 'মানুষ' নামে আরেকটি সিনেমাও মুক্তি পাবে শিগগিরই।
কিছুদিন আগেই মিম অভিনীত 'মিশন হান্টডাউন' ওয়েব সিরিজটি ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে প্রচারিত হয়েছে। সিরিজটিতে নীরা চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন মিম।