Published : 06 May 2025, 11:28 AM
ওয়ানডে অভিষেকে গত ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে ৭৯ বলে সেঞ্চুরি করে সাড়া ফেলে দিয়েছিলেন আমির জাঙ্গু। ২৭ বছর বয়সী ব্যাটসম্যান জায়গা পেলেন আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের ওয়েস্ট ইন্ডিজ দলে। ১৮ বছর বয়সী কিপার-ব্যাটসম্যান জুয়েল অ্যান্ড্রু ফিরেছেন দলে।
যথারীতি দলকে নেতৃত্ব দেবেন শেই হোপ। বাংলাদেশের বিপক্ষে সিরিজের দলে থাকলেও পরে চোটের কারণে ছিটকে পড়া দুই পেসার ম্যাথু ফোর্ড ও শামার জোসেফ ফিরেছেন দলে।
দলে না থাকাদের মধ্যে উল্লেখযোগ্য নাম শিমরন হেটমায়ার। চলতি আইপিএলে ভালো ফর্মে নেই বাঁহাতি আগ্রাসী ব্যাটসম্যান।
বাংলাদেশের বিপক্ষে সিরিজের দল থেকে তেমন কোনো পরিবর্তন আর নেই। তবে কোচিং স্টাফে একটি পরিবর্তন এসেছেন। নিউ জিল্যান্ডের জেমস ফ্র্যাঙ্কলিনের পরিবর্তে বোলিং কোচের দায়িত্ব পালন করবেন সাবেক পেসার রাভি রামপল। এছাড়াও আয়ারল্যান্ড সফরের অংশটুকুতে কোচিং স্টাফে থাকবেন সাবেক আইরিশ অলরাউন্ডার কেভিন ও’ব্রায়েন।
আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি শুরু ২১ মে। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু ২৯ মে। ইংলিশদের বিপক্ষে পরে টি-টোয়েন্টি সিরিজও খেলবে ক্যারিবিয়ানরা, সেটির দল ঘোষণা হবে পরে।
ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে স্কোয়াড: শেই হোপ, জুয়েল অ্যান্ড্রু, কেসি কার্টি, রোস্টন চেইস, ম্যাথু ফোর্ড, জাস্টিন গ্রেভস, আমির জাঙ্গু, আলজারি জোসেফ, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, এভিন লুইস, গুডাকেশ মোটি, শেরফেন রাদারফোর্ড, জেডেন সিলস, রোমারিও শেফার্ড।