চ্যাম্পিয়ন্স লিগ
Published : 06 May 2025, 03:46 PM
ঘরের মাঠের সুবিধা কাজে লাগাতে পারেনি আর্সেনাল। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠতে হলে তাই এবার পিএসজির মাঠে জয়ের গল্প রচনা করতেই হবে তাদের। দলটির কোচ মিকেল আর্তেতা অবশ্য দারুণ আশাবাদী ও অনুপ্রাণিত। দলকে উদ্দেশ্য করে তিনি বললেন, এমন বিশেষ উপলক্ষে জীবন দিয়ে লড়াই করা উচিত।
এমিরেটস স্টেডিয়ামে গত সপ্তাহে সেমি-ফাইনালের প্রথম লেগে ১-০ গোলে হেরে যায় আর্সেনাল। প্রথমবারের মতো ইউরোপ চ্যাম্পিয়ন হওয়ার আশা বাঁচিয়ে রাখতে ফিরতি লেগে জয়ের বিকল্প নেই তাদের সামনে।
পিএসজির মাঠে বুধবার বাংলাদেশ সময় রাত একটায় শুরু হবে ম্যাচটি। প্যারিসে কাঙ্ক্ষিত জয় পেলে নিজেদের ইতিহাসে কেবল দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠবে আর্সেনাল।
ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে আত্মবিশ্বাসী কণ্ঠে আর্তেতা বললেন, দারুণ উত্তেজনা নিয়ে লড়াইয়ের জন্য তারা প্রস্তুত।
“(ম্যাচটি ঘিরে) উত্তেজনা বাড়ছে, গায়ের রোম খাড়া হয়ে যাচ্ছে, দিনটির অপেক্ষা করছি, খুব প্রস্তুত এবং আত্মবিশ্বাসী (বলেই অনুভূতি হচ্ছে) এবং জানি যে, এটাই সুযোগ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলার।”
“এবং এই পর্যায়ে আসার পর, লক্ষ্য পূরণের জন্য জীবন দিয়ে লড়াই করা উচিত।”
চলতি মৌসুমে অনেক চোট সমস্যায় ভুগতে হয়েছে আর্সেনালকে। এখনও কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় আছেন বাইরে। নিষেধাজ্ঞার কারণে প্রথম লেগে খেলতে পারেননি মিডফিল্ডার টমাস পার্টিও। বাঁচা-মরার লড়াইয়ে ঘানার এই ফুটবলারের ফেরাটা দলটির জন্য দারুণ ইতিবাচক।